রেল সূত্রে জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে ৭টি কামরা। মাত্র ২টি কামরা ট্রাকের উপরে ছিল।

Coromandel Express Accident: সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গিয়েছে ৭টি কামরা, লাইনচ্যুত করমণ্ডলের ১৩ কামরা, জানাল রেল মন্ত্রকছবি:PTI



ভুবনেশ্বর: সিগন্যালিংয়ের সমস্যা নাকি যান্ত্রিক ত্রুটি, কী কারণে ওড়িশার বালেশ্বরে ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটেছে, তার উত্তর এখনও অজানা। শুক্রবার সন্ধে ৭টায় ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। পরপর সংঘর্ষ হয় করমণ্ডল এক্সপ্রেস, ডাউন হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস ও মালগাড়ির। তিনটি ট্রেনের সংঘর্ষে মালগাড়ির উপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন। বেশ কিছু কামরা লাইনচ্যুত হয়ে পড়ে যায় পাশের নয়ানজুলিতে। দুর্ঘটনাস্থলে এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যে কোন ট্রেনের কতগুলি কামরা লাইনচ্যুত হয়েছে, তা বোঝা দায়। অবশেষে জানা গেল, যাত্রীবাহী দুটি ট্রেনের মধ্যে কতগুলি কামরা লাইনচ্যুত হয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেসের ১৩টি কামরা লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে ৭টি কামরা। মাত্র ২টি কামরা ট্রাকের উপরে ছিল। উল্টোদিকে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়েছে, যেগুলি নয়ানজুলিতে পড়ে গিয়েছিল।

এখনও উদ্ধারকাজ জারি রয়েছে বালেশ্বরে। উল্টে যাওয়া ট্রেনের কামরাগুলি এখনও একই অবস্থায় পড়ে রয়েছে গতকাল থেকে।উদ্ধারকাজ শেষ হওয়ার পর লাইন থেকে দুর্ঘটনাগ্রস্ত কামরাগুলি সরানো হবে।


রেল মন্ত্রক সূত্রে খবর, মোট হতাহতের সংখ্যা ১০৯১। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮৮ জনের। গুরুতর আহত ৫৬ জন। অল্প বিস্তর আহত হয়েছেন ৭৪৭ জন। এখনও অবধি পশ্চিমবঙ্গের ৩১ জনের বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত ৫৪৪ জন। আহতদের মধ্যে ২৫ জন ওড়িশার হাসপাতালে ভর্তি রয়েছে, রাজ্যের হাসপাতালে ভর্তি করানো হয়েছে ১১ জনকে। বিআর সিং, এম আর বাঙুর সহ একাধিক হাসপাতালে আহতদের ভর্তি করানো হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours