জফরাবাদে ঈশা-শুভঙ্কররা, মন দিয়ে শুনলেন ‘সর্বহারাদের’ কথা
বর্ডার এলাকার গ্রামবাসীর হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হোক: শুভেন্দু
জন আব্রাহমের আগে এক মডেলের সঙ্গে ৩ বছরের সহবাস বিপাশার! প্রেমের খেলা খেলে রাতারাতি চম্পট সেই বয়ফ্রেন্ড, তারপর…
বাটলারের জোশ! গরমের সঙ্গে দিল্লিকেও হেলায় হারাল গুজরাট টাইটান্স
আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি’, অরিন্দম শীলের মন্তব্যে বিস্ফোরক দেবলীনা
অনাথ শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার সম্পূর্ণ দায়িত্বও নিয়েছেন তিনি। প্রসঙ্গত, বিহারের এই স্কুলের পাশাপাশি সোনু দেশের আরও ১০ হাজার ছেলে-মেয়ের পড়াশোনার দায়িত্ব নিয়েছেন।
Sonu Sood: বিহারের ১১০ অনাথ শিশুর অভিভাবক সোনু সুদ, এবার স্কুল গড়ার সংকল্প অভিনেতারবলিউড অভিনেতা সোনু সুদ
করোনার (Covid 19) থাবায় যখন গোটা বিশ্ব জর্জরিত, তখন ভগবানের মতো গরীব মানুষের ‘মসিহা’ হয়ে উঠেছিলেন বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। ভগবানই বটে! লক্ষ-লক্ষ পরিযায়ী মানুষকে ঘরে ফেরানোর দায়িত্ব নিয়ে রাতারাতি গরীবের ভগবান হয়ে উঠেছিলেন সোনু। শুধু তাই-ই নয়, বাড়িয়েছিলেন আর্থিক সাহায্য়ের হাতও। পাশাপাশি দুস্থ শিশুদের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন। এবার বিহারে (Bihar) স্কুল গড়ার কাজে নেমেছেন সোনু। ১১০ জন অনাথ শিশুর মুখে অন্ন তুলে দেওয়ার সংকল্প করেছেন তিনি।
বলিউডের পরিচিত মুখ সোনু। শুধু বলিউডেই নয়, কাজ করেছেন দক্ষিণী ছবিতেও। তবে বড় পর্দায় কাজের থেকেও তাঁর বেশি পরিচিতি সমাজকল্যানমূলক কাজের সৌজন্যেই। অতিমারীর সময় মুশকিল আসানের দূত হয়ে হাজির হয়েছিলেন তিনি। নিজের সবটুকু সঞ্চয় দিয়ে পাশে দাঁড়িয়েছেন অসহায় মানুষের। দুস্থ শিশুদের পড়াশোনার দায়ভারও কাঁধে তুলে নিয়েছিলেন সোনু। এবার তাঁদের জন্য আস্ত স্কুল গড়ার কাজে হাত লাগালেন তিনি। সোনু এখন বিহারের ভবিষ্যত গড়ার কারিগর। বিগত কয়েক বছরে অভিনেতা শিশুদের পড়াশোনার জন্য যা করেছেন, সেই অবদানের কথা মাথায় রেখেই বিহারের কাটিহারে সোনুর নামে তৈরি হয়েছে একটি স্কুল। বীরেন্দ্র কুমার মাহাতো নামে এক ইঞ্জিনিয়ারের উদ্যোগেই গড়ে উঠেছে এই স্কুল। মূলত অনাথ শিশুদের জন্য়ই তিনি এই স্কুলটি তৈরি করেছেন। চাকরি ছেড়ে এই অনাথ শিশুদের সঙ্গে দিন কাটাচ্ছেন বীরেন্দ্র।
Post A Comment:
0 comments so far,add yours