পুরানো বাড়ি সারাতে গিয়ে ঘটল বড়সড় বিপত্তি,প্রবল বৃষ্টির জেরে ভেঙে পড়ে বাড়িটির সানসেড। তারই আঘাতে মৃত্যু হলো এক রাজমিস্ত্রীর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক যুবক।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের লালবাটি এলাকায়, স্থানীয় সুত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম হৃদয় হালদার। অন্যদিকে গুরুতর জখম হয়েছে দেবনাথ দলুই।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালবাটির বাসিন্দা রবীন ঘড়ুইয়ের পুরানো বাড়ি সারাই করার কাজ চলছিল। শনিবার সকালে প্রায় পাঁচ ছজন কর্মী সেই কাজ করছিলেন। 

কিন্তুু প্রবল বৃষ্টির ফলে আচমকা পুরানো সানসেডটি ভেঙে পড়ে। সেই সময় হৃদয় ও দেবনাথ নামে দুই শ্রমিক কাজ করছিলেন। সানসেডটি ভেঙে পড়ে তাঁদের মাথার উপর। তড়িঘড়ি দুজনকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদয় হালদারকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 অন্যদিকে দেবনাথের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। আচমকা এই ঘটনা ঘটে যাওয়ায় শোকস্তব্ধ গোটা গ্রাম

রিপোর্টার : সৌরভ মণ্ডল (দক্ষিণ ২৪ পরগণা)
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours