গঙ্গাসাগর মেলার কচুবেড়িয়ার মেলা পয়েন্টে পুলিশের অস্থায়ী ক্যান্টিনে ভয়াবহ আগুন
গঙ্গাসাগরের হেলিপ্যাড ময়দান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে অসুস্থ এক পুণ্যার্থীকে কলকাতায় পাঠানো হলো
গঙ্গাসাগর মেলায় নজরদারিতে থাকছে NDRF-এর মহিলা কর্মীরা
গঙ্গাসাগরের সমুদ্র তটে সাংস্কৃতিক মঞ্চে কৃষ্ণ নামে মাতিয়ে দিলেন বিদেশী ভক্তরা
গঙ্গাসাগর মেলায় নিরাপত্তার পাশাপাশি স্বচ্ছতার ওপর বিশেষ জোর দিল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।
গত বছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিলে মোট জিএসটি আয় হয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার ৫৪০ কোটি টাকা। সুতরাং গত বছরের তুলনায় এবছর জিএসটি আয় ১৯ হাজার ৪৯৫ কোটি টাকা অর্থাৎ ১২ শতাংশ
নয়া দিল্লি: ফের পণ্য ও পরিষেবা কর, GST-তে রেকর্ড আয় কেন্দ্রের। চলতি বছরের এপ্রিলে কেন্দ্রের মোট জিএসটি আয় হয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকা। যা এখনও পর্যন্ত রেকর্ড। সোমবার, ১ মে অর্থমন্ত্রকের (Finance Ministry) তরফে বিবৃতি দিয়ে চলতি বছরের এপ্রিল মাসের GST আয়ের এই তথ্য প্রকাশ করা হয়েছে।
অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, ২০২৩ সালের এপ্রিলে মোট জিএসটি আয় হয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকা, এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড। গত বছর অর্থাৎ ২০২২ সালের এপ্রিলে মোট জিএসটি আয় হয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার ৫৪০ কোটি টাকা। সুতরাং গত বছরের তুলনায় এবছর জিএসটি আয় ১৯ হাজার ৪৯৫ কোটি টাকা অর্থাৎ ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অর্থমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এবছরের মোট জিএসটি আয় ১ লক্ষ ৮৭ হাজার ৩৫ কোটি টাকার মধ্যে CGST রয়েছে ৩৮ হাজার ৪৪০ কোটি, SGST রয়েছে ৪৭ হাজার ৪১২ কোটি, IGST রয়েছে ৮৯ হাজার ১৫৮ কোটি (আমদানিকৃত পণ্যের থেকে প্রাপ্ত ৩৪ হাজার ৯৭২ কোটি) এবং সেস ১২ হাজার ২৫ কোটি (আমদানিকৃত পণ্য থেকে প্রাপ্ত ৯০১ কোটি) টাকা।
অর্থমন্ত্রক সূত্রে আরও জানা গিয়েছে, চলতি বছরের মার্চে মোট ৯ কোটি ই-বিল পাশ হয়েছে। যেখানে একমাস আগে, ফেব্রুয়ারিতে ৮.১ কোটি ই-বিল পাশ হয়েছিল। অর্থাৎ অনলাইন মোডে ই-বিল দেওয়ার হার ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবার চলতি বছরের এপ্রিলে দৈনিক সর্বাধিক কর সংগ্রহ হয়েছে ২০ তারিখ। সেদিন মোট ৯.৮ লক্ষ লেনদেনের মাধ্যমে ৬৮ হাজার ২২৮ কোটি টাকা কর সংগ্রহ হয়েছে। গত বছরও ২০ এপ্রিল সর্বাধিক কর সংগ্রহ হয়েছিল। তবে তার পরিমাণ ছিল তুলনামূলকভাবে কম। ৯.৬ লক্ষ লেনদেনের মাধ্যমে কর সংগ্রহ হয়েছিল ৫৭ হাজার ৮৪৬ কোটি টাকা।
Post A Comment:
0 comments so far,add yours