চলছে সেখানে পৌঁছে গিয়েছেন মিচেল স্টার্কের স্ত্রী অ্যালিসা হিলি। ভারতের বিরুদ্ধে দ্য আল্টিমেট টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। WTC ফাইনালের চতুর্থ দিন ওভালের গ্যালারিতে দেখা গেল হিলিকে।
Alyssa Healy : WTC ফাইনালে স্টার্কের ব্যাটিং দেখতে ওভালে হাজির হিলি, নোটবুকে কী তুলে রাখলেন?Alyssa Healy : WTC ফাইনালে স্টার্কের ব্যাটিং দেখতে ওভালে হাজির হিলি, নোটবুকে কী তুলে রাখলেন?
লন্ডন : মিচেল স্টার্ক (Mitchell Starc) ও অ্যালিসা হিলি (Alyssa Healy) হলেন সেই ক্রিকেট দম্পতি যাঁরা এক দেশের হয়ে ক্রিকেট খেলেন। দু’জনই বিশ্বকাপ জয়ের নজির গড়েছিলেন। অস্ট্রেলিয়ার পুরুষ দলের গুরুত্বপূর্ণ সদস্য মিচেল স্টার্ক। অন্যদিকে অজি মহিলা দলের সদস্য হলেন অ্যালিসা হিলি। দু’জনই চেষ্টা করেন তাঁদের কোনও ম্যাচ থাকলে গ্যালারিতে উপস্থিত হতে। একাধিকবার স্টার্কের বিভিন্ন ম্যাচে হিলিকে স্ট্যান্ডে দেখা গিয়েছে। হিলির হয়ে গলা ফাটানোর জন্য স্টার্কও বিভিন্ন সময় বিভিন্ন স্টেডিয়ামে পৌঁছে গিয়েছেন। এ বার ওভালে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023) চলছে সেখানে পৌঁছে গিয়েছেন হিলি। ভারতের বিরুদ্ধে দ্য আল্টিমেট টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। WTC ফাইনালের চতুর্থ দিন ওভালের গ্যালারিতে দেখা গেল হিলিকে। বিস্তারিত জেনে এর এই প্রতিবেদনে।
অ্যালিসা হিলি অজি মহিলা ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটার। আর মিচেল স্টার্ক অস্ট্রেলিয়ার পুরুষ দলের বোলার। সাধারণত ব্যাট করেন না স্টার্ক। কিন্তু তিনি যথেষ্ট ভালো ব্যাটার। আর ওভালে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অজিদের হয়ে ২ ইনিংসেই ব্যাট করেছেন তিনি। চতুর্থ দিন ওভালের গ্যালারিতে দেখা গিয়েছে হিলিকে। আইসিসির পক্ষ থেকে হিলির ভিডিয়ো ইন্সটাগ্রামে শেয়ার করা হয়েছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে একটি নোটবুকে কিছু লিখে রাখছেন হিলি। আইসিসিও এই ভিডিয়োর ক্যাপশনে লেখে, ‘মিচেল স্টার্কের জন্য ব্যাটিং লেশন।’
ভাইরাল হওয়া এই ভিডিয়োতে অনেকে মজার মজার কমেন্ট করেছেন। একজন লিখেছেন, ‘হিলি লিখে রাখছেন ম্যাচের পর মিচেল স্টার্ক বাড়ির জন্য কী কী কিনে আনবেন।’ অপর একজনের কমেন্ট, ‘সাপোর্টিভ পার্টনার।’ এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী আবার লিখেছেন, ‘হিলি স্টার্ককে বলেছেন, যেমন ব্যাটিং টিপস দিয়েছি সেভাবে খেলবে।’
স্টার্ক ও হিলি এই ক্রিকেট দম্পতি বেশ জনপ্রিয়। মাত্র ৯ বছর বয়সে হিলি ও স্টার্কের পরিচয়। অস্ট্রেলিয়ায় ছেলে-মেয়েদের একসঙ্গে ক্রিকেট খেলার প্রচলন রয়েছে। সেই সুবাদে ছেলেবেলা থেকেই একে অপরের পরিচিত তাঁরা। ধীরে ধীরে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক মজবুত হয়। তারপর প্রেম। ২০১৬ সালে তাঁদের বিয়ে হয়। দু’জনই সব সময় একে অপরকে সাপোর্ট করেন।
Post A Comment:
0 comments so far,add yours