হাড্ডাহাড্ডি ফাইনাল খেলতে নামার আগে আচমকাই অবসর ঘোষণা ধোনির দলের গুরুত্বপূর্ণ সদস্যের। কিছুক্ষণ পরই মাঠে নামবে দল। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ছাড়ার কথা ঘোষণা করলেন এই তারকা ক্রিকেটার। চেন্নাই দলের গুরুত্বপূর্ণ সদস্যের এমন ঘোষণায় হঠাৎই ভেঙে পড়েছেন ভক্তরা।
IPL 2023 : ফাইনালের কয়েক মিনিট আগে বড় ধাক্কা, হঠাৎ অবসর ঘোষণা ধোনির দলের গুরুত্বপূর্ণ সদস্যেরফাইনালের কয়েক মিনিট আগে বড় ধাক্কা, হঠাৎ অবসর ঘোষণা ধোনির দলের গুরুত্বপূর্ণ সদস্যের
আমদাবাদ : আর কিছুক্ষণ পরই শুরু আইপিএলের মেগা ফাইনাল (IPL 2023 Final)। আমেদাবাদে মেগা ফাইনালে মুখোমুখি গুজরাট টাইটান্স (Gujarat Titans) আর চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। হেভিওয়েট ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। নরেন্দ্র মোদী স্টেডিয়ামের টিকিটও আগেই ফুরিয়ে গিয়েছে। হাইভোল্টেজ ফাইনাল দেখতে ইতিমধ্যেই গ্যালারিতে ভিড় করেছেন দর্শকরা। একদিকে শুভমন গিল, হার্দিক পান্ডিয়া, রশিদ খান। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড়, রবীন্দ্র জাডেজা। জমজমাট ফাইনাল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা। হাড্ডাহাড্ডি ফাইনাল খেলতে নামার আগে আচমকাই অবসর ঘোষণা ধোনির দলের গুরুত্বপূর্ণ সদস্যের। কিছুক্ষণ পরই মাঠে নামবে দল। তার আগেই সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ছাড়ার কথা ঘোষণা করলেন এই তারকা ক্রিকেটার। চেন্নাই দলের গুরুত্বপূর্ণ সদস্যের এমন ঘোষণায় হঠাৎই ভেঙে পড়েছেন ভক্তরা। বিস্তারিত জেনে নিনএর এই প্রতিবেদনে।
মেগা ফাইনালে মাঠে নামার আগে অবসর ঘোষণা অম্বাতি রায়াডুর। জাতীয় দল থেকে আগেই অবসর নেন। তবে আইপিএলে খেলা চালিয়ে যেতেন তিনি। এ বার দেশের অন্যতম জনপ্রিয় টি-টোয়েন্টি লিগেও দেখা যাবে না তাঁকে। আজই শেষ বারের জন্য নামছেন মাঠে। ১৪ বছর ধরে আইপিএল খেলার পর অবশেষে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। সোশ্যাল মিডিয়াতেই অবসরের কথা জানান রায়াডু।
টুইটারে লেখেন, ‘২টো মহান দল মুম্বই ইন্ডিয়ান্স আর চেন্নাই সুপার কিংস। ২০৪ ম্যাচ, ১৪ মরসুম, ১১ প্লে অফ, ৮ ফাইনাল, ৫টা ট্রফি। আশা করি আজ হয়তো ষষ্ঠ ট্রফিটা আসবে। আজকের ম্যাচই আইপিএল কেরিয়ারে আমার শেষ ম্যাচ। এই টুর্নামেন্টে এত বছর ধরে খেলে বেশ উপভোগ করেছিল। সবাইকে ধন্যবাদ। আর ফিরব না।’
২০১০ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছেন রায়াডু। এরপর যোগ দেন চেন্নাই সুপার কিংসে। মুম্বইয়ের জার্সিতে জিতেছেন ৩টে ট্রফি। চেন্নাইয়ের হয়ে জিতেছেন ২টো আইপিএল। ২০১৯ সালে একদিনের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার পরই অভিমানে জাতীয় দল থেকে অবসর নেন রায়াডু। ২০১৮ সালে প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় জানান। ছোট ফরম্যাটে খেলার জন্যই সেই সিদ্ধান্ত নিয়েছিলেন। ভারতীয় দলে চার নম্বরে সাধারণত ব্যাটিং করতেন রায়াডু। দেশের হয়ে ৫৫টা একদিনের ম্যাচে ১ হাজার ৬৯৪ রান রয়েছে তাঁর ঝুলিতে। রয়েছে ৩টে সেঞ্চুরি। ৬টা টি-টোয়েন্টিতে করেছেন ৪২ রান।
Post A Comment:
0 comments so far,add yours