ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এই ভিডিয়োটি টুইটারে @NoContextHumans নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 19 লাখের বেশি মানুষ এই ক্লিপটি দেখেছেন।

Viral Video: বাঘের সঙ্গে ছবি তুলবেন নাকি! এই দুই যুবকের কাণ্ড দেখলে আপনিও কেঁপে উঠবেন!
Viral Video Today: পৃথিবীর বহু জায়গাতেই জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের আটকে রেখে তাদের প্রশিক্ষণ করে রাখা হয়, যাতে তারা সহজেই মানুষের সঙ্গে মিলমিশ খেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বাঘদের ওভাবে রাখা হয়। কিন্তু বহু মানুষ একটুও ভয় না পেয়েই তাদের সঙ্গে ছবি তোলেন। আজকাল সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দুই যুবক একটি ভয়ঙ্কর ‘বাঘের’ কাছে বসে ছবি তুলছে এবং ভিডিয়ো করছে। তারপরেই সেখানে উপস্থিত একজন বাঘটিকে রাগানোর জন্য একটি লাঠি দিয়ে তাকে খোঁচাতে থাকল, তারপরেই এমন কিছু হল, যা দেখে আপনি চমকে উঠবেন।


ভাইরাল হওয়া এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুইজন লোক একটি বাঘের কাছে বসে আছে। প্রথমে এক যুবক গিয়ে বাঘের কাছে বসে, অন্য যুবক তার বন্ধুর পাশে দাঁড়িয়ে। দু’জনেই ছবি তোলার জন্য একের পর এক পোজ় দিচ্ছে। তখনই এক ব্যক্তি লাঠি দিয়ে বাঘটিকে বিরক্ত করতে লাগল। বাঘটি রেগে যেতেই জোরে গর্জন করে। বাঘের গর্জন করার সঙ্গে সঙ্গে কাছাকাছি বসা দু’জন যুবকই চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। তাদের চিৎকার করতে দেখে বাঘও অবাক হয়ে যায়। সেখান থেকে বেরিয়ে এসে এক ব্যক্তি মাটিতে মাথা নিচু করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন। এই পুরো ঘটনার সময় ভিডিয়ো করা যুবককে জোরে হাসতে শোনা যায়।



ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। এই ভিডিয়োটি টুইটারে @NoContextHumans নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত 19 লাখের বেশি মানুষ এই ক্লিপটি দেখেছেন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours