স্টে সেঞ্চুরি হাঁকানো যশস্বী দ্বিতীয় টেস্ট ৫৭ রান করে আউট হন। ওপেনিং জুটি ভাঙে ১৩৯ রানে।
Yashasvi Jaiswal: দেশের জার্সিতে প্রথম সিরিজে সাফল্যের 'সিক্রেট' জানালেন যশস্বী জয়সওয়ালদেশের জার্সিতে প্রথম সিরিজে সাফল্যের 'সিক্রেট' জানালেন যশস্বী জয়সওয়াল
ত্রিনিদাদ: নিজের দেশের হয়ে খেলার স্বপ্ন দেখেন সকল তরুণ ক্রিকেটার। সেই স্বপ্ন যখন কোনও তরুণের পূরণ হয়, তিনি নিজেকে সবচেয়ে ভাগ্যবান মনে করেন। তাও আবার তা টেস্ট ক্রিকেটে হলে আরও বেশি গর্বের হয়। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছেন বছর ২১ এর যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। ঘরোয়া ক্রিকেটে সাফল্য, আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সের সুবাদে নির্বাচকদের নজরে পড়েন যশস্বী। তাঁকে এ বারের ক্যারিবিয়ান সফরে (India Tour of West Indies) তাই সুযোগ দেওয়া হয়। আর সেই সুযোগের সদ্ব্যবহার করছেন যশস্বী। ডেবিউ টেস্টে তিনি সেঞ্চুরি হাঁকান। সেই ছন্দই ধরে রেখে কেরিয়ারের এবং এই সিরিজের দ্বিতীয় টেস্টেও খেলছেন যশস্বী। দেশের জার্সিতে প্রথম সিরিজে সাফল্যের ‘সিক্রেট’ কী? জানালেন যশস্বী জয়সওয়াল। বিস্তারিত রইল এর এই প্রতিবেদনে।
পোর্ট অব স্পেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের প্রথম সেশনে দারুণ পারফর্ম করে ভারতের ওপেনিং জুটি। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের জুটিতে প্রথম সেশনে ওঠে ১২১। কিন্তু দ্বিতীয় সেশনের শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। ডমিনিকা টেস্টে সেঞ্চুরি হাঁকানো যশস্বী দ্বিতীয় টেস্ট ৫৭ রান করে আউট হন। ওপেনিং জুটি ভাঙে ১৩৯ রানে। বড় রান করতে না পারায় হতাশ হয়েছেন যশস্বী। তাই দিনের শেষে তিনি এই নিয়ে বলেন, ‘আমি হতাশ হয়েছি ঠিকই। কিন্তু এমনটা ক্রিকেট হয়। আমি প্রতিনিয়ত শিখছি এবং সব সময় ভাবি পরের বার ব্যাটিং করার সুযোগ পেলে কেমন ভাবে ব্যাট করব।’
যশস্বী জানান, মাঠে নামলেই তাঁর পরিকল্পনা থাকে যত বেশিক্ষণ সম্ভব হয় ব্যাট করে যাওয়া। তিনি আরও বলেন, ‘যখনই আমি ব্যাটিং করি চেষ্টা করি যত বেশি সম্ভব সময় যেন মাঠে থাকতে পারি। এবং ব্যাট করে যেতে পারি। যখন আউট হয়ে যাই খারাপ তো লাগেই। দলের জন্য সব সময় ভালো পারফর্ম করতে চাই। দেশের হয়ে খেলা অনেক গর্বের বিষয়। তাই প্রতি ম্যাচে খেলার সময় এই ভাবনাই থাকে আমার।’ পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস হারে ভারত। আর টস হেরে প্রথমে ব্যাটিং করছে টিম ইন্ডিয়া। ভারতের প্রথম ইনিংসে ৭৪ বলে ৫৭ রান করেছেন যশস্বী জয়সওয়াল। দিনের শেষে ভারতের স্কোর ৪ উইকেটে ২৮৮। ৮৭ রানে অপরাজিত রয়েছেন বিরাট কোহলি এবং ৩৬ রানে অপরাজিত রবীন্দ্র জাডেজা।
Post A Comment:
0 comments so far,add yours