ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে চিঠি লেখেন অভিষেক। ২ পাতার চিঠির সঙ্গে ১৩ পাতার হাইকোর্টের নির্দেশও উল্লেখ করেন তিনি।

Abhishek Banerjee: অভিষেকের চিঠির জবাব ইডির, নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব বলে জানাল এজেন্সিঅভিষেক বন্দ্যোপাধ্যায়
কলকাতা: জিজ্ঞাসাবাদ নিয়ে অভিষেক বন্দ্যেপাধ্যায়ের (Abhishek Banerjee) চিঠির উত্তর দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। জানাল, শুধু কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গেই নয়, নিয়োগ দুর্নীতি মামলাতেও তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছিল। গত ১৩ জুন ইডির দফতরে তলব করা হয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই হাজিরা এড়িয়ে যান তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। পাল্টা ইডির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সম্বোধন করে চিঠি লেখেন অভিষেক।


২ পাতার চিঠির সঙ্গে ১৩ পাতার হাইকোর্টের নির্দেশও যুক্ত করেন তিনি। সেখানেই অভিষেক লিখেছিলেন, তাঁর ২৯ মার্চের ‘পাবলিক স্পিচ’ নিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলেছিল আদালত। কিন্তু এরপর ইডি তাঁর কাছে যে তথ্য় চেয়েছে, তার সঙ্গে ওই জনসভায় বক্তৃতার কোনও সম্পর্ক নেই। তিনি ইডির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিলেন তদন্তের অভিপ্রায় নিয়ে। এদিন ইডি চিঠি দিয়ে জানাল, শুধু কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গেই তাঁকে তলব নয়, সামগ্রিক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়।

১৩ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছিল। যদিও এ সংক্রান্ত চিঠি হাতে পাওয়ার পরই অভিষেক জানিয়েছিলেন, তিনি নবজোয়ার কর্মসূচিতে ব্যস্ত। তাই এখন তিনি যেতে পারবেন না। একইসঙ্গে তৃণমূল সাংসদের বক্তব্য ছিল, নবজোয়ারের পর ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। তাই আপাতত তিনি হাজিরা দিতে পারছেন না।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours