ধোনি যে গেম খেলতে খুবই ভালবাসেন, তা অনেকেরই জানা। কিন্তু তিনি যে Candy Crush-ও খেলেন, তা অনেকেরই ধারণার বাইরে ছিল। মুহূর্তে গেমটি টুইটার-সহ অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল হতে থাকল।

MS Dhoni-কে খেলতে দেখেই উঠল ঝড়! 3 ঘণ্টায় ভারতে Candy Crush অ্যাপ 30 লাখ ডাউনলোড, সত্যি নাকি?ধোনিকে খেলতে দেখার পর এত ডাউনলোড? সত্যিই কি তাই?
Candy Crush Huge Download: তিনি যা করেন, তাই ট্রেন্ড। এহেন মহেন্দ্র সিং ধোনি যখন Candy Crush-এর মতো গেম খেলেন, তখন অবস্থাটা কী হতে পারে আপনার কোনও ধারণা আছে? ডাউনলোড, আরও ডাউনলোড, ঝড়ের গতিতে ডাউনলোড। MS Dhoni-র সাম্প্রতিক তম ফ্লাইট-যাত্রার একটি ভিডিয়ো নেটপাড়ার অলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছে। সেখানে নজরে এসে মাহির ট্যাবলেট। আর সেই ট্যাবলেট থেকে গেম খেলছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। ধোনি যে গেম খেলতে খুবই ভালবাসেন, তা অনেকেরই জানা। কিন্তু তিনি যে Candy Crush-ও খেলেন, তা অনেকেরই ধারণার বাইরে ছিল। মুহূর্তে গেমটি টুইটার-সহ অন্যান্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ভাইরাল হতে থাকল। অ্যাপ স্টোরে এই গেম ডাউনলোডের ঝড় উঠল মুহূর্তে।


ফ্লাইটে ঠিক কী ঘটেছিল


ফ্লাইটে সে সময় মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সাক্ষী। তখন একজন এয়ার হস্টেস আসেন এবং সাক্ষীকে চকোলেট ভর্তি একটি ট্রে অফার করেন। ধোনি মুচকি হাসেন। এবং সেই চকোলেট ভর্তি ট্রে থেকেই একটি তুলে নেন। ঠিক তখনই মাহিরা ট্যাবলেটটি প্রকাশ্যে আসে। যাঁর সবকিছুই ট্রেন্ড আর স্টাইল স্টেটমেন্ট হতে থাকে, তাঁর ট্যাবলেটের একঝলক দেখার পরে মানুষজন অবাক হয়ে যান। যাঁরা Candy Crush নিয়মিত খেলেন, আর সেই গেম খেলার জন্য যাঁরা তাঁদের এতদিন ধরে খোঁটা দিয়ে আসছিল, তাঁদের উদ্দেশ্যে বলতে থাকেন, ‘শুধু আমি নয়। মাহিও ক্যান্ডি ক্রাশ খেলেন।’ আর যাঁদের এই গেমের সঙ্গে দূর-দূরান্তেও কোনও সম্পর্ক ছিল না, তাঁরা গেমটি ডাউনলোড করে ফেলেন।

ক্যান্ডি ক্রাশ নাকি পেট রেসকিউ সাগা

তাঁর নাম মাহি। তিনি ছক্কা হাঁকাতে শুরু করলে যেমন, ‘মাহি মার রহা হ্যয়’ একটা হিট ডায়লগ হয়ে যায়। তেমনই আবার লোকচক্ষুর অন্তরালে থাকা একটা গেমিং অ্যাপ তিনিই খেললে, তা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। মাহি এমনই এক ঝড়ের নাম। ধোনিকে ক্যান্ডি ক্রাশ খেলতে দেখার পরে সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। টুইটারে ট্রেন্ড করতে শুরু করে #CandyCrush। তবে, কেউ কেউ আবার এ-ও দাবি করেছেন, ধোনি যে গেমটি খেলছিলেন তা Candy Crush নয়। সেটি Pet Rescue Saga, যা আর একটি জনপ্রিয় ভিডিয়ো গেম।

3 ঘণ্টায় 30 লাখ ডাউনলোড

সে যাই হোক না কেন! #CandyCrush টুইটারে ট্রেন্ড করে থাকে এবং মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে গেমটি 3 মিলিয়ন বা 30 লাখ নতুন ব্যবহারকারীকে নিজেদের ঝুলিতে ভরে নেয়! এত কম সময়ের ডাউনলোডের এহেন রমরমার কারণে Candy Crush গেমিং কর্তৃপক্ষও মহেন্দ্র সিং ধোনিকে ধন্যবাদ জানায়। তারা টুইটারে লেখে, ‘ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে অনেক ধন্যবাদ! আমরা ভারতে ট্রেন্ড করছি শুধু আপনার জন্য।’ ক্যান্ডি ক্রাশ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মহেন্দ্র সিং ধোনিকে খেলতে দেখে ভারত থেকে এই গেমটি 3 ঘণ্টায় 30 লাখ ডাউনলোডের নজির সৃষ্টি করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours