সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে একডজন ম্যাচে ক্লিনশিট রেখেছিল ভারত। ১২টির মধ্যে ১১টি ম্যাচই জিতেছিল। একটি গোলশূন্য ড্র হয়েছিল।

Indian Football: সাফের সেমিতে ভারতের সামনে 'অতি চেনা' প্রতিপক্ষআনোয়ারকে ভরসা দিচ্ছেন সিনিয়ররা।

পাকিস্তান ও নেপালকে হারিয়ে ভারত আগেই সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কুয়েতের বিরুদ্ধে ড্র করে ভারত। শেষ ম্যাচে কুয়েতকে হারাতে পারলে গ্রুপ সেরা হতে পারত ভারত। যদিও দ্বিতীয় স্থানে শেষ করে। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে হবে, নিশ্চিত হল এ দিন। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে অতি চেনা প্রতিপক্ষ লেবাননের বিরুদ্ধে খেলবে ভারত। মলদ্বীপকে ১-০ ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লেবানন। বিস্তারিত জেনে নিন এর এই প্রতিবেদনে।


সাফ চ্যাম্পিয়নশিপের আগেই ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ভারতীয় ফুটবল দল। গ্রুপে লেবাননের বিরুদ্ধে এক বার মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হয়। তবে ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে লেবাননের মতো শক্তিশালী দলকে ২-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। অল্প সময়ের ব্যবধানেই ফিফা ক্রমতালিকায় এগিয়ে থাকা লেবাননের বিরুদ্ধে তৃতীয় বার নামতে চলেছে ভারত। ১ জুলাই সেমিফাইনাল।

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে একডজন ম্যাচে ক্লিনশিট রেখেছিল ভারত। ১২টির মধ্যে ১১টি ম্যাচই জিতেছিল। একটি গোলশূন্য ড্র হয়েছিল। দীর্ঘ সময় পর কুয়েতের বিরুদ্ধে অবশ্য ক্লিনশিট ধরে রাখতে ব্যর্থ। যদিও এতে কুয়েতের কৃতিত্ব নেই বললেই চলে। বল ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল ভারতের তরুণ ডিফেন্ডার আনোয়ার আলির।


ভারত অধিনায়ক সুনীল ছেত্রী বরাবরই টিম গেমের কথাই বলে থাকেন। আনোয়ারের আত্মঘাতী গোল প্রসঙ্গে বলেন, ‘গোলটি আনোয়ার করেনি, ভারত করেছে। এটা আত্মঘাতী গোল। এমনটা যে কারও ক্ষেত্রেই হতে পারে। আমরা যথেষ্ঠ পেশাদার ফুটবলার, পুরনো কথা নিয়ে বেশি ভেবে লাভ নেই। ও একটা বাচ্চা ছেলে। ও ঘুরে দাঁড়াবে। সকলেই ওর পাশে আছি।’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours