সাগরের মন্দিরতলার পোস্ট অফিস মোড়ের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলো ম্যাজিক গাড়ি,
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের কচুবেড়িয়ার দিক থেকে একটি ম্যাজিক গাড়ি যাত্রী বোঝাই করে নিয়ে সাগরের রুদ্রনগরের দিকে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের মন্দিরতলার পোস্ট অফিস মোড়ের কাছে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে,এরপর ঘটনাস্থলে গুরুতর আহত হয় চারজন যাত্রী স্থানীয়রা ওই গুরুতর আহত চার জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে,
ওই পথ দুর্ঘটনার ফলে ইলেকট্রিক পোস্ট ভেঙে যাওয়ায় ১১ হাজারের কারেন্টের লাইন সাগরের কচুবেড়িয়া থেকে সাগরের রুদ্রনগর যাওয়ার মেন রোডে ঝুলে যায় এর ফলে সাগরের মেইন রোডে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, এরপর ওই ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ম্যাজিক গাড়িটিকে আটক করে এবং বিদ্যুৎ দপ্তরে খবর দেয় ওই ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় ওই কারেন্টের লাইন ঠিক করে মেইন রোডে যান চলাচল স্বাভাবিক করে, সেই ঘটনাস্থলের সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন
স্টাফ রিপোর্টার : সৌরভ মণ্ডল
Post A Comment:
0 comments so far,add yours