শনিবারই রাজ্যে পঞ্চায়েত ভোট। আজ বৃহস্পতিবার। সকালে ছেলে আলফাজউদ্দিন হালদারের মৃত্যসংবাদ পেয়েছেন তিনি। আর তারপর যেন মনটাকে আরও শক্ত করে নিয়েছেন আলফাজের বাবা সাহাচাঁদ হালদার। বলছেন, 'ছেলের দেহ পড়ে থাকে থাকুক। কিন্তু ভোটে জিতিয়ে দেখাতে হবে।'
Panchayat Election 2023: 'ছেলের দেহ পড়ে থাকে থাকুক, কিন্তু কংগ্রেসকে জিতিয়ে দেখাব', অধীরকে প্রতিশ্রুতি কুলপির সন্তানহারা বাবারকুলপির মৃত কংগ্রেস কর্মীর বাবার
কুলপি: ছেলে প্রাণ হারিয়েছে। সোমবার থেকে হাসপাতালে ভর্তি ছিল। কয়েকদিন ধরে যমে-মানুষে টানাটানির পর আজ সকালেই ছেলের মৃত্যুর খবর এসেছে। সন্তানহারা বাবার বুকে এখন শুধুই শূন্যতা। খাঁ-খাঁ করছে। ডুকরে ডুকরে কেঁদে উঠছেন। কিন্তু সন্তানের মৃত্যুর পর জেদ আরও তীব্র হয়েছে তাঁর। ভোটের আগে বেশি সময় বাকি নেই। শনিবারই রাজ্যে পঞ্চায়েত ভোট। আজ বৃহস্পতিবার। সকালে ছেলে আলফাজউদ্দিন হালদারের মৃত্যসংবাদ পেয়েছেন তিনি। আর তারপর যেন মনটাকে আরও শক্ত করে নিয়েছেন আলফাজের বাবা সাহাচাঁদ হালদার। বলছেন, ‘ছেলের দেহ পড়ে থাকে থাকুক। কিন্তু ভোটে জিতিয়ে দেখাতে হবে।’
আজ সকালেই কুলপির কংগ্রেস কর্মী আলফাজউদ্দিন হালদারের মৃত্যুর খবর আসে। সোমবার থেকে হাসপাতালে ভর্তি থাকার পর আজ মৃত্যু। কুলপিতে আলফাজদের বাড়িতে আজ শুধুই বুক ফাটা কান্না। আর সন্তান হারানোর যন্ত্রণা। আজ সন্ধেয় আলফাজের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেসের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন দলের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্য়ায়। নিহত কংগ্রেস কর্মীর বাবা সাহাচাঁদ হালদারের সঙ্গে ফোনে কথা বলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও। অধীরকে তিনি বলেন,’আমার ছেলের দেহ যদি এখানে পড়ে থাকে, থাকুক। কিন্তু ভোট আমরা করবই। ছাড়ব না। কংগ্রেসকে জেতাবই, কেউ রুখতে পারবে না।’
Post A Comment:
0 comments so far,add yours