ফ্রেজারগঞ্জে গুরুতর পথ দুর্ঘটনায় মৃত্যু এক ১১ বছরের শিশু কন্যার। গুরুতর আহত আরো ১ শিশু। এলাকায় চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত কয়লাঘাটা ও জেঠিঘাট বাস স্টপেজের মাঝখানে ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা যায় নামখানার দিক থেকে একটি বাস বকখালির দিকে যাচ্ছিল। ওই সময় একটি সাইকেলে চড়ে জেটিঘাট এলাকার ১২ বছরের নাবালক শিশু দয়ালহরি দাস তার কাকুর মেয়ে ১১ বছরের শিশু কন্যা জবা দাসকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে স্থানীয় একটি আইসিডিএস স্কুল থেকে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎই সাইকেল নিয়ে ওই শিশু নিয়ন্ত্রণ হারিয়ে নামখানার দিক থেকে আসা বাসটির সামনে পড়ে যায়। বাসটির তলায় ঢুকে যায় ১২ বছরের ওই নাবালক শিশুটি। এবং তার সাইকেলের পেছনে বসে থাকা তার কাকুর মেয়ে রাস্তার উপরেই ছিটকে পড়ে। তড়িঘড়ি বিকট আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ১১ বছরের ওই শিশু কন্যা জবা দাসকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ১১ বছরের ওই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে। তবে বাসটির তলাতেই চাপা পড়ে থাকে ১২ বছরের নাবালক শিশু দয়াল হরিদাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধিমান সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। তারপরেই প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় জেসিপি দিয়ে বাসটিকে সরিয়ে চাপা পড়ে থাকা ১২ বছরের শিশু দয়াল হরি দাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফ্রেজারগঞ্জ এলাকায়। পাশাপাশি পথ দুর্ঘটনায় ১১ বছরের শিশু কন্যা জবা দাসের মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারসহ স্থানীয় মানুষজন। ১১ বছরের শিশু কন্যা জবা দশের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ফ্রেজারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের সামনে এখন শুধু কান্নার রোল।

স্টাফ রিপোর্টার : মুন্না সর্দার



Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours