১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৩০০০ টাকা। দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনার দামেও। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৩৪০০ টাকা বেড়েছে।

Gold Price Today: এক ধাক্কায় ৩০০০ টাকা বাড়ল সোনার দাম, কত দামে বিকোচ্ছে রুপো?প্রতীকী ছবি

কলকাতা: মাসের  দিনে যেখানে সোনার দাম সামান্য কমেছিল, সেখানেই দ্বিতীয় দিনে বড় ধাক্কা। এক ঝটকায় অনেকটা বাড়ল সোনার দাম (Gold Price)। ১০০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বাড়ল ৩০০০ টাকা। দাম বেড়েছে ২৪ ক্যারেট সোনার দামেও। ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৩৪০০ টাকা বেড়েছে। অন্যদিকে, দাম বেড়েছে রুপোরও। আপনারও যদি সোনা-রুপোর গহনা কেনার পরিকল্পনা থাকে, তবে দোকানে যাওয়ার আগে আজকের সোনা-রুপোর দর জেনে নিন-


আজ শুক্রবার ১০ টায় ২২ ক্যারেট সোনার দাম:
২২ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৫৬০০ টাকা

২২ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৪৪,৮০০ টাকা


২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৫৬,০০০ টাকা

২২ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৫,৬০,০০০ টাকা

২৪ ক্যারেট সোনার দাম

২৪ ক্যারেট ১ গ্রাম সোনার দাম: ৬,১১০ টাকা

২৪ ক্যারেট ৮ গ্রাম সোনার দাম: ৪৮,৮৮০ টাকা

২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম: ৬১,১০০ টাকা

২৪ ক্যারেট ১০০ গ্রাম সোনার দাম: ৬,১১,০০০ টাকা

রুপোর দাম-
১ গ্রাম রুপোর দাম-৭৩.৪০ টাকা

৮ গ্রাম রুপোর দাম-৫৮৭.২০ টাকা

১০ গ্রাম রুপোর দাম- ৭৩৪ টাকা

১০০ গ্রাম রুপোর দাম- ৭,৩৪০ টাকা

১ কেজি রুপোর দাম: ৭৩,৪০০ টাকা

সোনা-রুপোর তুলনামূলক দাম:

বিগত এক মাসেরও বেশি সময় ধরে নিম্নমুখী ছিল সোনা-রুপোর দর। গত মাসের শেষ সপ্তাহেও টানা তিনদিন ধরে কমেছিল সোনার দাম। যার ফলে বিক্রি-বাট্টাও বেশ বেড়েছে। বিগত ১০ দিনের মধ্যে ২২ ক্য়ারেট সোনার সর্বোচ্চ দাম উঠেছিল ২২ মে-তে, সেই দিন ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার ২৯০ টাকা। রুপোর দামও সেইদিনই সর্বোচ্চ ছিল। ১০০ গ্রাম রুপোর দাম ছিল ৭৫০০ টাকা।

আজ বিশ্ব বাজারে দাম বেড়েছে স্পট গোল্ডের। আজ ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম রয়েছে ১,৯৭৮.০১ মার্কিন ডলার।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours