এদিন সিবিআই ফুটেজ চেয়ে আবেদন করলে বিচারপতি জানতে চান, ফুটেজগুলি এসে গিয়েছে কি না। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সদর্থক উত্তরের পরই তা দিয়ে দিতে বলা হয়।

Kuntal Ghosh: জেলে কুন্তলের গতিবিধি দেখবে সিবিআই, তদন্তকারীদের CCTV ফুটেজ দিতে নির্দেশ হাইকোর্টেরফাইল ছবি
কলকাতা: কুন্তল ঘোষের (Kuntal Ghosh) চিঠি মামলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই (CBI)। সোমবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে মামলার শুনানি হয়। প্রেসিডেন্সি জেলে কুন্তলের গতিবিধি কেমন, যাবতীয় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ সিবিআইকে তুলে দিতে নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা। কুন্তল ঘোষ জেলে যাওয়ার পরের ফুটেজ চেয়েছিল সিবিআই। জেলে জমা দেওয়া ফুটেজের কপি চেয়ে আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন বিচারপতি জানিয়ে দেন, কুন্তলের জেলের যাবতীয় ফুটেজ সিবিআইকে তুলে দিতে হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে তা জমা ছিল। জেল সুপার তা জমা দিয়েছিলেন।


এদিন সিবিআই ফুটেজ চেয়ে আবেদন করলে বিচারপতি জানতে চান, ফুটেজগুলি এসে গিয়েছে কি না। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের সদর্থক উত্তরের পরই তা দিয়ে দিতে বলা হয়। আদালত সূত্রে খবর, তিনটি মুখবন্ধ খাম জমা পড়ে। এরমধ্যে কুন্তলের জেলে যাওয়ার দিন থেকে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা আছে। তিনটি হার্ড ডিস্ক, ডেটা রয়েছে। একটি ফ্ল্যাশ ড্রাইভও আছে। এগুলি কপি করতে গেলে তিনদিন সময় লাগবে বলে জানায় সিবিআই। সেগুলি হাইকোর্টের টেকনিকাল টিমের সামনে করতে নির্দেশ দেওয়া হয়। চার দিন পর অর্থাৎ ২২ জুনের মধ্যে কপি করার কাজ শেষ করতে হবে। ২৩ জুন এই মামলার শুনানি হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours