প্রতিটি জেলার জন্য ১ কোম্পানি করে অর্থাৎ মোট ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে।

West Bengal Panchayat Polls: কমিশনের চিঠি পেয়েই বাংলায় ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে কেন্দ্রফাইল ছবি
কলকাতা: গত কয়েকদিন ধরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়ে চলেছে আইনি লড়াই। মঙ্গলবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পর আর দেরি করেনি রাজ্য নির্বাচন কমিশন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাহিনী পাঠানোর জন্য আবেদন করে। আর সেই আবেদন পেয়েই কেন্দ্র ২২ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে রাজ্যে। বুধবার থেকেই বাহিনী নামবে বলে জানা গিয়েছে। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিরোধী দলগুলি। হাইকোর্ট বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য নির্বাচন কমিশন। সেখানেও কমিশনের সব যুক্তি খারিজ হয়ে যায়। এরপরই বাহিনী মোতায়েন করার প্রক্রিয়া শুরু হয়।


প্রতিটি জেলার জন্য ১ কোম্পানি করে অর্থাৎ মোট ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর অনুরোধ জানানো হয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে। মঙ্গলবার বিকেলেই স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২২ কোম্পানির মধ্যে থাকছে ৮ কোম্পানি বিএসএফ, ৬ কোম্পানি সিআরপিএফ, ৪ কোম্পানি এসএসবি, ৪ কোম্পানি আইটিবিপি। এর মধ্যে ৬ কোম্পানি সিআরপিএফ আসছে জঙ্গলমহল থেকে। বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও জেলা পঞ্চায়েত অফিসারদের সঙ্গে যোগাযোগ করে রিপোর্ট তৈরি করতে হবে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours