শুনানিতে আদালত কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি বটে, তবে বেশ কয়কটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দেয়। রাজ্যকে স্পষ্ট নির্দেশ দেন বিচারপতি, যাতে তারা কমিশনকে সাহায্য করে। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের গুরুত্বপূর্ণ মন্তব্য, এর আগে আদালত যা নির্দেশ দিয়েছে, সেটা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে।
West Bengal Panchayat Elections 2023: কবে আসবে অবশিষ্ট ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? ভোটের ১০ দিন আগেও কাটল না ধন্দফাইল ছবি


কলকাতা: ভোটের বাকি আর ১০ দিন। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ‘কাহিনি’-র প্লট যেন শেষ হচ্ছে না। ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। আরও ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু, রাজ্য নির্বাচন কমিশন চেয়েছে মোট ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। অবশিষ্ট ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কী হবে? সেই ধন্দ যেন কিছুতেই কাটছে না। বুধবার কলকাতা হাইকোর্টে এই নিয়ে কোনও শব্দ খরচ করেনি কেন্দ্র। ফলে ৪৮৫ কোম্পানি বাহিনীর ভবিষ্যৎ নিয়ে ধন্দ রয়েই গেল।


কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ইস্যুতে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় গুপ্তের ডিভিশন বেঞ্চে। বুধবারের শুনানি শেষে আদালত কমিশনের কাজে কোথাও হস্তক্ষেপ করল না। বাহিনী মোতায়েন নিয়ে আদালত অবমাননার মামলায় রাজ্য নির্বাচন কমিশনের তরফে যে রিপোর্ট তলব করেছিল আদালত, তাতে সন্তুষ্ট হল না ডিভিশন বেঞ্চ। সেটিও এদিনের শুনানিতে স্পষ্ট করে দেওয়া হয়। পঞ্চায়েত নির্বাচনে কেবল মনোনয়ন পর্বেই কমিশনের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ জমা পড়েছে। সেক্ষেত্রে কমিশনকে আদালতের পরামর্শ, মানুষের আস্থা এবং ভরসা পাওয়ার মতো কাজ করতে হবে। পাশাপাশি রাজ্যকে নির্দেশ, কমিশনকে আন্তরিকভাবে সাহায্য করতে হবে। তা না হলে এই নির্বাচন সম্ভব নয়। তবে এদিনের শুনানিতে পঞ্চায়েত নির্বাচনের দফা বাড়ানো নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

এদিনের সওয়াল জবাবের সময়ে, গত ২৪ জুন কমিশনের চিঠি প্রসঙ্গ উঠে আসে। সেখানে কমিশনের চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানতে চেয়েছিল, রাজ্যে আসা বাহিনী কীভাবে কাজ করবে? ‘স্ট্যাটিক’ থাকবে না বুথে থাকবে অর্থাৎ বাহিনীর ব্যবহার কী হবে? সেই চিঠির কোনও উত্তর কমিশনের তরফে মেলেনি। কেবল কোন জেলায় কত বাহিনী দরকার, সেই তথ্য জানানো হয়েছে। সেই বিষয়টি এদিন আদালতে উল্লেখ করা হয়।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours