চন্দ্রযান-3 অর্থাৎ ভারতের তৃতীয় চন্দ্রমিশনের নেতৃত্ব যিনি দিলেন, তিনি দেশের 'রকেট ওম্যান' ঋতু করিধাল শ্রীবাস্তব।

তিনি ISRO-র একজন সিনিয়র বিজ্ঞানী। ভারতের মার্স অরবিটার মিশন (MOM), মঙ্গলযানের ডেপুটি অপারেশন ডিরেক্টর ছিলেন তিনি।

Chandrayaan-3: ইসরোর এই বিজ্ঞানী চন্দ্রযান-3 মিশনের মাস্টারমাইন্ড, 'রকেট ওম্যান' সম্পর্কে জেনে নিন অজানা কিছু তথ্যরকেট ওম্যান ঋতু।
Mastermind Of Chandrayaan-3: ভারতের তৃতীয় চন্দ্র মিশন চন্দ্রযান-3 সফল ভাবে লঞ্চ করা হল। 14 জুলাই, শুক্রবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফল ভাবে উৎক্ষেপণ করা হয় চন্দ্রযানটি। 300,000 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই চন্দ্রযান-3 অগস্ট মাসের মাঝামাঝি সময়ে চাঁদে পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।


চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে লিখেছেন, “ভারতের মহাকাশ ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা করেছে চন্দ্রযান-3। এটি প্রত্যেক ভারতীয়ের স্বপ্নকে সত্যি করার রাস্তায় পাড়ি দিয়েছে। এই জায়গায় আমরা পৌঁছতে পেরেছি বিজ্ঞানীদের নিরলস পরিশ্রমের ফলেই। আমি তাদের ভাবনাচিন্তা এবং বুদ্ধিমত্তাকে স্যালুট জানাই।”


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours