July 2023

মহরম উপলক্ষে সাগরে খানসাহেব আবাদ মহরম মাঠে অনুষ্ঠিত হলো তাজিয়া প্রর্দশনী



শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের খান সাহেব আবাদ মহরম মাঠে অনুষ্ঠিত হলো তাজিয়া প্রর্দশনী,এদিন সাগরের খানসাহেব আবাদের ঝড়ুদাস পুল থেকে তিনটি তাজিয়া শনিবার সন্ধ্যায় এসে পৌঁছায় সাগরের খানসাহেব আবাদের মহরম মাঠে তাজিয়া প্রর্দশনীর জন্য,
এদিন ওই তাজিয়া প্রর্দশনী দেখার জন্য ভিড় জমিয়েছিলো প্রচুর মানুষ, এদিন ওই মহরম উপলক্ষে তাজিয়া প্রর্দশনীকে ঘিরে যাতে কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই সুন্দরবন পুলিশ জেলার সাগর থানার পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছিলো,এদিন সাগরের খানসাহেব আবাদ এলাকায় সাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশীষ রায় কে সঙ্গে নিয়ে প্রশাসনিক নিরাপত্তার বিষয়ও খতিয়ে দেখেল সাগরের SDPO দীপাঞ্জন চ্যাটার্জী

স্টাফ রিপোর্ট সৌরভ মন্ডলের
সাগরের চকফুলডুবি মোড়ের রাস্তার ধারে পিলারে ধাক্কা মারলো একটি স্কুটি, ঘটনাস্থলে আহত এক মহিলা,

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবারে দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর ব্লকের কচুবেড়িয়ার দিক থেকে একটি স্কুটিতে চেঁপে একজন পুরুষ ও একজন মহিলা সাগরের রুদ্রনগরের দিকে যাচ্ছিল সেই সময় ওই স্কুটি টি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের চকফুলডুবি মোড়ের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিলারে ধাক্কা মারে,ওই পিলারে ধাক্কা মারার ফলে স্কুটিটি সম্পূর্ণ ভেঙে যায়,এরপর ঘটনাস্থলে ওই স্কুটিটির পেছনে বসে থাকা এক মহিলা গুরুতর আহত হয় গুরুতর আহত অবস্থায় স্কুটিতে বসে থাকা ওই মহিলাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে,ঘটনাস্থলের সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডটকমের মাধ্যমে,


স্টাফ রিপোর্টার : মুন্না সর্দার


এদিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার, মৎস দফতরের বেশ আধিকারিক পুলিশ নিয়ে মাছের একাধিক আড়তে অভিযান চালান।

Hilsa fish: ডায়মন্ড হারবারে বাজেয়াপ্ত ৪০০ কেজি খোকা ইলিশ, কোথা থেকে এল? খোঁজ নিচ্ছে পুলিশউদ্বেগ ডায়মন্ড হারবারের বাজারে

ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার থেকে দিঘা (Digha), বিগত কয়েক সপ্তাহে রাজ্যে বৃষ্টির দাপট যত বেড়েছে ততই মৎসজীবীদের মুখে চওড়া হয়েছে হাসি। জালে জালে ধরা পড়েছে টন টন ইলিশ। কিন্তু অভিযোগ, অনেক জায়গাতেই বড় ইলিশের জায়গায় দেদার বিক্রি হচ্ছে খোকা ইলিশ। এরইমধ্যে এবার ডায়মন্ড হারবারে বাজেয়াপ্ত হল ৪০০ কোজিরও বেশি ওজনের ছোট ইলিশ। তাতেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের। এদিকে খোকা ইলিশ ধরতে বিগত দু’দিন ধরেই জোরদার অভিযান চলছিল ডায়মন্ড হারাবারের একাধিক বাজারে। এদিন গত দুদিনে লাগাতার অভিযান চালিয়ে ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজার আড়তে ঢোকার আগে গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৪০০ কেজির বেশি ওজনের খোকা ইলিশ। 


সূত্রের খবর, এই সমস্ত ইলিশের ওজন ১০০ থেকে ৩০০ গ্রামের মধ্যে। এদিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার, মৎস দফতরের বেশ আধিকারিক পুলিশ নিয়ে মাছের একাধিক আড়তে অভিযান চালান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় নগেন্দ্র বাজারেও। দেখা যায় আড়তে ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছে তিনটি গাড়ি। এই গাড়িগুলির ডালা খুলতেই দেখা যায় গোটা গাড়ি ভর্তি খোকা ইলিশে। তিন গাড়ি থেকে প্রায় ৪০০ কেজি ইলিশ উদ্ধার হয়েছে।

এদিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার, মৎস দফতরের বেশ আধিকারিক পুলিশ নিয়ে মাছের একাধিক আড়তে অভিযান চালান।

Hilsa fish: ডায়মন্ড হারবারে বাজেয়াপ্ত ৪০০ কেজি খোকা ইলিশ, কোথা থেকে এল? খোঁজ নিচ্ছে পুলিশউদ্বেগ ডায়মন্ড হারবারের বাজারে

ডায়মন্ড হারবার: ডায়মন্ড হারবার থেকে দিঘা (Digha), বিগত কয়েক সপ্তাহে রাজ্যে বৃষ্টির দাপট যত বেড়েছে ততই মৎসজীবীদের মুখে চওড়া হয়েছে হাসি। জালে জালে ধরা পড়েছে টন টন ইলিশ। কিন্তু অভিযোগ, অনেক জায়গাতেই বড় ইলিশের জায়গায় দেদার বিক্রি হচ্ছে খোকা ইলিশ। এরইমধ্যে এবার ডায়মন্ড হারবারে বাজেয়াপ্ত হল ৪০০ কোজিরও বেশি ওজনের ছোট ইলিশ। তাতেই উদ্বেগ বেড়েছে প্রশাসনের। এদিকে খোকা ইলিশ ধরতে বিগত দু’দিন ধরেই জোরদার অভিযান চলছিল ডায়মন্ড হারাবারের একাধিক বাজারে। এদিন গত দুদিনে লাগাতার অভিযান চালিয়ে ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজার আড়তে ঢোকার আগে গাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৪০০ কেজির বেশি ওজনের খোকা ইলিশ। 


সূত্রের খবর, এই সমস্ত ইলিশের ওজন ১০০ থেকে ৩০০ গ্রামের মধ্যে। এদিন সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ মৎস্য অধিকর্তা (সামুদ্রিক) পিয়াল সর্দার, মৎস দফতরের বেশ আধিকারিক পুলিশ নিয়ে মাছের একাধিক আড়তে অভিযান চালান। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয় নগেন্দ্র বাজারেও। দেখা যায় আড়তে ঢোকার মুখে দাঁড়িয়ে রয়েছে তিনটি গাড়ি। এই গাড়িগুলির ডালা খুলতেই দেখা যায় গোটা গাড়ি ভর্তি খোকা ইলিশে। তিন গাড়ি থেকে প্রায় ৪০০ কেজি ইলিশ উদ্ধার হয়েছে।

বাড়ির বানানো প্রোটিন পাউডার শুধু যে প্রোটিনে সমৃদ্ধ হবে, তা নয়। তাতে আপনি ফাইবারের মতো প্রয়োজনীয় পুষ্টিও পেয়ে যাবেন। তাছাড়া যেহেতু সেগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই স্বাস্থ্যের জন্যও উপকারী হয় হোমমেড প্রোটিন পাউডার।


বাজারচলতি প্রোটিন পাউডারে ভরসা নেই? বাদাম-বীজ দিয়ে নিজেই বানিয়ে নিন
ওজন নিয়ন্ত্রণের ডায়েটে জরুরি প্রোটিন। প্রোটিন মাংসপেশি গঠনে, কাজ করার শক্তি জোগাতে সাহায্য করে। তাছাড়া প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে পেট দীর্ঘক্ষণ ভর্তি থাকে। এতে ওজন কমানোও সহজ হয়। এই কারণে অনেকেই প্রোটিন শেক খেতে পছন্দ করেন। বিশেষত, যাঁরা জিমে গিয়ে ওয়ার্কআউট করেন, তাঁদের প্রথম পছন্দে থাকে প্রোটিন শেক। বেশিরভাগ ক্ষেত্রেই প্রোটিন শেক তৈরি হয় প্রোটিন পাউডার দিয়ে। বাজারে একাধিক নামীদামি ব্র্যান্ডের প্রোটিন পাউডার পাওয়া যায়। সেই প্রোটিন পাউডারের দু’চামচ জল বা দুধে গুলে খেয়ে নিলেই কাজ শেষ। তবে, ব্র্যান্ডেড প্রোটিন পাউডারের চাইতে অনেক বেশি কার্যকর হতে পারে বাড়িতে বানানো প্রোটিন পাউডার।


বাড়ির বানানো প্রোটিন পাউডার শুধু যে প্রোটিনে সমৃদ্ধ হবে, তা নয়। তাতে আপনি ফাইবারের মতো প্রয়োজনীয় পুষ্টিও পেয়ে যাবেন। সর্বোপরি, হোমমেড প্রোটিন পাউডারের কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। যেহেতু সেগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই স্বাস্থ্যের জন্যও উপকারী হয় হোমমেড প্রোটিন পাউডার। বাড়িতে কীভাবে প্রোটিন পাউডার বানাবেন, রইল টিপস।

প্রোটিন পাউডার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ

 অনেকেই জানেন না, Airtel-এর এমন কিছু প্ল্যান আছে, যাতে আনলিমিটেড কল থেকে শুরু করে প্রচুর ডেটা পাওয়া যায়। আপনাকে কম দামে কয়েকটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে জানানো হবে।

পকেট ফ্রেন্ডলি দামে দিনে 1.5 GB হাইস্পিড ডেটা দিচ্ছে Airtel, 90 দিনের প্যাকের দাম কত?
কম খরচে আনলিমিটেড কল আর প্রচুর ডেটা পাওয়া গেলে আর কী চাই! আবার অনেকেই চান কম খরচে যাতে বেশিদিনের বৈধতা পাওয়া যায়। দেশের অনেক টেলিকম কোম্পানিই এই ধরনের সুবিধা দেয়। কিন্তু আপনি যদি Airtel ব্যবহার করেন, তবে আপনি অনেক কম খরচে প্রচুর সুবিধা পেয়ে যাবেন। অনেকেই জানেন না, Airtel-এর এমন কিছু প্ল্যান আছে, যাতে আনলিমিটেড কল থেকে শুরু করে প্রচুর ডেটা পাওয়া যায়। আপনাকে কম দামে কয়েকটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে জানানো হবে। আর সেই সব প্ল্যানকে টেক্কা দেওয়ার জন্য Jio-এর একটি দুর্দান্ত প্ল্যান আছে। সেই প্ল্যানটিও সস্তা। তবে সেই প্ল্যানে আপনি কোন কোন সুবিধা বেশি পাবেন, তা দেখে নিন।


এয়ারটেলের 799 টাকার প্ল্যান:

Airtel-এর একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান রয়েছে, তার দাম 799 টাকা। Airtel-এর এই দুর্দান্ত রিচার্জ প্ল্যানে আপনি 90 দিনের বৈধতা পাবেন। এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পেয়ে যাবেন। এছাড়াও, আপনি প্রতিদিন বিনামূল্যে 100টি SMS পাবেন। কোম্পানি আপনাকে রোজ 1.5 জিবি ডেটা অফার করে। শুধু তাই নয়, এই প্ল্যানে আপনি আরও অনেক সুবিধা পাবেন। বিনামূল্যে Hellotune, Wynk Music সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। তার জন্য আপনাকে আর আলাদা করে টাকা খরচ করতে হবে না।


এয়ারটেলের 519 টাকার প্ল্যান:

Airtel তার ব্যবহারকারীদের সুবিধার জন্য 519 টাকার একটি প্ল্যানও অফার করে। এই সস্তার প্ল্যানে, আপনি প্রতিদিন 1.5 জিবি হাই স্পিড ডেটার সুবিধা পাবেন। কিন্তু এই প্ল্যানের বৈধতা মাত্র 60 দিনের জন্য। আপনি যদি কম দিনের বৈধতা সহ একটি প্ল্যান চান, তবে এই প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এতে আপনি আনলিমিটেড কল আর প্রতিদিন 100 টি SMS-এর সুবিধা পাবেন।



আপনি যদি Jio ব্যবহারকারী হন, তাহলে আপনি Jio-এর একটি প্রিপেড রিচার্জ প্ল্যান পেয়ে যাবেন। তার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 719 টাকা। এই প্ল্যানে, আপনি এয়ারটেলের চেয়ে বেশি সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যানে আপনি 84 দিনের বৈধতা পাচ্ছেন। দৈনিক 2 জিবি হাই স্পিড ডেটা, 100টি এসএমএস, সুবিধা পাবেন। এই প্ল্যানের দৈনিক ডেটা অনুযায়ী, আপনি 84 দিনের জন্য মোট 168 জিবি ডেটা পাবেন, যা Airtel-এর থেকে বেশি।

বাঁকুড়া পুরসভায় গতবছর ১৯ নম্বর ওয়ার্ডে মহামারীর আকার নিয়েছিল ডেঙ্গি। আক্রান্ত ছুঁয়েছিল প্রায় ৩০০। এবার আগেভাগে বাঁকুড়া পুরসভা ডেঙ্গি নিয়ন্ত্রণে নামলেও শেষ পর্যন্ত ওই এলাকায় ডেঙ্গি ঠেকাতে পারেনি পৌরসভা তেমনটাই মত সকলের।

Dengue Fever: দাপট বাড়ছে ডেঙ্গি, লার্ভার খোঁজে নামল পৌরসভাউদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি
Image Credit Source: India Today
বাঁকুড়া: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। লাগাতার বাড়ছে আক্রান্তের সংখ্যা। অন্যান্য জেলার মতো বাঁকুড়ার অবস্থাও ভাল নয়।ডেঙ্গির কার্যত আঁতুড়ঘর হয়ে উঠেছে বাঁকুড়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার কোমর বেঁধে নামল বাঁকুড়া পুরসভা।


