সূত্রের খবর, শুক্রবার বিকেল পাঁচটার সময় টিটাগড়ে অবস্থিত তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা অফিসে এই বৈঠক ডাকা হয়েছে।

Barrackpur TMC: ব্যারাকপুরে তৃণমূলের মেগা বৈঠক, উচ্চ-নেতৃত্বের গোষ্ঠী কোন্দল থামাতে কি দেওয়া হবে বার্তা?তৃণমূলের বৈঠক



ব্যারাকপুর: ব্যারাকপুর সাব ডিভিশনে তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠক। আগামী ২ জুন এই মেগা বৈঠক হবে। উপস্থিত থাকবেন অর্জুং সিং, সৌগত রায়। থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য, পার্থ ভৌমিক। এছাড়াও থাকছেন শাসকদলের ১৪ জন বিধায়ক ও ১৩টি পুরসভার কাউন্সিলর-চেয়ারম্যান।


সূত্রের খবর, শুক্রবার বিকেল পাঁচটার সময় টিটাগড়ে অবস্থিত তৃণমূলের ব্যারাকপুর সাংগঠনিক জেলা অফিসে এই বৈঠক ডাকা হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ‘নব জোয়ারের’ প্রস্তুতির জন্য এই সভা ডাকা হয়েছে। তবে নব জোয়ারের প্রস্তুতির মধ্যেও বিভিন্ন বিধায়ক, পৌরসভার চেয়ারম্যানদেরও সভায় থাকতে অনুরোধ করা হয়েছে। তবে তৃণমূলের অন্দরে কান পাতলে শোনা যায়, বিগত কয়েকদিনে তৃণমূলের গোষ্ঠীকোন্দল, একে অপরের বিরুদ্ধে মুখ খোলা, এই সংক্রান্ত বিবাদ মিটিয়ে ফেলতে চান তৃণমূল নেতৃত্ব।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours