টুইটারে সেই ভিডিয়োটি শেয়ার করেছেন ডক্টর পিভি ভেঙ্কিটাকৃষ্ণণ নামের এক ব্যক্তি, যিনি ইসরো মেটিরিয়ালসের অবসরপ্রাপ্ত ডিরেক্টর এবং একজন রকেট ম্যানুফ্যাকচারিং এক্সপার্টও। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, 'প্লেন থেকে চন্দ্রযান-3 লঞ্চ।

চেন্নাই-ঢাকাগামী বিমান থেকে চন্দ্রযান-3 উৎক্ষেপণের ভিডিয়ো ভাইরাল, দেখুন একবারচেন্নাই-ঢাকাগামী বিমানের জানলা থেকে তোলা হয়েছে এই ভিডিয়ো
 চন্দ্রমিশনের উদ্দেশ্যে দেশের তৃতীয় চন্দ্রযান শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে গত শুক্রবার, দুপুর 2টো 35 মিনিটে। দেশের এই গর্বের মুহূর্তের জন্য শুভেচ্ছাবার্তা এসেছে সারা বিশ্ব থেকেই। টিভির স্ক্রিন থেকে শুরু করে মোবাইল, লাইভ বা পরে রেকর্ডেড ভিডিয়োতে দেশের সমস্ত প্রান্তের মানুষ সেই চন্দ্রযান-3 লঞ্চ চাক্ষুষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় চন্দ্রযান-3 উৎক্ষেপণের বিভিন্ন ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সম্প্রতি একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। চেন্নাই থেকে প্লেনে ঢাকা যাওয়ার সময় এক ব্যক্তি চন্দ্রযান-3 এর উৎক্ষেপণের ভিডিয়োটি মোবাইলে ফ্রেমবন্দি করেছেন।


টুইটারে সেই ভিডিয়োটি শেয়ার করেছেন ডক্টর পিভি ভেঙ্কিটাকৃষ্ণণ নামের এক ব্যক্তি, যিনি ইসরো মেটিরিয়ালসের অবসরপ্রাপ্ত ডিরেক্টর এবং একজন রকেট ম্যানুফ্যাকচারিং এক্সপার্টও। ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘প্লেন থেকে চন্দ্রযান-3 লঞ্চ। চেন্নাই থেকে ঢাকাগামী বিমান টেক অফের পর কোনও পাইলট যখন ঘোষণা করলেন, তখনই তোলা হয়েছিল। ঐতিহাসিক মুহূর্তটি দেখুন একবার।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours