একটি বড় আকারের বাঘ নিজের সামনের ২ পা তুলে ধরে বাসের উপরে। তখন বাসটি ধীরে ধীরে চলতে শুরু করে। বাসের উপরে ২ পা তুলে এগিয়ে যেতে থাকে বাঘও। তখন বাকি তিন বাঘ বাঘের আশপাশেই ঘুরছে।
Viral Video: পর্যটক ভর্তি বাস ঘিরে ধরল বাঘেরা! দেখুন হাড়হিম করা ভিডিয়োবাঘের কীর্তি



নয়াদিল্লি: জঙ্গল সাফারিতে গিয়ে অনন্য অভিজ্ঞতার সাক্ষী থাকলেন পর্যটকরা। খাঁচায় ঘেরা বাসে করে জঙ্গলের রাস্তা দিয়ে সাফারিতে গিয়েছিলেন পর্যটকরা। তখন সেখানে চলে আসে বেশ কয়েকটি বাঘ। জঙ্গলের মধ্যে চারটি বাঘ ঘিরে ধরেছিল বাসটিকে। বাসের ভিতরে থাকা পর্যটকরা তো জানলার কাছে এসে দেখছিলেন বাঘের কীর্তি। একটি বড় আকারের বাঘ নিজের সামনের ২ পা তুলে ধরে বাসের উপরে। তখন বাসটি ধীরে ধীরে চলতে শুরু করে। বাসের উপরে ২ পা তুলে এগিয়ে যেতে থাকে বাঘও। তখন বাকি তিন বাঘ বাঘের আশপাশেই ঘুরছে। এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। যা এখন ভাইরাল।


জঙ্গল সাফারিতে বাসের কাছে বাঘের ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। তা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা। কেউ বলছেন, “কী ভয়ানক দৃশ্য।” একজন বলেছেন, “শিহরণ জাগানো ঘটনা।” কেউ আবার স্বচক্ষে এই ঘটনার সাক্ষী থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। আপলোড করার এক দিনের মধ্যেই এই ভিডিয়ো দেখা হয়েছে ৮০ হাজার বার। তবে এই ঘটনা কোথায় ঘটেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। যেমন জানা যায়নি কবে এই ঘটনা ঘটেছে।

এ বছর শুরুতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের অফিসার সুশান্ত নন্দা একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন। সেই ভিডিয়োটি উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কের। সেখানে রেগে যাওয়া একটি বাঘ জঙ্গল সাফারিতে যাওয়া পর্যটকদের তাড়া করেছিল।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours