ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ছুটি কাটিয়ে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি।
Virat Kohli: অজুহাত নয় উন্নতির চেষ্টা করুন, কীসের বার্তা বিরাটের?
Image Credit Source: Twitter
কলকাতা: টানা দ্বিতীয় বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল ভারত। দু-বারই এক চিত্র। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী সংস্করণের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হার। সদ্য সমাপ্ত দ্বিতীয় সংস্করণের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। প্রথমটিতে অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। এ বার রোহিত শর্মার নেতৃত্বে খেলেছে ভারত। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শেষের পর বেশ কয়েক দিন ছুটির মেজাজে ছিলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। আগামী মাসে শুরু হচ্ছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সফর। প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হারের পর সমালোচনার সামনে পড়েছে দলের টপ অর্ডার। দুই ইনিংসেই ব্যর্থ বলা যায়। তরুণ ওপেনার শুভমন গিল রান পাননি। রোহিত শর্মা দ্বিতীয় ইনিংসে সেট হয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন। একই কথা বলা যায় বিরাট কোহলির প্রসঙ্গেও। সবচেয়ে বেশি হতাশ করেছেন চেতেশ্বর পূজারা। প্রথম ইনিংসে জাজমেন্ট দিয়ে বোল্ড হন পূজারা। দ্বিতীয় ইনিংসে কাঁধের উচ্চতার বলে খোঁচা দিয়ে কট বিহাইন্ড হন।
বিরাট কোহলির মতো তারকা ব্যাটারের ওপর ভরসা ছিলে অনেক বেশি। প্রথম ইনিংসে হতাশ করেন। ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ইনিংসে ভারতের সামনে বিশাল লক্ষ্য ছিল। কার্যত অসম্ভব লক্ষ্য। দ্রুত উইকেট হারালেও চতুর্থ দিনের শেষে ক্রিজে ছিলেন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে। সে কারণেই অসাধ্যসাধনের স্বপ্ন দেখছিল ভারতীয় শিবির। যদিও শেষ দিন বিরাট কোহলি ও অজিঙ্ক রাহানে ফিরতেই যাবতীয় জারিজুরি শেষ। ২০৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে ভারত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থতার জেরে ভারতীয় দলে নানা রদবদলের সম্ভাবনা দেখা দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই হয়তো সেটা দেখা যেতে পারে। এ বছর দেশের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তারও প্রস্তুতিতে লক্ষ্য থাকবে ভারতের। ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট, তিনটি ওডিআই এবং পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ছুটি কাটিয়ে প্রস্তুতি শুরু করে দিলেন বিরাট কোহলি। টুইটারে জিম সেশনের ছবি এবং ভিডিয়ো পোস্ট করেছেন বিরাট কোহলি। ক্যাপশন দিয়েছেন- হয় অজুহাত খুঁজুন নয়তো উন্নতির চেষ্টা করুন। ওয়েস্ট ইন্ডিজ সফরে বিরাটের কতটা উন্নতি দেখা যায়, সেদিকেই নজর।
Post A Comment:
0 comments so far,add yours