বাঁকুড়া পুরসভায় গতবছর ১৯ নম্বর ওয়ার্ডে মহামারীর আকার নিয়েছিল ডেঙ্গি। আক্রান্ত ছুঁয়েছিল প্রায় ৩০০। এবার আগেভাগে বাঁকুড়া পুরসভা ডেঙ্গি নিয়ন্ত্রণে নামলেও শেষ পর্যন্ত ওই এলাকায় ডেঙ্গি ঠেকাতে পারেনি পৌরসভা তেমনটাই মত সকলের। ইতিমধ্যেই ওই এলাকায় তিন জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে পৌরসভা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকার নিকাশি ব্যবস্থা তেমন মজবুত নয়। তাছাড়া এলাকায় যে নিকাশি নালা রয়েছে তা যথাযথ ভাবে সাফাই করে না বাঁকুড়া পৌরসভার কর্মীরা। এর ফলে বর্ষার জল খানা, খন্দ ও নর্দমায় জমে রয়েছে। সেখানেই দ্রুত হারে বাড়ছে মশার লার্ভা। এলাকায় ডেঙ্গি নিয়ন্ত্রণে আজ থেকে বাঁকুড়া পুরসভা অল আউট অভিযান শুরু করে।


এ দিন, ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙা এলাকায় পৌরসভার স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মী, কীটনাশক স্প্রে করার কাজে যুক্ত কর্মী সহ পৌরসভার সমস্ত দফতরের আধিকারিকরা একযোগে অভিযান চালায়। শহরের অন্যতম ঘিঞ্জি এই বস্তির বিভিন্ন জায়গায় নর্দমা ও খানা খন্দে জমে থাকা জলে জন্ম নেওয়া মশার লার্ভার নমুনা সংগ্রহ করেন তাঁরা। এলাকার প্রতিটি বাড়ি ঘুরে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সমীক্ষা চালিয়ে জ্বরের রোগী রয়েছে কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেওয়া হয়।

পৌরসভার তরফে এলাকায় নিকাশির সমস্যা কার্যত স্বীকার করে নেওয়া হয়েছে। পৌরসভার দাবি, খুব শিঘ্রই এলাকার নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানোর পাশাপাশি এলাকার মানুষের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ডেঙ্গি মোকাবিলা করার ব্যাপারে সর্বশক্তি দিয়ে চেষ্টা চালানো হচ্ছে।

ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গেড়িয়া এলাকা। সেখানে সাত থেকে আটটি হাতির দল এলাকায় ঢুকে পড়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে দেওয়া হয়েছে।

Elephant Attack: অব্যাহত হাতির দাপট, ঝাড়গ্রামে ভাঙছে একের পর বাড়ি, খাবার খেয়ে পালিয়ে যাচ্ছে দাঁতালহাতির হামলায় ভাঙল ঘর

ঝাড়গ্রাম: দাঁতালের দাপটে ভাঙছে একের পর এক বাড়ি। উৎপাত কিছুতেই যেন ঠেকানো যাচ্ছে না। খাবারের লোভে দাঁতাল আসছে। তারপর একের পর এক বাড়ি ভাঙচুর করে পালিয়ে যাচ্ছে। এ দিকে, হাতির হামলায় বাড়ি ঘর ভেঙে গেলেও এলাকাবাসী ক্ষতিপূরণ পাচ্ছেন না বলে দাবি করেছে।


ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গেড়িয়া এলাকা। সেখানে সাত থেকে আটটি হাতির দল এলাকায় ঢুকে পড়েছে। শুধু তাই নয়, ওই এলাকায় থাকা একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভেঙে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ভিতরে থাকা চাল-ডাল বের করে খেয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে।

শনিবার সকাল থেকে এই নিয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। তাঁরা সাঁকরাইল ব্লকের চামটিডাঙা এলাকায় পথ অবরোধ করে শুরু করেন। তাঁদের সকলের দাবি হাতির দলকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া উচিত। পাশাপাশি যা যা ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক ক্ষতিপূরণ দাবি করেছেন তারা।


স্থানীয় এক বাসিন্দা বলেন, “প্রায় রোজই এলাকায় হাতি উৎপাত করে। কখনও কারোর বাড়ি ভেঙে দিচ্ছে। কখনও বাড়ির ছাদ। নিত্যদিন এই ঝামেলা লেগেই চলেছে। অথচ আমরা ক্ষতিপূরণ পাচ্ছি না। আমরা চাই যা যা ক্ষতি হয়েছে তার যেন ক্ষতিপূরণ দেয় সরকার।”

এদিন গোটা বিশ্বজুড়ে মুসলমানরা, বিশেষত শিয়ারা কারবালার যুদ্ধে নিহত হযরত আলীর পুত্র ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে থাকেন। পালন করা হয় মহরম।

ইমাম হোসেনের আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থাকে যাবে’, মহরমে টুইট মোদীরপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi:) মুখে শোনা গেল নবী মহম্মদের দৌহিত্র হযরত ইমাম হোসেনের আত্মত্যাগের কথা। মহরমের দিন তাঁর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে করলেন টুইট। সেখানেই তিনি লিখলেন, ‘ন্যায়বিচার, মানবাধিকার ও সমাজে মানুষের মর্যাদা রক্ষায় প্রতি তাঁর দর্শন, আদর্শ, তাঁর দেওয়া প্রতিশ্রুতি, আত্মবলিদান চিরস্মরণীয় হয়ে থেকে যাবে।’


এদিন গোটা বিশ্বজুড়ে মুসলমানরা, বিশেষত শিয়ারা কারবালার যুদ্ধে নিহত হযরত আলীর পুত্র ইমাম হোসেনের মৃত্যুকে স্মরণ করে থাকেন। পালন করা হয় মহরম। দিকে দিকে তাজিয়া নিয়ে চলে শোভা যাত্রা। আরব থেকে ইরান, ভারত, বাংলাদেশ থেকে পাকিস্তান, মরক্কো, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সর্বত্রই দেখা যায় একই ছবি। শিয়া সম্প্রদায়ের অনেকেই শোকের প্রতীক হিসাবে কালো পোশাক পরেন। বুকে হাত চাপড়ে শোকের ধ্বনি তোলেন। বর্তমানে ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে এই কারবালা। মক্কা-মদিনার পর এই কারবালাকেই মুসলিমরা তাঁদের সবচেয়ে পবিত্র ধর্মস্থান হিসাবে মনে করেন। 



৩১ জুলাই, সোমবার মেজর লিগ ক্রিকেটের উদ্বোধনী সংস্করণের ফাইনালে মুখোমুখি হবে সিয়াটেল অরকাস ও এমআই নিউ ইয়র্ক।

MLC 2023: সুপার কিংসকে হারিয়ে MINY-কে MLC ফাইনালে তুললেন বোল্ট-বেবি এবিরাMLC 2023: সুপার কিংসকে হারিয়ে MINY-কে MLC ফাইনালে তুললেন বোল্ট-বেবি এবিরা

নয়াদিল্লি: এমএলসির (MLC) এল ক্লাসিকোয় বাজিমাত করল এমআই নিউ ইয়র্ক। মার্কিন মুলুকের নয়া টি-২০ লিগের কোয়ালিফায়ারে ফাফ ডু’প্লেসির টেক্সাস সুপার কিংসের (Texas Super Kings) বিরুদ্ধে নেমেছিল নিকোলাস পুরানের এমআই নিউ ইয়র্ক (MI New York)। এই ম্যাচে যে দল জিতত, তারা পৌঁছে যেত উদ্বোধনী মেজর লিগ ক্রিকেটের (Major League Cricket) ফাইনালে। এলিমিনেটর জিতে কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছিল এমআই ফ্র্যাঞ্চাইজি। এ বার কোয়ালিফায়ারে সুপার কিংসকে হারিয়ে ফাইনালের টিকিট পেলেন নিকোলাস পুরানরা। বিস্তারিত জেনে নিন  এর এই প্রতিবেদনে।


এ বারের এমএলসির কোয়ালিফায়ারে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই নিউ ইয়র্ক। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ১৫৮ রান তুলে গুটিয়ে যায় সুপার কিংস। তৃতীয় ওভারে টেক্সাস সুপার কিংসকে জোড়া ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। প্রথমে সুপার কিংসের অধিনায়ক ফাফ ডু’প্লেসির উইকেট তুলে নিয়ে এমআইকে স্বস্তি দেন ট্রেন্ট বোল্ট। গুরুত্বপূর্ণ ম্যাচে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন ডু’প্লেসি। এরপর তৃতীয় ওভারে বোল্টের দ্বিতীয় শিকার মিচেল স্যান্টনার (৬)।

পাওয়ার প্লে-র মধ্যে তৃতীয় উইকেট হারিয়ে ফেলে সুপার কিংস। এহসান আদিল তুলে নেন কোডি চেট্টি (১৪)-র উইকেট। এরপর মিলিন্দ কুমার ও ডেভন কনওয়ে জুটি সুপার কিংসকে কিছুটা ভরসা দেয়। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সুপার কিংস। টেক্সাসের হয়ে সর্বাধিক রান করেন ওপেনার ডেভন কনওয়ে (৩৮) এবং দ্বিতীয় সর্বাধিক রান মিলিন্দ কুমারের (৩৭)। ৪ ওভার বল করে বোল্ট ২৪ রান দিয়ে চার উইকেট নেন। ২টি উইকেট নেন টিম ডেভিড। এহসান আদিল ও রশিদ খান ১টি করে উইকেট নেন। আর ২টি রান আউট হয়।


১৫৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল এমআই। কিন্তু পুরানের দলকে চতুর্থ ওভারে প্রথম ধাক্কা দেন রাস্টি থেরন। ওপেনার স্টাডেনকে ফেরান ৬ রানে। পাওয়ার প্লে-র শেষ ওভার ক্যালভিন স্যাভেজ তুলে নেন ৩৬ রান করা ওপেনার শায়ান জাহাঙ্গিরের উইকেট। ১১তম ওভারে ড্যানিয়েল স্যামস ফেরান অধিনায়ক নিকোলাস পুরানকে (২৩)। এরপর এমআইকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান বেবি এবি ডিওয়াল্ড ব্রেভিস ও টিম ডেভিড। এক ওভার বাকি থাকতেই ড্যানিয়েল স্যামসের বলে চার মেরে ১৫৯ রানের টার্গেট পূরণ করে নেয় এমআই। সেই সঙ্গে ৬ উইকেটে ম্যাচ জিতে এমএলসির দ্বিতীয় ফাইনালিস্ট হয়ে যান কায়রন পোলার্ডরা। এ বারের আইপিএলে মুম্বই শিবিরে থাকলেও সুযোগই পাননি প্রোটিয়া রাইজিং স্টার ডিওয়াল্ড ব্রেভিস। এমএলসিতে তিনি সুযোগ পেয়েছেন, এবং দলকে জেতাচ্ছেনও।

জিম অ্যাফ্রো টি ১০ লিগে দুর্দান্ত ইনিংস খেললেন দেশের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান।

Yusuf Pathan : চল্লিশেও ধ্বংসাত্মক ব্যাটিং, পাক বোলারকে পিটিয়ে ম্যাচ জেতালেন পাঠান
Image Credit Source: Twitter
হারারে : চল্লিশ বছরেও ব্যাটিং অস্ত্র ভোঁতা হয়নি। জিম অ্যাফ্রো টি ১০ লিগে (Zim Afro T10 2023) ব্যাটে ঝড় তুলে বুঝিয়ে দিলেন দেশের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান। ভারতীয় টিমের হয়ে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। যদিও ভারতের দুটি বিশ্বকাপ জয়ী টিমের সদস্য ছিলেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে ইউসুফ পাঠানোর কদর রয়েছে। আইপিএলে তাঁর ধুম ধাড়াক্কা ব্যাটিং চাক্ষুস করেছেন ক্রিকেটপ্রেমীরা। অবসর নেওয়ার পর বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেন। সেখানেও ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের নাকানিচোবানি খাওয়াচ্ছেন ইউসুফ (Yusuf Pathan)। জিম অ্যাফ্রো টি ১০ লিগে ২৬ বলে ৮০ রানের বিধ্বংসী ইনিংস খেলে শিরোনামে উঠে এসেছেন ৪০ বছরের ইউসুফ পাঠান। টুর্নামেন্টে জোহানেসবার্গ বাফেলোজের হয়ে খেলছেন তিনি। বিস্তারিত জেনে নিন –এর এই প্রতিবেদনে।


শুক্রবার রাতে ছিল জো’বার্গ বাফেলোজ ও ডারবান কলন্দর্সের মধ্যে ম্যাচ। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১৪০ রান করে ডারবান। শেষ ওভারে জয়ের জন্য ২১ রানের প্রয়োজন ছিল জো’বার্গের। ক্রিজে ইউসুফ পাঠানের সঙ্গে ছিলেন বাংলাদেশের মুশফিকুর রহিম। চাতারার বলে দুটি ছয় ও দুটি চার হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন পাঠান। পাঠানের সৌজন্যে ৯.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্য পার করে যায় জো’বার্গ বাফেলোজ। ম্যাচ জিতেই কোলে তুলে নেন মুশফিকুরকে। এই জয়ে জিম অ্যাফ্রো টি-১০ লিগের ফাইনালে পা রেখেছে মহম্মদ হাফিজের জো’বার্গ।

নিজের ছেলে তার মাকে খুন করেছে। শুধু খুন করা নয়, খুনের পর মায়ের দেহ টুকরো-টুকরো করে কেটে দীর্ঘদিন বাড়িতে সংরক্ষণ করে রেখেছিল ছেলে।

Murder News: মাকে খুন করে দেহ টুকরো-টুকরো করে ঘরেই সংরক্ষণ করে রেখেছিল ছেলেপ্রতীকী ছবি।
ব্রাসেলস: নদী থেকে উদ্ধার হল মহিলার কাটা মুণ্ড ও টুকরো-টুকরো দেহাংশ। তারপর ঘটনার তদন্তে নেমে উদ্ধার হল বিস্ফোরক তথ্য। বহিরাগত কেউ নয়, নিজের ছেলে তার মাকে খুন করেছে। শুধু খুন করা নয়, খুনের পর মায়ের দেহ টুকরো-টুকরো করে কেটে দীর্ঘদিন বাড়িতে সংরক্ষণ করে রেখেছিল ছেলে। পুলিশি জেরায় অপরাধের কথা স্বীকারও করেছে অভিযুক্ত। তার ঘরে ফ্রিজ থেকে উদ্ধার হয়েছে ওই মহিলার কাটা জোড়া হাত ও জোড়া পা। আবার ওই মহিলার কাটা মুণ্ড একটি কন্টেনারে করে ঘরে বেশ কিছুদিন রাখা ছিল। পরে সেটি খালে ফেলে দেওয়া হয় বলে পুলিশের অনুমান। নৃশংস ঘটনাটি ঘটেছে বেলজিয়ামে (Belgium)।


পুলিশ জানায়, ওই মহিলার টুকরো-টুকরো দেহ উদ্ধার হয়েছে। তবে তাঁর নখ, গয়না, দেহের ট্যাটু দেখে তাঁকে শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত জাভেনতেমকে ব্রাসেলস বিমানবন্দরের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল জাভেনতেম। গ্রেফতারির পর মাকে খুনের কথা স্বীকার করেছে জাভেনতেম।

পুলিশ সূত্রে খবর, নৃশংস হত্যাকাণ্ডটি ঘটেছিল গত ১০ জুলাই। বেলজিয়ামের লিয়েজি অঞ্চলের সেরাইং শহরের বাসিন্দা ওই মহিলা দুই সন্তান এবং নাতির সঙ্গে থাকতেন। ১০ জুলাই রাতে ফাঁকা ঘর থাকার সুযোগে জাভেনতেম তার মাকে শ্বাসরোধ করে খুন করে বলে অভিযোগ। তারপর তাঁর দেহ টুকরো-টুকরো করে ঘরেই ফ্রিজের ভিতর রেখে দিয়েছিল।


ডেঙ্গি আক্রান্ত ওই রোগীর মৃত্যুর পর এলাকাবাসীদের মনে আতঙ্কদানা বাঁধতে শুরু করেছে। আগে থেকে এলাকায় কোনওরকম তৎপরতা কলকাতা পুরনিগমের তরফে দেখা যায়নি বলে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

Dengue Death: ফের ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যু কলকাতায়, উদ্বেগ বাড়াচ্ছে মশার উপদ্রবএম আর বাঙুর

কলকাতা: ডেঙ্গি আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু কলকাতায়। মৃতের নাম অনিমা সর্দার (৪৫)। বাড়ি ঠাকুরপুকুরের বাখরাহাট রোড এলাকায়। বিগত বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন তিনি। গত বৃহস্পতিবার থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। গতকাল এম আর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। শুক্রবার দুপুর ১ টা ১৫ মিনিট নাগাদ মৃত্যু হয় ওই রোগীর। এদিকে ডেঙ্গি আক্রান্ত ওই রোগীর মৃত্যুর পর এলাকাবাসীদের মনে আতঙ্কদানা বাঁধতে শুরু করেছে। আগে থেকে এলাকায় কোনওরকম তৎপরতা কলকাতা পুরনিগমের তরফে দেখা যায়নি বলে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।


এলাকাবাসীদের একাংশের বক্তব্য, ওই রোগীর মৃত্যুর পর পুরনিগমের তরফে আশপাশের এলাকায় ব্লিচিং পাউডার ছড়িয়ে দিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তার আগে কখনও পুরকর্মীদের দেখা যায়নি বলে অভিযোগ। পুরনিগমের তরফে আশপাশের এলাকার ঝোপ-জঙ্গলও সেভাবে পরিষ্কার করা হয় না বলেও অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। ডেঙ্গি আক্রান্ত রোগীর মৃত্যুর খবর এলাকায় চাউর হতেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, অনিমা সর্দার নামে ওই মাঝবয়সি মহিলা গত বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন। কিন্তু প্রথম দিকে সেভাবে শারীরিক পরীক্ষা করাননি তিনি। পরবর্তীতে রক্তপরীক্ষা করানোর পর শরীরের ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে। বৃহস্পতিবারই ডেঙ্গি নিয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি হন তিনি। শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল, হাসপাতালে ভর্তির চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই মৃত্যু হয় ওই রোগীর।

উল্লেখ্য, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত বৃহস্পতিবার নবান্নে একদফা বৈঠকেও বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যকর্তারাও। রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় আট দফা রণকৌশলও স্থির করা হয়েছে নবান্নের তরফে।

 এই ব্রত-উপবাসের রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। চাঁদকে যতক্ষণ না অর্ঘ্য নিবেদন করা হয়, ততক্ষণ এই উপবাস সম্পন্ন করা হয় না। এই বিরল ও শুভ বিভুবন সংকষ্টী চতুর্থী কখন পালিত হয়?

Vibhuvana Sankashti Chaturthi 2023: ৩ বছরে একবার পালিত হয় বিরল বিভুবন সংকষ্টী চতুর্থী! জেনে নিন শুভ মুহূর্ত ও মাহাত্ম্যছবিটি প্রতীকী
হিন্দু ক্য়ালেন্ডার অনুসারে, প্রতি তিন বছরে একবার আসে বিভুবন সংকষ্টী চতুর্থী ব্রত। কারণ এই চতুর্থী ব্রত আধিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে পালন করা হয়। তাই এই বিরল ও শুভ ব্রত পালন করলে সকল দুঃখের অবসান হয়। এই সময়ে শ্রাবণ মলমাসের শুক্লপক্ষ চলছে। পূর্ণিমার পর থেকে শুরু হবে কৃষ্ণপক্ষ। তারপরেই পালিত হবে বিভুবন সংকষ্টী চতুর্থী। এই ব্রত-উপবাসের রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। চাঁদকে যতক্ষণ না অর্ঘ্য নিবেদন করা হয়, ততক্ষণ এই উপবাস সম্পন্ন করা হয় না। এই বিরল ও শুভ বিভুবন সংকষ্টী চতুর্থী কখন পালিত হয়? পূজোর শুভ সময় কত ও চন্দ্র অর্ঘ্য সময় কতক্ষণ, তা জেনে নিন এখানে…


বিভুবন সংকষ্টী চতুর্থী

হিন্দু পঞ্জিকা অনুসারে, শ্রাবণ অধিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি শুরু হবে ৪ অগস্ট, শুত্রবার, দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে। শেষ হবে শনিবার, ৫ আগস্ট সকাল ০৯টা ৩৯ মিনিটে। চতুর্থীর চন্দ্রোদয়ের সময়ের ভিত্তিতে ৪ আগস্ট বিভুবন সংকষ্টী চতুর্থী ব্রত ও উপবাস পালিত হবে। বিভুবন সংকষ্টী চতুর্থী মলমাসের সংকষ্টী চতুর্থী বা মলমাসের সংকষ্টী চতুর্থী নামেও পরিচিত।

শহরের পাশাপাশি গ্রামবাংলাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গির জ্বর অনেকেই ভাইরাল জ্বর ভেবে ভুল করছেন। তাই রক্ত পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে।

Dengue: ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৮, মশাবাহিত রোগ থেকে চটজলদি সুস্থ হতে কেমন হবে ডায়েট?
রাজ্যে হু-হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিনে ডেঙ্গিতে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল আট। পরিস্থিতি ক্রমশ জটিল হওয়ায় একাধিক নির্দেশিকা জারি করছে স্বাস্থ্য দফতর। শহরের পাশাপাশি গ্রামবাংলাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গির জ্বর অনেকেই ভাইরাল জ্বর ভেবে ভুল করছেন। যে কারণে রক্ত পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে। দু’দিনের বেশি জ্বর থাকলে, তার সঙ্গে মাথার যন্ত্রণা, গায়ে-হাত-পায়ে ব্যথা ও লাল র‍্যাশ দেখা দিলে অবশ্যই রক্ত পরীক্ষা করিয়ে নিন।


রক্ত পরীক্ষায় ডেঙ্গি ধরা পড়লেই যে হাসপাতালে ভর্তি করতে হবে, এমন নয়। অবস্থার অবনতি হলে তখনই ডেঙ্গি রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হয়। অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হলে রোগীকে বাঁচানো কঠিন হয়ে পড়ে। তবে, বেশিরভাগ ক্ষেত্রে ডেঙ্গি রোগীকে আপনি বাড়িতে রেখেই সুস্থ করে তুলতে পারেন। অভ্যন্তরীণ রক্তক্ষরণ যাতে না হয়, তার জন্য প্লেটলেট কাউন্টের উপর জোর দিতে হবে।

প্লেটলেটের সংখ্যা কমে গেলে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয়ে যেতে পারে। এক্ষেত্রে রোগীর প্রাণের ঝুঁকি তৈরি হয়। তাই ডেঙ্গিতে আক্রান্ত হলে চিকিৎসকেরা বারবার প্লেটলেটের সংখ্যার উপর জোর দেন। প্লেটলেট সংখ্যা কখন ২০,০০০-এর নিচে যেতে দেওয়া যাবেন না। এর জন্য ডেঙ্গি রোগীর ডায়েট নিয়ে সচেতন থাকতে হবে।



কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি, বিপর্যয় থেকে কবে মিলবে রেহাই?


বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তেলঙ্গনা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশে।

Flood Situation: কোথাও হলুদ, কোথাও কমলা সতর্কতা জারি, বিপর্যয় থেকে কবে মিলবে রেহাই?বন্যায় ভাসছে তেলঙ্গনা

নয়া দিল্লি: কোথাও হড়পা বান, কোথাও ভূমি ধস, প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত দেশের একাধিক রাজ্য। তবে বৃষ্টির বিরাম এখনই মিলছে না বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর। শনিবার সকালে দিল্লির বাসিন্দারা ঘুম ভেঙেই দেখেছেন, কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ। ভোর থেকেই সেখানে শুরু হয়েছে বৃষ্টি। উত্তর প্রদেশ থেকে শুরু করে দক্ষিণের রাজ্যগুলিতেও একই অবস্থা। অনেক জায়গায় নদীর জল বিপদসীমা ছাড়িয়ে যাচ্ছে। একদিকে বাড়ছে প্রাণের আশঙ্কা, অন্যদিকে বন্যায় জমি, রাস্তা সবকিছুরই ব্যাপক ক্ষতি হচ্ছে।


বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তেলঙ্গনা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক, হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশে। আগামী ৪ দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে মহারাষ্ট্রের মুম্বই ও বিদর্ভে। এছাড়া থানে, রায়গড়, রত্নগিরি, পুনেতে জারি হয়েছে কমলা সতর্কতা। শনিবার ফের দিল্লিতে বৃষ্টি বাড়তে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস। যমুনার জল ক্রমশ বাড়ছে।


ইলিশ মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে ডুবে গেলো মা শীতলা নামে গঙ্গাসাগরের একটি মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার ৮ জন মৎস্যজীবী

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগর কোস্টাল থানার অধীন গঙ্গাসাগর থেকে মা শীতলা নামে একটি মৎস্যজীবীদের ট্রলার ৮ জন মৎস্যজীবী নিয়ে ইলিশ মাছ ধরার জন্য গভীর সমুদ্রে গতকালই রওনা দিয়েছিলো,বেশ কয়েকদিন ধরে মৎস্যজীবীদের জালে প্রচুর সংখ্যক ইলিশ ধরা পড়ছে,আর সেই ইলিশ মাছ ধরতে গিয়ে মা শীতলা নামে একটি মৎস্যজীবীদের ট্রলার বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির থেকে প্রায় ২০ থেকে ২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরার সময় হঠাৎই প্রবল হাওয়া ওঠার ফলে গভীর সমুদ্রে প্রবল ঢেউয়ে গঙ্গাসাগরের মা শীতলা নামে মৎস্যজীবীদের ওই ট্রলারটি বৃহস্পতিবার সকালে উল্টে যায় ওই সময় উল্টে যাওয়া ওই ট্রলারে থাকা ৮ জন মৎস্যজীবী তাদের প্রাণ বাঁচানোর জন্য ওই ডুবে যাওয়া ট্রলার থেকে লাফিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়,এরপর ওই মৎস্যজীবীরা ভাসতে ভাসতে সাহায্যের জন্য চিৎকার শুরু করে,গভীর সমুদ্রে শুরু হয় প্রবল ঢেউয়ের সঙ্গে মৎস্যজীবীদের বেঁচে থাকার কঠিন লড়াই, দীর্ঘ ২৪ ঘন্টা সমুদ্রে লড়াইয়ের শেষে আজকের বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ওই মৎস্যজীবীদের চিৎকার শুনতে পায় এবং তাদের দেখতে পায় ওই সমুদ্রে মাছ ধরতে যাওয়া মা মনসা নামে একটি মৎস্যজীবীদের ট্রলার,
এরপর ওই মা শীতলা নামে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধার করে মা মনসা নামে মৎস্যজীবী ট্রলারের মৎস্যজীবীরা,মা শীতলা নামে ডুবে যাওয়া ট্রলারটির মৎস্যজীবীদের উদ্ধার করা গেলেও ট্রলারটির কিন্তুু এখনো কোন খোঁজ মেলেনি,ইতিমধ্যে ডুবে যাওয়া ট্রলারটির খোঁজ চালাচ্ছে অন্য মৎস্যজীবীদের ট্রলার, উদ্ধার হওয়া সকল মৎস্যজীবী বর্তমানে সুস্থ রয়েছে,
মা শীতলা নামে ডুবে যাওয়া সেই মৎস্যজীবী ট্রলারের মৎস্যজীবীদের উদ্ধারের ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কম এর মাধ্যমে,
 

স্টাফ রিপোর্ট সৌরভ মন্ডল 

আদিবাসী মহিলাদের উপর নির্মম অমানুষিক অত্যাচারের বিরুদ্ধে অভিনব আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ সমাবেশ। 


আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের মিলন মোড় এলাকায় ঢোলাহাট "বিরসা মুন্ডা কল্যাণ সমিতির" উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলো। 
উল্লেখ্য ইতিমধ্যে মণিপুরী আদিবাসী মহিলাদের নির্মম নক্কারজনক ঘটনা ঘটেছে। তারই প্রতিবাদে কয়েক শতাধিক আদিবাসী মহিলা এবং পুরুষ দিগম্বরপুরের বাবলাতলা মোড় থেকে  বিক্ষোভ মিছিল করে মিলন মোড়ে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়, অন্যদিকে বিভিন্ন জায়গার ওই একই সম্প্রদায়ের মানুষজন মিছিল এবং বিক্ষোভ করতে করতে ঘটনাস্থলে আসে।শুরু হয় বিক্ষোভ সভা। এই বিক্ষোভ সবাই উপস্থিত ছিলেন ডোলাহাট বিরসা মুন্ডাকল্যাণ সমিতির সভাপতি গয়া রাম মুন্ডা, সম্পাদক অসীম কুমার  সিং, শুভজিৎ মুন্ডা বরুণ কুমার সিং ও  ৯টি শাখা সংগঠনের সদস্য ও সদস্যগন।




স্টাফ রিপোর্টার সৌরভ মন্ডল

নামখানায় তৃণমূল কর্মীদেরকে মারধর করার অভিযোগ আই এস এফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের কাকদ্বীপ থানায়।


নামখানায় তৃণমূল কর্মীদেরকে মারধর করার অভিযোগে আই এস এফ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো কাকদ্বীপ থানায়। শুরু হলো উলট পুরান নামখানায় তৃণমূল কর্মীদের মারছে কিনা আই. এস. এফ. কর্মী ?  
অবিশ্বাস্য হলেও সত্যি ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানার বিশালক্ষী পুর ২২৪ নম্বর বুথ এলাকার। উল্লেখ্য দীর্ঘদিন ধরে জল নিকাশী ড্রেনের সমস্যা ছিল ঐ এলাকায়, আজ থেকে ওই কাজ শুরুর আগে মসজিদের মাইকের মাধ্যমে এলাকাবাসীদেরকে সহযোগিতার কথা বলে তৃণমূল কর্মী সমর্থকেরা।
অভিযোগ মসজিদের মাইকে কেন ঘোষণা করা হলো, সেই অভিযোগে বেশ কয়েকজন আই এস এফ কর্মী এসে তৃণমূল কর্মীদের সঙ্গে বচসা শুরু করে। বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে বলে অভিযোগ এরপর তৃণমূল কর্মীরা কাকদ্বীপ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। 

স্টাফ রিপোর্টার মুন্না সরদারের

সম্প্রতি মিনহাজ জাইদির অনাহারে, অসহায় অবস্থায় রাস্তার ফুটপাতে বসে থাকার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই ভিডিয়ো দেখেই হায়দরাবাদের দুই সহানুভূতিশীল ব্যক্তি মিনহাজের পরিবারে খবর দেন।

Hyderabad woman: অনাহারে শিকাগোর রাস্তায় ঘুরছে ভারতের মেয়ে, দেশে ফেরাতে বিদেশমন্ত্রীর দ্বারস্থ মামার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় হায়দরবাদের অসহায় মহিলার।

হায়দরাবাদ: উচ্চ শিক্ষার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পাড়ি দিয়েছিলেন। মাস দুয়েক আগে হঠাৎ করেই পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখন নিঃস্ব, রিক্ত অবস্থায়, অনাহারে রাস্তায়-রাস্তায় ঘুরছেন হায়দরাবাদের মহিলা (Hyderabad woman)। মানসিকভাবে তিনি এতটাই বিধ্বস্ত হয়ে পড়েছেন যে, নিজের নাম-পরিচয় পর্যন্ত ঠিকমতো বলতে পারছেন না। সম্প্রতি ওই মহিলার অসহায় অবস্থার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োর সূত্র ধরেই মেয়ের হদিশ পেয়েছে ওই মহিলার পরিবার। কিন্তু, মেয়েকে দেশে ফিরিয়ে আনার মতো আর্থিক সামর্থ্য তাদের নেই। ফলে বিদেশমন্ত্রীর (S. Jaishankar) শরণাপন্ন হয়েছে ওই মহিলার পরিবার।


জানা গিয়েছে, ওই মহিলার নাম সিয়েদা লুলু মিনহাজ জাইদি। ৩৭ বছর বয়সি সিয়েদা হায়দরাবাদের বাসিন্দা। ডেট্রয়েটের ট্রিনি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রি করতেই মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন মিনহাজ। বর্তমানে চরম অসহায় অবস্থায় শিকাগো শহরের রাস্তায় ঠাঁই হয়েছে তাঁর।

অবতরণের সময় দক্ষিণ সাইবেরিয়ায় আটলাই রিপাবলিক এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং তার জেরে কপ্টারটিতে আগুন লেগে যায়।

Helicopter crash: মাঝ আকাশেই আগুন ধরে গেল হেলিকপ্টারে, তারপর...মাঝ আকাশেই আগুন ধরে গেল কপ্টারে।
মস্কো: অবতরণের সময়ই আগুন লেগে গেল যাত্রীবাহী হেলিকপ্টারটিতে (Helicopter)। পাইলট তড়িঘড়ি কপ্টারটি অবতরণ করালেও সকল যাত্রীকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যু হয়েছে কমপক্ষে ৬ জনের। গুরুতর আহত হয়েছেন আরও ৭ জন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রাশিয়ার সাইবেরিয়ায়।


কপ্টার দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন রাশিয়ার আপৎকালীন মন্ত্রী। তিনি জানান, মিগ-৮ হেলিকপ্টারটি অবতরণের সময় দক্ষিণ সাইবেরিয়ায় আটলাই রিপাবলিক এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং তার জেরে কপ্টারটিতে আগুন লেগে যায়। সেই অগ্নিকাণ্ডের ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

জানা গিয়েছে, দুই ইঞ্জিন বিশিষ্ট মিগ-৮ হেলিকপ্টারটিতে পাইলট ও ২ ক্রিউ সদস্য-সহ মোট ১৫ জন আরোহী ছিলেন। এদিনের অগ্নিকাণ্ডে কপ্টারটির মোট ৬ আরোহীর মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও ৭ জন।


অন্যান্য বোর্ডের অনুরোধ রেখে সূচিতে আরও কিছু পরিবর্তন হতে চলেছে। কয়েক দিনের মধ্যেই এই পরিবর্তনগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে ভারতীয় বোর্ড এবং আইসিসির তরফে।


আর কিছুদিনের অপেক্ষা। ভারতের মাটিতে বসছে ওয়ান ডে বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর শুরু ক্রিকেট বিশ্বকাপ। সূচি নিয়ে জট পুরোপুরি কাটল না। অন্যান্য বারের তুলনায় অনেক দেরিতে প্রকাশিত হয়েছিল এ বারের বিশ্বকাপ সূচি। তাতেও রদবদল হতে পারে। এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। বিস্তারিত রইল-এর এই প্রতিবেদনে।


বিশ্বকাপের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে ভারত-পাকিস্তান ম্যাচ। ১৫ অক্টোবর আমেদাবাদে হওয়ার কথা ছিল এই ম্যাচ। যদিও আয়োজক ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচটি একদিন এগিয়ে আনার পরিকল্পনা করেছে। এর সঙ্গে আরও কিছু ম্যাচের সূচিতে পরিবর্তন হতে চলেছে, জানান বোর্ড সচিব জয় শাহ। বেশ কিছু দলই সূচিতে বদল চেয়ে অনুরোধ করেছে। সূচি বদল করলে লজিস্টিক নিয়ে ব্যাপক সমস্যায় পড়তে পারে ভারতীয় বোর্ড। সচিব জয় শাহ বলেন, ‘খুব সম্ভাবনা রয়েছে সূচিতে কিছু বদল হতে পারে।’

নয়াদিল্লিতে এ দিন রাজ্য সংস্থাগুলির সঙ্গে বৈঠক ছিল বোর্ডের। তারপরই সচিব জয় শাহ আরও বলেন, ‘আইসিসির বেশ কিছু পূর্ণ সদস্য দেশ সূচিতে দু-একটা বদল চেয়ে লিখিত অনুরোধ করেছে। আইসিসির সঙ্গে আলোচনা চলছে। দু-তিন দিনের মধ্যেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।’


ভারত-পাকিস্তান ম্যাচের সূচিতে বদলের যে ভাবনা তার কারণ নিরাপত্তা ব্যবস্থা। ১৫ অক্টোবর নবরাত্রি রয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, সে দিন ভারত-পাকিস্তান ম্যাচের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা খুবই কঠিন। সে কারণেই এই ম্যাচটি এক দিন এগিয়ে আনার পরিকল্পনা বোর্ডের। একই সঙ্গে অন্যান্য বোর্ডের অনুরোধ রেখে সূচিতে আরও কিছু পরিবর্তন হতে চলেছে। কয়েক দিনের মধ্যেই এই পরিবর্তনগুলি সম্পর্কে জানিয়ে দেওয়া হবে ভারতীয় বোর্ড এবং আইসিসির তরফে।

স্থানীয় বাসিন্দারা আবার এ নিয়ে মুখ খুলতেই চাইছেন না ক্যামেরার সামনে। সূত্রের খবর, পুকুরটির মালিক পুকুরটি নাকি বিক্রি করে দিয়েছেন।

Behala: প্রকাশ্য দিবালোকে বেহালায় ‘বেআইনিভাবে’ চলছে পুকুর ভরাট, ক্যামেরা দেখেই গাড়ি ফেলে দৌড় চালকেরকী বলছেন স্থানীয় বাসিন্দারা?

বেহালা: প্রকাশ্য দিবালোকে ‘বেআইনিভাবে’ চলছে পুকুর ভরাট। সব দেখেও কোনও হেলদোল নেই প্রশাসনের। বেহালা (Behala) শখের বাজার জেমস লং সরণির মেন রোডের ধারে এদিন একটি বিশাল পুকুর ভরাট করতে দেখা যায়। রাস্তায় দাঁড়িয়ে সারি সারি মাটির গাড়ি। টিভি-৯ বাংলার ক্য়ামেরা দেখতেই গাড়ি ফেলে ছুট গাড়ির চালকদের। স্থানীয় বাসিন্দারা আবার এ নিয়ে মুখ খুলতেই চাইছেন না ক্যামেরার সামনে। সূত্রের খবর, পুকুরটির মালিক পুকুরটি নাকি বিক্রি করে দিয়েছেন। কিন্তু, কার কাছে বিক্রি হয়েছে, কে কিনেছে, কী হবে এখানে, তা জানেন না এলাকার বাসিন্দারা। জানলেও অনেকে মুখই খুলতে চাইছেন না। সকলের মুখেই যেন একটা আতঙ্কের ছাপ।


এক স্থানীয় বাসিন্দা তো সাফ বলছেন, “বলতে পারব না কারা ভরাট করছে। পুকুরটা তো অনেক দিন থেকেই এখানে রয়েছে। আগে জলও পরিষ্কার ছিল। স্থানীয় লোকেরা ব্যবহারও করতো। স্নানও করা হত। তবে গত ১০ বছর ধরে আর কেউই ব্যবহার করে না। জঙ্গল হয়ে গিয়েছিল পুকুরের আশপাশ।” কবে থেকে চলছে ভরাটের কাজ? এ প্রশ্নে এলাকার ওই বাসিন্দা বলছেন, “চলছে তো কদিন থেকেই। রাতেও চলছে। দিনেও চলছে। এক সপ্তাহ ধরেই চলছে এই কাজ। কাউন্সিলর তো সবই জানে মনে হয়।” 

বর্ষার মুখেই নদী বাঁধে ধস আতঙ্কিত উপকূলীয় এলাকার মানুষ। যেকোন সময় ধসে গিয়ে প্লাবিত হতে পারে গোটা গ্রাম। প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে নামখানা ব্লকের অন্তর্গত কালিস্তানের পূর্ব বিজয়বাটি গ্রাম। অভিযোগ গত বছর সব মাত্র ঢালাই রাস্তা সহ বাঁধ নির্মাণ করা হয়।এক বছর না যেতে যেতেই বাঁধে বড়সড় ধস। সামনেই পূর্নিমা ও অমাবস্যার বড় কোটাল আর এই দিন গুলিতে সমুদ্রের প্রবল ভাবে জল বাড়ার সম্ভাবনা থাকে। আর সেই চিন্তায় ঘুম উড়েছে কালীস্থান এলাকার মানুষ জনের। কারন জল বাড়লেই এই বেহাল বাঁধ ভেঙে গিয়ে আবারও প্লাবিত হতে হবে গ্রামের মানুষ জনকে। গত ইয়াস ঝড়ের সমুদ্রের জল বাঁধ উপছে গ্রামে প্রবেশ করে। প্লাবিত হয়েছিল বেশ কয়েকটি গ্রাম। সেই সময় বাঁধ টির বেশ ক্ষতি হয়। গত বছর সবে মাত্র বাঁধ নির্মাণ করা হয় জিও চট ও বাঁশের পাইলিং দিয়ে। অভিযোগ এক টা বছর ঘুরতে না ঘুরতেই আবারও বাঁধে বড়সড় ধস। গ্রাম বাসীদের আরও অভিযোগ সঠিক ভাবে কাজ হয় নি তার ওপ র বাঁধ নির্মাণের টাকা তজরুপ করা হয়েছে। শাসক দলের এক অংশ এই কাজে জড়িত। প্রশাসন কে জানিও কোন কাজ হয়নি।



স্টাভ রিপোর্টার মুন্না সরদার


ফেজারগঞ্জে একটি ট্রলার থেকে প্রায় এক টন খোকা ইলিশ বাজেয়াপ্ত করল ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।
সোমবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের অন্তর্গত ফ্রেজারগঞ্জের বালিয়াড়া ঘাটের কাছে মা মহেশ্বরী নামের একটি মৎস্যজীবী ট্রলার থেকে প্রায় এক টন খোকা ইলিশ বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ট্রলারটি দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগর এলাকার। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফ্রেজারগঞ্জের বালিয়াড়া ঘাটের কাছে একটি মৎস্যজীবী ট্রলারে হানা দেয় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ।ওই ট্রলার থেকে প্রায় এক টন খোকা ইলিশ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি ওই ট্রলারে থাকা প্রায় ২০০ কেজি মাছ নষ্ট হয়েছে বলেও জানা যায়। পুলিশ আসার খবর জানতে পেরে ট্রলার ছেড়ে পালিয়ে যায় মৎস্যজীবীরা। তাই স্থানীয় মানুষদের দিয়ে ওই ট্রলার থেকে প্রায় এক টন খোকা ইলিশ নামায় পুলিশ। তবে খোকা ইলিশের পাশাপাশি মা মহেশ্বরী নামে ওই ট্রলাটি বাজেয়াপ্ত করতে পারলেও ট্রলারে থাকা কোন মৎস্যজীবীকেই ধরতে পারেনি  পুলিশ। বাজেয়াপ্ত হওয়া খোকা ইলিশ মাছগুলি স্থানীয় একটি মৎস্য আড়তে স্টোরেজ করে রাখা হয়েছে।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার


মাছ ধরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লো একটি মৎস্যজীবী ছোট নৌকা। পুলিশের তৎপরতায় নৌকা থেকে উদ্ধার সমস্ত মৎস্যজীবী। 


পাশাপাশি উদ্ধার হয়েছে মৎস্যজীবী নৌকাটিও। বকখালি ও জম্বু দ্বীপের মাঝামাঝি বাঘের চর থেকে সমস্ত মৎস্যজীবীকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার এফআইবি বোটের পুলিশকর্মীরা। নৌকাতে থাকা মৎস্যজীবীরা বলেন, ঘোড়ামারা থেকে মঙ্গলবার সকালে এফবি আকাশী নামের একটি নৌকা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছিল মৎস্যজীবীরা। বাঘের চরের কাছে এসে উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি। বিপদ বুঝতে পেরে নৌকাতে থাকা মৎস্যজীবীরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এফআইবি বোট নিয়ে ঘটনাস্থল থেকে সকলকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে।

অন্যদিকে আরও একটি ট্রলার মাছ ধরতে গিয়ে জম্বু দ্বীপের কাছে ইঞ্জিন বিকল হয়ে যায়। তাদেরকেও মঙ্গলবার বেলা নাগাদ পুলিশ গিয়ে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসে।

স্টাফ রিপোর্টার মুন্না সরদার 






ফ্রেজারগঞ্জে গুরুতর পথ দুর্ঘটনায় মৃত্যু এক ১১ বছরের শিশু কন্যার। গুরুতর আহত আরো ১ শিশু। এলাকায় চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত কয়লাঘাটা ও জেঠিঘাট বাস স্টপেজের মাঝখানে ১১৭ নম্বর জাতীয় সড়কের ওপর। স্থানীয় সূত্রে জানা যায় নামখানার দিক থেকে একটি বাস বকখালির দিকে যাচ্ছিল। ওই সময় একটি সাইকেলে চড়ে জেটিঘাট এলাকার ১২ বছরের নাবালক শিশু দয়ালহরি দাস তার কাকুর মেয়ে ১১ বছরের শিশু কন্যা জবা দাসকে সাইকেলের পেছনে বসিয়ে নিয়ে স্থানীয় একটি আইসিডিএস স্কুল থেকে বাড়ির দিকে ফিরছিল। হঠাৎই সাইকেল নিয়ে ওই শিশু নিয়ন্ত্রণ হারিয়ে নামখানার দিক থেকে আসা বাসটির সামনে পড়ে যায়। বাসটির তলায় ঢুকে যায় ১২ বছরের ওই নাবালক শিশুটি। এবং তার সাইকেলের পেছনে বসে থাকা তার কাকুর মেয়ে রাস্তার উপরেই ছিটকে পড়ে। তড়িঘড়ি বিকট আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় ১১ বছরের ওই শিশু কন্যা জবা দাসকে উদ্ধার করে ফ্রেজারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা ১১ বছরের ওই শিশু কন্যাকে মৃত বলে ঘোষণা করে। তবে বাসটির তলাতেই চাপা পড়ে থাকে ১২ বছরের নাবালক শিশু দয়াল হরিদাস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ওসি ঋদ্ধিমান সরকার সহ বিশাল পুলিশ বাহিনী। তারপরেই প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় জেসিপি দিয়ে বাসটিকে সরিয়ে চাপা পড়ে থাকা ১২ বছরের শিশু দয়াল হরি দাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। মর্মান্তিক এই পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ফ্রেজারগঞ্জ এলাকায়। পাশাপাশি পথ দুর্ঘটনায় ১১ বছরের শিশু কন্যা জবা দাসের মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবারসহ স্থানীয় মানুষজন। ১১ বছরের শিশু কন্যা জবা দশের মর্মান্তিক মৃত্যুকে ঘিরে ফ্রেজারগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রের সামনে এখন শুধু কান্নার রোল।

স্টাফ রিপোর্টার : মুন্না সর্দার




সাগরের মন্দিরতলার পোস্ট অফিস মোড়ের কাছে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারলো ম্যাজিক গাড়ি,
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের কচুবেড়িয়ার দিক থেকে একটি ম্যাজিক গাড়ি যাত্রী বোঝাই করে নিয়ে সাগরের রুদ্রনগরের দিকে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সাগরের মন্দিরতলার পোস্ট অফিস মোড়ের কাছে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে,এরপর ঘটনাস্থলে গুরুতর আহত হয় চারজন যাত্রী স্থানীয়রা ওই গুরুতর আহত চার জন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে পাঠিয়েছে,
ওই পথ দুর্ঘটনার ফলে ইলেকট্রিক পোস্ট ভেঙে যাওয়ায় ১১ হাজারের কারেন্টের লাইন সাগরের কচুবেড়িয়া থেকে সাগরের রুদ্রনগর যাওয়ার মেন রোডে ঝুলে যায় এর ফলে সাগরের মেইন রোডে বেশ কিছু সময় যান চলাচল বন্ধ হয়ে যায়, এরপর ওই ঘটনার খবর পেয়ে সাগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক ম্যাজিক গাড়িটিকে আটক করে এবং বিদ্যুৎ দপ্তরে খবর দেয় ওই ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় ওই কারেন্টের লাইন ঠিক করে মেইন রোডে যান চলাচল স্বাভাবিক করে, সেই ঘটনাস্থলের সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন 

স্টাফ রিপোর্টার : সৌরভ মণ্ডল



দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে মহিলা নির্যাতনের ছবি প্রকাশ্যে এল। 





পরকীয়ার অভিযোগে এক মহিলা ও এক পুরুষকে হাতে নাতে ধরে ফেলে বাড়ির পিলারে মোটা দড়ি দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে। দীর্ঘক্ষণ দু'জনকে বেঁধে রেখে চলে কটুক্তি। এলাকার আট থেকে আশি সকলেই ভিড় করে দেখল এই দৃশ্য। পরে কাকদ্বীপ থানার পুলিশ এসে দু'জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। কাকদ্বীপের নারায়ণপুর তৃতীয় ঘেরির এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে

 
স্টাফ রিপোর্টার : সৌরভ মণ্ডল




লরির ধাক্কায় গুরুতর যখম ৯ বছরের শেখ আব্দুল আলির পরিবারের পাশে দাঁড়ালেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা,

স্থানীয় সূত্রে জানা যায় ২৩শে জুলাই রবিবার দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগর থানার অন্তর্গত সাগরের বামনখালীর মাইতি মোড়ের কাছে রাস্তা পারাপার করছিল ৯ বছরের এক বালক ওই সময় সাগরের রুদ্রনগরের দিক থেকে একটি লরি সাগরের কচুবেড়িয়া দিকে যাওয়ার পথে ওই বালককে ধাক্কা মারে ঘটনাস্থলে ওই নাবালক গুরুতর জখম হয় এরপর স্থানীয়রা উদ্ধার করে সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়  হাসপাতালে ওই বালকের অবস্থার অবনতি হওয়ায় ওই নাবালককে চিকিৎসার জন্য ২৩শে জুলাই রবিবার বিকেলে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয়,এরপর ২৪ শে জুলাই ওই নাবালকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পিজি হাসপাতালের স্থানান্তরিত করা হয়, এই পরিস্থিতিতে  ওই নাবালকের বাবা মা না থাকার কারনে মামার বাড়িতে মানুষ।পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে,  পরিবারের লোকজন চিকিৎসা করাতে পারেনি, তাই হারমেনে পিজি হাসপাতাল থেকে ওই বালককে তার পরিবারের লোকজন ট্রেনে করে বাড়িতে নিয়ে আসে, তাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে  হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ব্যাবস্থা করা সম্ভব হয়নি তাদের বাধ্য হয়ে ট্রেনে করে ওই নাবালককে বাড়ি নিয়ে আসতে হয়েছে।এরপর ওই ঘটনার খবর জানতে পারেন স্থানীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি  মঙ্গলবার সন্ধ্যায় কোলকাতা থেকে বাড়ি ফেরার পথে ওই বালকের পরিবারের সঙ্গে দেখা করলেন এবং এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ওই নাবালকের চিকিৎসার পুরো খরচের দায়িত্ব তিনি নেন। একটা সময়ে পরিবারের লোকজনেরা মনে করছিলেন বাবা মা হারা অসহায় ওই বালককে হয়তো  বাঁচানো সম্ভব নয়। শেষমেষ সুন্দরবন উন্নয়নমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক চিকিৎসার দায়িত্ব নেওয়া খুশি পরিবারের লোকজনেরা।





এ যেন সিনেমার স্ক্রিপ্ট। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে কেউ। যে ভয়ে টাকার দাবি মেটাতে বাধ্য হয়েছেন কেউ। আর তারপর, পুলিশ (Police) ফাঁদ পাতল। সেই ফাঁদে ধরা পড়ল অপরাধী। সিনেমার মতোই ঘটনা যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) পরিবারে।

Yuvraj Singh: মিথ্যে মামলার ভয়, টাকার দাবি, ফাঁদ পেতে যুবরাজের মাকে বাঁচাল পুলিশYuvraj Singh: মিথ্যে মামলার ভয়, টাকার দাবি, ফাঁদ পেতে যুবরাজের মাকে বাঁচাল পুলিশ

নয়াদিল্লি: এ যেন সিনেমার স্ক্রিপ্ট। মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে কেউ। যে ভয়ে টাকার দাবি মেটাতে বাধ্য হয়েছেন কেউ। আর তারপর, পুলিশ (Police) ফাঁদ পাতল। সেই ফাঁদে ধরা পড়ল অপরাধী। সিনেমার মতোই ঘটনা যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) পরিবারে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মা ও দাদা তোলাবাজির শিকার। দিনের পর দিন ফোন করে হুমকি দেওয়া হয়েছে তাঁদের। যার জন্য বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন যুবি। এরপর যা হতে পারত তাই ঘটল। হঠাৎ কেন এমন ঘটনায় জড়িয়ে পড়ল যুবরাজ সিংয়ের পরিবার? বিস্তারিত জানতে পড়ুন এর এই প্রতিবেদন।


এই রোমহর্ষক ঘটনার সূত্রপাত ২০২২ সালে। যুবরাজ সিংয়ের দাদা জোরাবার সিং দীর্ঘদিন মানসিক রোগের শিকার। তাঁর দেখভালের জন্য নার্স কিংবা পরিচারিকা রাখা হয়। বছর খানেক আগে হেমা কৌশিক নামে এক মহিলাকে জোরাবারের নার্স হিসেবে নিযুক্ত করা হয়। কিন্তু ওই মহিলার কাজে একেবারেই খুশি ছিলেন না শবনম সিং। দিন ২০ পড়ে হেমাকে ছাড়িয়ে দেওয়া হয়। এই পর্যন্ত ব্যাপার ঠিকই ছিল। চাকরি খোয়ানোর কারণে কিনা তা প্রকাশ্যে না এলেও পরবর্তী সময়ে এই মহিলা যুবরাজ সিংয়ের পরিবারের গলার কাঁটা হয়ে ওঠে। গত কয়েক মাস এই হেমাই ফোন করে উত্যক্ত করতে শুরু করে শবনমকে। ফোন করে ভয় দেখানো শুরু করে।


গুরগাও পুলিশের তরফে বলা হয়েছে, ওই মহিলা নাকি হোয়াটসঅ্যাপ মেসেজ লিক করে দেওয়ার ভয় দেখাচ্ছিল। শুধু তাই নয়, যুবরাজ সিংয়ের পরিবারের মান সম্মান নষ্ট করার ভয় দেখিয়ে ৪০ লক্ষ টাকা দাবিও করে বসেছিল। এই সময় এন্ট্রি যুবরাজের। তিনি পুলিশে অভিযোগ জানাতেই দ্রুত মামলার নিষ্পত্তি হয়। ওই মহিলাকে কিস্তিবাবদ ৫ লক্ষ টাকা দিতে রাজি হয়েছিলেন শবনম। একটি জায়গায় যুবির মাকে ডেকে ওই টাকা নেওয়ার কথাও বলেছিল মহিলাটি। কিন্তু ওই মহিলার জানা ছিল না, পুলিশ তাকে ধরার জন্য জাল পেতে রেখেছে। আর তাতেই ধরা পড়ল পুলিশের হাতে।

বৈঠকে ছিলেন বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তারা। মেয়র, ডেপুটি মেয়র, অন্যান্য মেয়র পরিষদ এবং ১৬ টি বরোর চেয়ারম্যানরা।

Dengue in Kolkata: ডেঙ্গির বাড়বাড়ন্তে দায়ী কেন্দ্রীয় সরকারের সংস্থা-আবাসন? কলকাতা পুরনিগমের বৈঠকে আর কোন বিষয় উঠে এল?চলছে বৈঠক

কলকাতা: দিনে দিনে দাপট বাড়াচ্ছে ডেঙ্গি। গত মরসুমের থেকে এখনও পর্যন্ত এবারে আক্রান্তের সংখ্য়া প্রায় ১ হাজারেরও বেশি। পরিসংখ্য়ান বলছে, গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই তিন হাজার ছুঁইছুঁই। যার মধ্যে সিংহভাগই আবার জেলার। তবে উদ্বেগের বাতাবরণ রয়েছে শহর কলকাতাতেও (Dengue Outbreak in Kolkata)। কলকাতাতেও বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। ডেঙ্গি দমনে রণকৌশল ঠিক করতেই একদিন আগেই বৈঠকে বসেছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। এদিন কলকাতা পুরনিগমে হয়ে গেল ডেঙ্গি সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক।  


শহরের বিভিন্ন অংশে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। তা নিয়ে উদ্বেগ বাড়ছে পুরনিগমের অন্দরেও। বৈঠকে ছিলেন বিভিন্ন বিভাগের শীর্ষ কর্তারা। মেয়র, ডেপুটি মেয়র, অন্যান্য মেয়র পরিষদ এবং ১৬ টি বরোর চেয়ারম্যানরা। সূত্রের খবর, রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার নবান্নে বৈঠক হওয়ার কথা রয়েছে। নবান্নের বৈঠকের আগে পুর ও নগরোন্নয়ন দফতরের‌ও‌‌ একটি বৈঠক করার কথা রয়েছে বলে খবর। 




সাউথ জোন বনাম ওয়েস্ট জোনের লো-স্কোরিং ম্যাচ হয়। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের ৯৮ রানের ইনিংস। বাকিদের থেকে অবশ্য উল্লেখযোগ্য ইনিংস নেই।

Deodhar Trophy: রিঙ্কু শূন্য, কেকেআর ক্যাপ্টেনের অলরাউন্ড পারফরম্যান্স

প্রথম ম্যাচে নজর কেড়েছিলেন রিঙ্কু সিং। তেমনই হতাশ করেছিলেন নীতীশ রানা। দ্বিতীয় ম্যাচে হল উল্টো। রিঙ্কু সিংকে রানের খাতাই খুলতে দিলেন না নীতীশ। অলরাউন্ড পারফরম্যান্স ক্যাপ্টেনের। জিতল নর্থ জোন। দেওধর ট্রফিতে অন্য ম্যাচে, ওয়েস্ট জোনকে ১২ রানে হারাল সাউথ জোন। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


নর্থ জোন বনাম সেন্ট্রাল জোনের ম্যাচে নজরে ছিল অনেকেই। প্রথমে ব্যাট করে নর্থ জোন। গত ম্যাচে অনবদ্য একটা ক্যাচে নজর কেড়েছিলেন কিপার-ব্যাটার প্রভসিমরন সিং। এ দিন বিধ্বংসী ব্যাটিং করলেন। মাত্র ১০৭ বলে ১২১ রানের ইনিংস। অধিনায়ক নীতীশ রানা ৫০ বলে ৫১ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩০৭ রান করে নর্থ জোন।

রান তাড়ায় শুরুতেই উইকেট হারায় সেন্ট্রাল। তবে শিবম চৌধুরি, যশ দুবে এবং উপেন্দ্র যাদবের অর্ধশতরানে ঘুরে দাঁড়ায় সেন্ট্রাল জোন। স্পিন আক্রমণে খাবি খেল তারা। ৪৭.৪ ওভারে ২৫৯ রানেই অলআউট সেন্ট্রাল জোন। নর্থ জোন অধিনায়ক নীতীশ রানা ৪ উইকেট নেন।


সাউথ জোন বনাম ওয়েস্ট জোনের লো-স্কোরিং ম্যাচ হয়। অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের ৯৮ রানের ইনিংস। বাকিদের থেকে অবশ্য উল্লেখযোগ্য ইনিংস নেই। ৪৬.৪ ওভারে ২০৬ রানের মধ্যেই শেষ সাউথ জোন ইনিংস। এমার্জিং এশিয়া কাপ খেলে আসা পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর ২ উইকেট নেন। মাত্র ২০৭ রানের লক্ষ্য নিয়েও খাবি খেল ওয়েস্ট জোন। ৩৬.২ ওভারে ১৯৪ রানেই অলআউট তারা। বাঁ হাতি স্পিনার সাই কিশোর ৩ উইকেট নেন। অফস্পিনার ওয়াশিংটন সুন্দর নিয়েছেন ২ উইকেট।

সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। লিগে কালীঘাট এমএসের বিরুদ্ধে ম্যাচের বিরতিতে সমর্থকদের সামনে আত্মপ্রকাশ হল নতুন ফুটবলারদের।

Mohun Bagan: ঘরের মাঠে কালীঘাটের কাছে আটকে গেল মোহনবাগান
ঘরের মাঠে ম্যাচ। প্রত্যাশা ছিল আরও একটা জয়ের। যদিও কলকাতা লিগে এ দিন ঘরের মাঠে আটকে গেল মোহনবাগান। কালীঘাট মিলন সঙ্ঘের সঙ্গে ১-১ গোলে শেষ হল ম্যাচ। বৃষ্টি মাথায় প্রিয় দলের খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। বিরতিতে তাঁদের জন্য বিশেষ আকর্ষণ ছিল। জয়ের ছন্দ কাটায় কিছুটা যেন অস্বস্তিও কাজ করল। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


কলকাতায় পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছেন মোহনবাগান সিনিয়র দলের ফুটবলাররা। প্রথম ক’দিন অবশ্য ক্লোজড ডোর অনুশীলন করিয়েছেন হুয়ান ফেরান্দো। মঙ্গলবার ওপেন ডোর অনুশীলন ছিল। বেশ কিছু সমর্থক অনুশীলন দেখতে হাজির হয়েছিলেন। বিশ্বকাপার জেসন কামিন্স, জাতীয় দলের তরুণ স্ট্রাইকার অনিরুদ্ধ থাপাদের ফুল ছড়িয়ে বরণ করে নেন মোহনবাগান সমর্থকরা। এ দিন সমর্থকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। লিগে কালীঘাট এমএসের বিরুদ্ধে ম্যাচের বিরতিতে সমর্থকদের সামনে আত্মপ্রকাশ হল নতুন ফুটবলারদের।

গত ম্যাচগুলিতে মোহনবাগান জিতলেও অস্বস্তি ছিল রক্ষণ ভাগ। ঘরের মাঠে গত ম্যাচে ৫-২ ব্যবধানে জয়ের পরও লিগে বাগানের কোচ বাস্তব রায় রক্ষণ নিয়ে চিন্তার কথা জানিয়েছিলেন। প্রতি ম্যাচে স্ট্রাইকাররা ঝুরি ঝুরি গোল করে পরিস্থিতি সামাল দেবেন, এমন প্রত্যাশা না করাই শ্রেয়। ম্যাচের ২৯ মিনিটে করণচাঁদ মুর্মুর পেনাল্টি গোলে এগিয়ে যায় কালীঘাট এমএস। প্রথমার্থের শেষ মুহূর্তে সমতা ফেরান সুহেল ভাট। শেষ অবধি এই স্কোর লাইনই থাকে।


লিগের অন্য ম্যাচে খিদিরপুর এসসিকে ৪-০ ব্যবধানে হারাল এরিয়ান। মহম্মদ আমিরুল এরিয়ানের হয়ে হ্যাটট্রিক করেন। বাকি একটি গোল অচিন্ত্য ঘোষের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও রেলওয়ে এফসির ম্যাচটি ১-১ স্কোরলাইনে শেষ হয়। অন্য ম্যাচে, পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে ২-০ ব্যবধানে হারাল জর্জ টেলিগ্রাফ।

বুধবার আলিপুর বডিগার্ডস লাইনে পুলিশের একটি অভ্যন্তরীণ অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই সময়েই তিনি ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার জন্য প্রস্তাব দিয়েছেন বলে জানা যাচ্ছে।
Mamata Banerjee: ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনতে নির্দেশ মমতারমমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: ভাঙড় থানা কি এবার কলকাতা পুলিশের অধীনে চলে আসবে? এমন প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড় থানাকে কলকাতা পুলিশের আওতায় আনার জন্য প্রস্তাব দিয়েছেন বলে জানা যাচ্ছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যের সঙ্গে এই নিয়ে তাঁর কথাও হয়েছে। উল্লেখ্য, বুধবার আলিপুর বডিগার্ডস লাইনে পুলিশের একটি অভ্যন্তরীণ অনুষ্ঠান ছিল। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সেই সময়েই তিনি ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে নিয়ে আসার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি ভাঙড়ের জন্য একটি আলাদা ডিভিশন করতেও বলা হয়েছে। সেই ডিভিশনের জন্য একজন আইপিএস বা ডিসি পদমর্যাদার অফিসার রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে।

এদিকে মুখ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে লালবাজারে। কীভাবে ভাঙড়কে নিয়ে আলাদা ডিভিশন তৈরি করা যায়, তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেছেন পুলিশের পদস্থ কর্তারা। উল্লেখ্য, এক্ষেত্রে রাজ্যের মন্ত্রিসভায় বিষয়টি পাশ হওয়ার পরে ভূমি দফতর, জুডিশিয়াল দফতর, স্বরাষ্ট্র দফতর ও অর্থ দফতরের অনুমতির পরই কাজ শুরু হবে। তবে মুখ্যমন্ত্রীর আজকের প্রস্তাবের পরে পুলিশের পদস্থ কর্তারা আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখছেন।

উল্লেখ্য, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচন ঘিরে বার বার উত্তপ্ত হয়েছে ভাঙড়। রক্তারক্তি কাণ্ড ঘটেছে। মৃত্যু হয়েছে। তা নিয়ে বেশ অস্বস্তিতেও পড়তে হয় রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনকে। আর এসবের মধ্যেই ভাঙড় থানাকে কলকাতা পুলিশের অধীনে আনার প্রস্তাব দেওয়া হল বলে জানা যাচ্ছে।


ভাঙড় থানা প্রসঙ্গে মমতার এই প্রস্তাবের বিষয়ে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন, তার কী মানে আছে! ভাঙড়ের একটি অংশ, কলকাতা লেদার কমপ্লেক্স থানা ইতিমধ্যেই কলকাতা পুলিশের অধীনে রয়েছে। তাতে কী সেখানকার ভোট লুঠ আটকেছে? কলকাতা পুরনিগম নির্বাচনেও তো ভোট লুঠ হয়ে গিয়েছে। কলকাতা পুলিশের এলাকা হওয়ায় কি সমাধান হয়েছে? এটা কোনও সমাধান নয়। আসল সমাধান হবে তৃণমূলকে বাংলা থেকে সরালে।’

ধৃতের বিরুদ্ধে প্রাথমিকে সহকারী শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দিব্যেন্দু শেঠ নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। সেই সূত্র ধরেই বুধবার এক বিশেষ অভিযানে ওই সহকারী প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।

Teacher Arrested: প্রাথমিকে চাকরির নামে লাখ লাখ টাকার প্রতারণা, কলকাতা পুলিশের জালে সহকারী প্রধান শিক্ষকগ্রেফতার সহকারী প্রধান শিক্ষক

কলকাতা ও পশ্চিম মেদিনীপুর: প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার স্কুলের সহকারী প্রধান শিক্ষক। ধৃত ওই সহকারী প্রধান শিক্ষকের নাম বিমল কুমার দলুই। তিনি মেদিনীপুর টাউনের চন্দ্র হাইস্কুলে কর্মরত। বুধবার কলকাতা পুলিশের স্পেশাল সেলের অফিসাররা তাঁকে গ্রেফতার করেন। ধৃতের বিরুদ্ধে প্রাথমিকে সহকারী শিক্ষকের চাকরি পাইয়ে দেওয়ার নামে সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। দিব্যেন্দু শেঠ নামে এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। সেই সূত্র ধরেই বুধবার এক বিশেষ অভিযানে ওই সহকারী প্রধান শিক্ষককে গ্রেফতার করা হয়।


অভিযোগকারী দিব্যেন্দু শেঠও পশ্চিম মেদিনীপুরে বাসিন্দা। বাড়ি নানকর মাগুরিয়া গ্রাম পঞ্চায়েতের গামা চত্বরে। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকে সে। দিব্যেন্দুর অভিযোগ, বিমল দলুই নামে ওই সহকারী প্রধান শিক্ষক প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার নামে তাঁর থেকে দফায় দফায় সাড়ে তিন লাখ টাকা তুলেছেন। তারপর বেশ কিছু ভুয়ো নথিও দিব্যেন্দুকে দিয়েছিল বলে দাবি। কিন্তু কোনও চাকরির ব্যবস্থা করে দিতে পারেনি। আর এদিকে ওই টাকাও ফেরত দিচ্ছিলেন না সহকারী প্রধান শিক্ষক। এই ঘটনাটি নিয়ে কলকাতায় শেক্সপিয়র থানা এলাকায় একটি অভিযোগ দায়ের হয়েছিল।


সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশের স্পেশাল সেলের অফিসাররা। বুধবার এক বিশেষ অভিযানে তাঁকে পাকড়াও করা হয়েছে। আগামিকাল, বৃহস্পতিবার অভিযুক্ত ওই সহকারী প্রধান শিক্ষককে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে পুলিশ। ধৃত ওই ব্যক্তিকে জেরা করে তদন্তের সব দিক খতিয়ে দেখতে চাইছেন স্পেশাল সেলের অফিসাররা। উল্লেখ্য, এর আগেও রাজ্যের বিভিন্ন প্রান্তে চাকরির নামে প্রতারণার অভিযোগ উঠেছে। তা নিয়ে ক্ষোভও দেখা গিয়েছে। তবে একইসঙ্গে যাঁরা মেধার বদলে, টাকার বিনিময়ে চাকরি পাওয়ার চেষ্টা করেছেন, তাঁদের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।

বিকেল ৫টা নাগাদ হঠাৎই সেই পরিত্যক্ত পাম্প হাউজ়ের একাংশ ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান মাঝবয়সি ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

Death in Rabindra Sarovar: কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো পাম্প হাউজ়, চাপা পড়ে মৃত্যু ভিনরাজ্যের বাসিন্দারপরিত্যক্ত পাম্প হাউজ় ভেঙে মৃত্যু

কলকাতা: শহর কলকাতায় এক পুরনো পাম্প হাউজ ভেঙে মৃত্যু ভিন রাজ্যের এক বাসিন্দার। মৃতের নাম পাপ্পু দাস (৩৬)। মৃত ওই ব্যক্তির ঝাড়খণ্ডের কোডারমার বাসিন্দা। কলকাতায়, ৩ নম্বর লেক কলোনি এলাকায় থাকতেন বলে জানা যাচ্ছে। বুধবার বিকেলে কলকাতার রবীন্দ্র সরোবর থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে পূর্ণ দাস রোডের ধারে একটি পুরনো পাম্প হাউজ় ছিল। আজ বিকেল ৫টা নাগাদ হঠাৎই সেই পরিত্যক্ত পাম্প হাউজ়ের একাংশ ভেঙে পড়ে। সেই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান মাঝবয়সি ওই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় ওই ব্যক্তির।


ঘটনার বিষয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘৮৬ নম্বর ওয়ার্ডে একটি পরিত্যক্ত পাম্প হাউজ় ছিল। সেটি আজ ভেঙে পড়েছে। কেন জানি না, তার মধ্যে একজন লোক ছিলেন। তাঁর বাড়ি ঝাড়খণ্ডে। পরে শুনলাম, তিনি মারা গিয়েছেন।’ এমন ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, তা নিশ্চিত করতে চাইছেন মেয়র। কমিশনারের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা বলেছেন ফিরহাদ হাকিম। দুর্ঘটনা এড়াতে শহরের আরও যেখানে যেখানে এমন পরিত্যক্ত পাম্প হাউজ় রয়েছে, সেগুলি ভেঙে ফেলার জন্য নির্দেশ দিয়েছেন কলকাতার মহানাগরিক। ঝাড়খণ্ডের বাসিন্দা ওই মাঝবয়সি ব্যক্তির মৃত্যুর খবর পাওয়ার পর ফিরহাদও এসএসকেএম হাসপাতালের উদ্দেশে রওনা দিয়েছেন।

উল্লেখ্য, কলকাতা পুরনিগমের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে বাড়িগুলি বিপজ্জনক বা মানুষের বসবাসের যোগ্য নয়, সেগুলি সরেজমিনে খতিয়ে দেখবেন কলকাতা পুরনিগমের কর্মীরা। সেই বাড়িগুলি কী অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখবেন তাঁরা।

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা ঘটনাটিকে ১৯১৯ সালের জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড এবং নীতীশ কুমারকে জেনারেল ডায়ারের সঙ্গে তুলনা করেছেন।

Bihar News: লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের গুলিতে কাটিহারে মৃত ১ ও আহত ২লোডশেডিংয়ের প্রতিবাদে কাটিহারে বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুর।
পাটনা: এলাকায় ঘন-ঘন লোডশেডিং হচ্ছিল। তার প্রতিবাদে বিদ্যুৎ কেন্দ্র ঘিরে বিক্ষোভ দেখাতে যান স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভ হটাতে গিয়ে গুলি ছুড়ল পুলিশ। আর সেই গুলিতে ১ জনের মৃত্যু হয়েছে এবং আরও ২ বিক্ষোভকারী গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ। বুধবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠল বিহারের (Bihar) কাটিহার জেলা। উত্তাল হয়ে উঠছে বিহারের রাজ্য-রাজনীতিও।


প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মহম্মদ খুরশিদ (৩৫)। কাটিহার জেলারই বাসিন্দা ছিলেন খুরশিদ। গুলিবিদ্ধ আরও ২ জনের মধ্যে একজন কাটিহার সদর হাসপাতালে ভর্তি এবং অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পুলিশের দাবি, বিক্ষুব্ধ জনতা বিদ্যুৎকেন্দ্র এবং পুলিশকে লক্ষ্য ইট-পাথর ছোড়ে এবং লাঠি দিয়ে বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুর চালায়। তাদের হামলায় বিদ্যুৎ দফতরের প্রায় ১২ কর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটিহার জেলার বারসোই শহরের বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে অতিরিক্ত লোডশেডিং হচ্ছিল। তারই প্রতিবাদে এদিন বারসোই শহরের বিদ্যুৎকেন্দ্রের বাইরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা বিদ্যুৎকেন্দ্রে ভাঙচুর চালায় এবং পাথর-ইট ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং বিক্ষুব্ধ জনতাকে গুলি ছোড়ে।

মঙ্গলবার বিকেল থেকে বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় অন্তত ২০ জন মানুষকে কামড়েছে কুকুরটি। এর পাশাপাশি প্রচুর গবাদি পশুকেও কামড়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের।
Jalpaiguri: একদিনেই ২০ জনকে কামড়, পাগলা কুকুরের আতঙ্কে বিনিদ্র রাত কাটছে ময়নাগুড়িরব্যাপক চাঞ্চল্য এলাকায়

জলপাইগুড়ি: গোটা এলাকা দাপিয়ে বেড়াচ্ছে একটাই পাগলা কুকুর (Mad Dog)। একদিনেই কামড়েছে এলাকার ২০ জনকে। গত তিন মাসে সংখ্যাটা পঞ্চাশের বেশি। একইসঙ্গে এলাকার অংসখ্য গবাদি পশুকেও কামড়েছে। আর তাতেই ভয়ে সিঁটিয়ে রয়েছেন এলাকার বাসিন্দারা। ভয়ে যেন ঘর থেকে বের হতেই পারছেন না জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়াবাড়ি, খুকশিয়া, টেকাটুলি, নীরেন্দ্রপুর-সহ বিভিন্ন এলাকার মানুষেরা। জানা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় এলাকার কমপক্ষে ২০ জন বাসিন্দাকে কামড়েছে কুকুরটি। ভিড় বাড়ছে হাসপাতালে। 

জানা গেছে ময়নাগুড়ি ব্লকের মধ্য খাগড়াবাড়ি, খুকশিয়া, টেকাটুলি, নীরেন্দ্র পুর সহ বিভিন্ন এলাকায় গত কয়েকদিন ধরে একটি পাগলা কুকুর ঘুরে বেড়াচ্ছিল। ওই কুকুরটিই মঙ্গলবার বিকেল থেকে বুধবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় অন্তত ২০ জন মানুষকে কামড়েছে। এর পাশাপাশি প্রচুর গবাদি পশুকেও কামড়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের।

কারও ক্ষত গভীর, কারও ক্ষত অগভীর। আহতরা অনেকেই ভর্তি ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে। অনেককে আবার প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়। তবে গুরুতর আহতদের পাঠিয়ে দেওয়া হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দ্রুত কুকুরটিকে উদ্ধারের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এলাকার বাসিন্দারা। কুকুরের কামড় খেয়েছেন এলাকার বাসিন্দা মহম্মদ শাহী আলম। তিনি বলেন, “আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কিছু বুঝে ওঠার আগেই আচমকাই আমার মুখের ওপর কুকুরটি ঝাঁপিয়ে পড়ে।” স্থানীয় বাসিন্দা শিবা সরকার আবার বলছেন, গত কয়েকদিনে তাঁদের পাড়াতেই ৭ জনকে কামড়ে দিয়েছে কুকুরটি। তিনি স্পষ্ট বলছেন, আমরা চাই প্রশাসনের লোকজন কুকুরটাকে ধরে নিয়ে যাক। অন্যদিকে ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ শিতেস বর বলছেন, “আমাদের এখানে যাঁরা এসেছেন দ্রুত চিকিৎসা শুরু বয়েছে।জলাতঙ্কর ভ্যাকসিন দেওয়া হয়েছে। যাঁদের আঘাত গুরুতর রয়েছে তাঁদের জলপাইগুড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।”



বাস্তুশাস্ত্র অনুসারে, যদি এই লক্ষণগুলি আপনার সঙ্গে ঘটতে থাকেই, তাহলে তাহলে বুঝতে হবে, আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে। প্রচলিত ভাষায় বলা হয়, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু।

Black Magic From Home: শতচেষ্টা করেও অর্থসঙ্কট কাটছে না! কালো জাদু থেকে রক্ষা পান এই সহজ টোটকায়
বার বার একই সমস্যা পড়ছেন নাকি? পরিবারের কেউ না কেউ অসুস্থ হয়েই চলেছেন! পাশাপাশি আর্থিক অবস্থার অবনতি ঘটতেই চলেছে? একের পর এক আর্থিক সমস্যার সম্মুখীন হয়েই চলেছেন? বাস্তুশাস্ত্র অনুসারে, যদি এই লক্ষণগুলি আপনার সঙ্গে ঘটতে থাকেই, তাহলে তাহলে বুঝতে হবে, আপনার ঘরে নেতিবাচক শক্তি প্রবেশ করেছে। প্রচলিত ভাষায় বলা হয়, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু। আর এই ব্ল্যাক ম্যাজিক থেকে কীভাবে নিজেকে ও নিজের পরিবারকে বাঁচাবেন, তার কয়েকটি সহজ টিপস জেনে নিন এখানে…


কালো জাদুর প্রভাব

প্রথমেই জেনে নিন যে, কোনও ব্যক্তির ওপর কালো জাদুর প্রভাব থাকলে তিনি মানসিকভাবে কিছুটা অস্থির হয়ে থাকে। হঠাৎ কোনও কারণ ছাড়াই হৃদস্পন্দন বেড়ে যায়। যদি আপনার উপর কালো জাদুর প্রভাব ধীরে ধীরে পড়তে থাকে, তাহলে মন ও মস্তিষ্কে দুর্বলতা অনুভব করতে শুরু করেন। রাতে ঘুমের মধ্যে ভয়ঙ্কর স্বপ্ন আসতে থাকে। কালো জাদুতে প্রভাবিতরা একাকীত্ব পছন্দ করতে শুরু করেন। ক্ষুধা-তৃষ্ণা অনুভব করে না, বেশিরভাগ সময়েই অসুস্থবোধ হতে থাকেন। সেই সঙ্গে ঘরে উপস্থিত তুলসীও শুকিয়ে যেতে শুরু করে।

বিশ্বকাপের কোনও কমিটি কিংবা বাংলা ক্রিকেট সংস্থার পদে না থাকলেও নিয়মিত খোঁজ খবর রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিনও ইডেনে এসেছিলেন সৌরভ।

BCCI-CAB: বিশ্বকাপের প্রস্তুতি, ইডেন পরিদর্শনে আসছেন বোর্ডের প্রতিনিধিরা

বিশ্বকাপের আমেজ শুরু হয়ে গিয়েছে। ২০১১ সালের পর ফের ভারতে ওয়ান ডে বিশ্বকাপ। তবে গত বিশ্বকাপে শ্রীলঙ্কা, বাংলাদেশ সহযোগী ছিল। এ বার একক ভাবে বিশ্বকাপের আয়োজক ভারত। কলকাতার ইডেন গার্ডেন্সে হাইভোল্টেজ সেমিফাইনাল সহ বিশ্বকাপের পাঁচটি ম্যাচ হবে। বিশ্বকাপের ভেনুগুলি কতটা প্রস্তুত, পরিদর্শন করবে ভারতীয় বোর্ড। ইডেনেও আসছে প্রতিনিধি দল। বিস্তারিত রইল -এর এই প্রতিবেদনে।


আগামী ৫ অগস্ট ইডেন গার্ডেন্স‌ পরিদর্শনে আসবে বোর্ডের প্রতিনিধি দল। সঙ্গে থাকতে পারেন আইসিসির প্রতিনিধিরাও। অক্টোবরে শুরু ওয়ান ডে বিশ্বকাপ। আর তার জন্যই ইডেন পরিদর্শনে আসবে বোর্ডের প্রতিনিধি দল। এই মুহূর্তে জোরকদমে ইডেন সংস্কারের কাজ চলছে। বিশ্বকাপের ম্যাচ পড়বে এমন প্রত্যাশা ছিলই। বহু আগেই ইডেনে নানা সংস্কারের কাজ শুরু হয়েছিল। সিএবি কর্তারা আশাবাদী, নির্দিষ্ট সময়ের মধ্যেই সংস্কারের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।

গত বারের ভুল থেকেও শিক্ষা নিচ্ছেন সিএবি কর্তারা। ২০১১ সালে বিশ্বকাপের সময় ইডেন সংস্কারের কাজ শুরু হয়েছিল। সেই সময় আইসিসির ফিট সার্টিফিকেট না পাওয়ায় ভারত-ইংল্যান্ড ম্যাচ সরে গিয়েছিল ইডেন থেকে। সেই ভুলের যাতে পুনরাবৃত্তি না হয়, কড়া নজর সিএবি কর্তাদের। ৫ তারিখ বোর্ডের প্রতিনিধি দলের ইডেন পরিদর্শন অবশ্যই গুরুত্বপূর্ণ।


বিশ্বকাপের কোনও কমিটি কিংবা বাংলা ক্রিকেট সংস্থার পদে না থাকলেও নিয়মিত খোঁজ খবর রাখছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এ দিনও ইডেনে এসেছিলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং বাংলা ক্রিকেট সংস্থার শীর্ষ পদক সামলেছেন। তাঁর মতো দক্ষ প্রশাসকের থাকাটা সিএবি কর্তাদের বাড়তি ভরসা দিচ্ছে।

অত্যাধুনিক মানের ইন্টারন্যাশনাল এক্সিবিশন-কাম-কনভেশন সেন্টার 'ভারত মণ্ডপম'-এর উদ্বোধন করে ভারতের পরিকাঠামোর আমূল বদল হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

PM Narendra Modi: আমার তৃতীয় মেয়াদে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে: মোদীপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নয়া দিল্লি: ২০২৪-এ ফের NDA জোট ক্ষমতায় আসবে বলে আগেই দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এবার তাঁর তৃতীয়বারের শাসনকালে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে বলে প্রতিশ্রুতি দিলেন তিনি। বুধবার প্রগতি ময়দানে ITPO কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের প্রথম পর্বের শাসনকালে ভারত বিশ্বের অর্থনীতিতে দশম স্থানে উঠে এসেছে। আমার দ্বিতীয় পর্বের শাসনকালে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়েছে ভারত। এই ট্র্যাক রেকর্ড অনুসারে আমি দেশবাসীকে বিশ্বাস করিয়ে দেব, আমার তৃতীয় পর্বের শাসনকালে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের মধ্যে থাকবে ভারত।”


এদিন অত্যাধুনিক মানের ইন্টারন্যাশনাল এক্সিবিশন-কাম-কনভেশন সেন্টার ‘ভারত মণ্ডপম’-এর উদ্বোধন করে ভারতের পরিকাঠামোর আমূল বদল হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর জমানার উন্নয়নের পরিসংখ্যান দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, ভারতের পরিকাঠামো বদলে গিয়েছে। বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রেলব্রিজ ভারতে, সর্বোচ্চ উচ্চতায় দীর্ঘতম টানেল ভারতে, মোটর চলার সর্বোচ্চ রোড, দীর্ঘতম স্টেডিয়াম, দীর্ঘতম স্ট্যাচু- সবই ভারতে রয়েছে।”

বরখা ত্রেহান নামে এক টুইটার ব্যবহারকারী এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করেছেন এবং DMRC-কে ট্যাগ করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, "দিল্লি মেট্রোতে অশ্লীলতা বাড়ছে। পাবলিক প্লেসে এই ধরনের কাজ অন্যদের কাছে অস্বস্তিকর করে তোলে। এই বিষয়ে কিছু চিন্তা করা উচিত।"

Viral Video: মেট্রোতে দরজা বন্ধ হতেই জনসমক্ষে রোম্যান্স যুগলের, লজ্জায় মুখ লাল অনেকের!
Viral Video Today: দিল্লি মেট্রোতে প্রায় প্রতিদিনই কিছু না কিছু ঘটছে, আর সেই সব ভিডিয়ো ভাইরাল হয়ে চলেছে সোশ্যাল মিডিয়ায়। কখনও কোনও দম্পতিকে চুম্বন করতে দেখা যাচ্ছে। আবার কখনও কেউ মেট্রোতে স্নান করছে। দিল্লি মেট্রোতে অশ্লীল কাজ করা থেকে কিছুতেই বিরত থাকছে না মানুষ। মেট্রোর ভিতরে যারা অশ্লীল কাজ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু তারপরও কিছু মানুষ সেই এই কাজ করছে। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন অর্থাৎ DMRC-এর তরফে জানানো হয়েছে, মেট্রোর ভিতরে বা প্ল্যাটফর্মে কোনও ব্যক্তিকে অশ্লীল কাজ করতে বা ইন্সটা রিল তৈরি করতে দেখা গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে।


ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রোর ভিতরে এক দম্পতিকে একে অপরকে জড়িয়ে ধরে চুম্বন করছে। মেট্রোর ভিতরে আরও অনেক লোক আছে। কিন্তু তাতে কী! তারা শুধু নিজেদের মধ্যে মগ্ন। মেট্রোর অন্য এক যাত্রী এই ঘটনাটি ভিডিয়ো করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। তারপর থেকেই ঝড়়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।



দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে ও তাঁদের পাশে থাকার বার্তা দিতেই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একেবারে প্রতিটি জেলার প্রতিটি ব্লক স্তরে সংবর্ধনা অনুষ্ঠান হবে।

BJP Rally: রাজ্যজুড়ে ২০০০ সভা, পঞ্চায়েতে দলীয় প্রার্থীদের সংবর্ধনা দিতে বাংলায় আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরাপ্রতীকী ছবি।
নয়া দিল্লি: পঞ্চায়েত নির্বাচনকে (Panchayat Election) কেন্দ্র করে বাংলায় ব্যাপক রক্তক্ষয় হয়েছে। BJP-র ফল আশানুরূপ না হলেও প্রচারপর্ব থেকে ভোট পর্যন্ত দলীয় কর্মীদের লড়াই অনস্বীকার্য বলে মনে করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তাই এবার পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের সংবর্ধনা দিতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। রাজ্যজুড়ে মোট ২০০০ সভা করবে বিজেপি। বুধবার বিজেপির তরফে এমনই জানানো হয়েছে।


বিজেপি সূত্রে খবর, পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে বুথ স্তর থেকে শুরু ব্লক, জেলা ও রাজ্য স্তর পর্যন্ত বহু বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে এবং অনেকে ঘরছাড়া হয়েছেন। তাই এবার দলীয় কর্মীদের মনোবল বৃদ্ধি করতে ও তাঁদের পাশে থাকার বার্তা দিতেই বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একেবারে প্রতিটি জেলার প্রতিটি ব্লক স্তরে সংবর্ধনা অনুষ্ঠান হবে। চলতি মাস থেকেই এই অনুষ্ঠান শুরু হবে এবং প্রতিটি অনুষ্ঠানেই কোনও না কোনও কেন্দ্রীয় নেতা থাকবেন।

যদিও কবে, কোথায় সংবর্ধনা অনুষ্ঠান হবে, তার সূচি এখনও নির্ধারিত করেনি বিজেপি নেতৃত্ব। তবে আগামী ২৯ জুলাই থেকে অনুষ্ঠান শুরু হবে বলে একপ্রকার স্পষ্ট। প্রথম অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর সংবর্ধনা দিতে আসবেন এবং হুগলির খানাকুলে সেই অনুষ্ঠান করা হবে বলে পরিকল্পনা নিয়েছে বিজেপি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। গোটা বিষয়টি নিয়ে আলোচনা চলছে বলে বিজেপির তরফে জানানো হয়েছে।

 

Afran Nisho: এবার টলিউডে নিশো? নতুন কাজের অফার নিয়ে কী জানালেন বাংলাকে
জয়িতা চন্দ্র 


আফরান নিশো, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা। তবে এবার তিনি ছবির প্রচারে পা রাখলেন বাংলায়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’ ছবি। তা নিয়ে  বাংলার সঙ্গে দীর্ঘ আড্ডায় মাতলেন অভিনেতা। জানালেন, কলকাতাতেও কাজের কথা চলছে। এই প্রসঙ্গে ঠিক কী বললেন তিনি?

কলকাতা থেকে কাজের প্রস্তাব:


”আলোচনা হচ্ছে, আগেও আলোচনা হয়েছে, আলাপচারিতাও চলছে। এসবের মাঝে আমার কিছু বলতে ঠিক ইচ্ছে করে না, যতক্ষণ পর্যন্ত না সেটা লক হয়ে যায়। তবে কনস্ট্রাক্টিভভাবেই আলোচনা চলছে। আমাদের দেশেও চলছে, কলকাতাতেও চলছে। দেখা যাক কোনও সুখবর দিতে পারি কি না…। তবে কলকাতায় এসে আমার খুব ভাল লাগল। এই যে আমরা কথা বলছি, প্রচার করছি, একটা সুযোগ হয়েছে আমাদের কাজকে, আমাদের পারফর্মেন্সকে সকলের সামনে তুলে ধরার। এখন চাই এই সম্মানটুকু অটুট রাখতে।”

এখানেই শেষ নয়, নিশো এদিন অভিনয় জগতের অন্দরমহলেও আলোকপাত করলেন। বললেন, ”আমরা সবাই শিল্পী হয়ে ওঠার চেষ্টা আছি। কেউ হতে পারছি, কেউ হতে পারছি না। কিন্তু এই চেষ্টায় আমি আমার দৃষ্টিটাকে ছোট করতে চাই না। আমার মতে এটা বাইরেও সমানভাবে উন্মুক্ত থাকা উচিত। এই উন্মুক্ততা সব ক্ষেত্রেই থাকা উচিত। তবেই প্রসার হয়। শুধু আমি বেড়ে উঠলাম, আমার ইন্ডাস্ট্রি থেকে যেমন অনেক নেওয়ার প্রবণতা থাকে, তেমনই ইন্ডাস্ট্রিকে অনেক কিছু দেওয়ার প্রবণতাও থাকতে হবে। শুধু নিয়ে যাব এটা হয় না। আমি ছোট পর্দার মানুষ তো, আমি ছোটপর্দা থেকে এটাই শিখেছি যে, যখন আমরা অনেক কম বাজেটের ছবিতে নিজেকে যুক্ত করি, সেটা যখন বাড়ে, তখন এই উত্থানটা সকলেরই হয়ে থাকে। যে নতুন ছেলেটা আজ নাটক দিয়ে শুরু করবে, সে যেন একটা খুব ভাল বাজেটে কাজ করে। এটাও কিন্তু একটা প্রচেষ্টা। আমার মনে হয়, প্রতিটা ক্ষেত্রেই এমনটা হয়। কাজের খিদে, ভুল হওয়ার পর শেখার তাগিদ, মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকা উচিত। সঙ্কট যদি না থাকে জীবনে, তবে এত শিল্পীর সেখানেই মৃত্যু (শিল্পী সত্ত্বার)।”



স্বাস্থ্য দফতরের ক্যালেন্ডারের হিসাব বলছে, জুন মাস থেকে অক্টোবর মাস মশা বাহিত রোগের মাস হিসেবে চিহ্নিত। বছরের এই সময় ডেঙ্গি,ম্যালেরিয়ার মতো মশা বাহিত রোগের প্রকোপ বাড়ে।

Dengue in West Bengal: ডেঙ্গি রুখতে বাড়ছে তৎপরতা, হাতিয়ার গাপ্পি মাছগাপ্পি মাছ

জলপাইগুড়ি: শহর থেকে শহরতলি, গ্রাম, মফঃস্বল, কলকাতা থেকে জেলা। বর্ষা নামতেই হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, সর্বত্রই দেখা যাচ্ছে একই ছবি। বাড়ছে মৃতের সংখ্যাও। তাতেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে স্বাস্থ্য দফতর (Health Department)। গ্রামীণ এলাকার পাশাপাশি পুর এলাকাগুলিতেও ডেঙ্গি (Dengue) প্রতিরোধ কর্মসূচিতে জোর দেওয়া হয়েছে। জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে এক যোগে চলছে কর্মসূচি। বিভিন্ন ড্রেন ও জলাশয়গুলিতে ছাড়া হচ্ছে গাপ্পি মাছ। মশার লার্ভা দমনে এই মাছ বড় ভূমিকা রাখে। জন্মাবার সঙ্গে সঙ্গেই মশার লার্ভা খেয়ে ফেলে এই বিশেষ প্রজাতির মাছ। পাশাপাশি নিয়মিত ওয়ার্ডগুলিততে সাফাই কর্মসূচিও চলছে। স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে কেউ জ্বরে আক্রান্ত রয়েছেন কিনা তার খোঁজ রাখছেন। একইসঙ্গে শুরু হয়েছে সচেতনতামূলক প্রচারাভিযান।


জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান পাপিয়া পাল জানালেন, ডেঙ্গি নিয়ে গত জুন মাস থেকে লাগাতার কর্মসূচি নেওয়া হয়েছে। বাড়ি বাড়ি তাঁদের দল যাচ্ছে। খোঁজ-খবর নিচ্ছে মানুষের স্বাস্থ্যের বিষয়ে। পাশাপাশি পৌর এলাকায় গাপ্পি মাছও ছেড়েছেন। 

ভিলেজ রিসোর্স পার্সন রীনা মুন্ডা জানাচ্ছেন, তাঁরা এলাকার সমস্ত বাড়ি ঘুরে পরিস্থিতি দেখবার পাশাপাশি ডেঙ্গির সচেতনতা প্রচার চালাচ্ছেন। এলাকাবাসী সন্তোষ রায় বলছেন, তাঁর বাড়িতে ভিলেজ রিসোর্স পার্সন এসেছিলেন। তাঁর বাড়িতে কেউ জ্বরে আক্রান্ত রয়েছে কিনা সে বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন। একইসঙ্গে বাড়িতে জল জমে আছে কি না তা দেখে গিয়েছেন।