চলতি বছরেই পুজোর আগে কিংবা পুজোর পর হাওড়া ময়দান থেকে চালু হয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। এই স্টেশনে ২০ থেকে ২৫ মিনিট ছাড়া প্রতিটা মেট্রো থেকে প্রায় আড়াই হাজার যাত্রী নামবেন বলে মনে করছে হাওড়া জেলা প্রশাসন।

Howrah Maidan Metro: শেষ হতে চলেছে প্রতীক্ষা, পুজোর মধ্যেই হাওড়া ময়দান থেকে মেট্রো চালুর সম্ভাবনাপুজোর মধ্যে শুরু হয়ে যেতে পারে পরিষেবা
হাওড়া: চলতি বছরেই পুজোর আগে কিংবা পুজোর পরেই হাওড়া ময়দান (Howrah Maidan Metro) থেকে চালু হয়ে যাচ্ছে বহু প্রতীক্ষিত মেট্রো (Metro Rail) পরিষেবা। এদিকে এই স্টেশনে ২০ থেকে ২৫ মিনিট ছাড়া প্রতিটা মেট্রো থেকে প্রায় আড়াই হাজার যাত্রী নামবেন বলে মনে করছে হাওড়া জেলা প্রশাসন। তাই হাওড়া ময়দান চত্বরে এই বিপুল সংখ্যক মানুষের সমাগমে কীভাবে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হবে কিংবা স্টেশন চত্বরে কোথায় পার্কিং থাকবে তা নিয়ে এবার নানা পরিকল্পনা ও সার্ভে শুরু করে দিল হাওড়া জেলা প্রশাসন। এই কাজের জন্য হাওড়া ময়দানে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকা পরিদর্শন করলেন হাওড়ার জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী-সহ জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকরা। 


পাশাপাশি সোম ও মঙ্গলবার কাজের দিন হাওড়া ময়দান চত্বরে ভিড় এড়াতে মঙ্গলাহাটকে ওই দু’দিনের পরিবর্তে শনি ও রবিবার করা যায় কি না তা নিয়ে শুক্রবার হাওড়া পুরসভায় হাট ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করলেন মুখ্য প্রশাসক সুজয় চক্রবর্তী। জেলা প্রশাসনের তরফে সুজয়বাবু হাট ব্যবসায়ীদের সঙ্গে এই বৈঠক করেন। এই প্রসঙ্গে এদিন সুজয়বাবু বলেন, ‘‘মেট্রো চালু হলে কাজের দিন অতিরিক্ত ভিড় এড়াতেই মঙ্গলাহাটের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে ব্যবসায়ীদের কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। আলোচনা সদর্থক, তবে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি।’’
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours