গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে একটা মিলও রয়েছে। গুজরাট টাইটান্স যেমন প্লে-অফের আগে তিন বারের সাক্ষাতেই চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল, তেমনই লখনউ সুপার জায়ান্টসও এখনও অবধি তিন বারের সাক্ষাতেই মুম্বইকে হারিয়েছে।

LSG vs MI IPL 2023 Match Prediction : হারলেই বিদায়, কার হাসি মিলিয়ে যাবে!
Image Credit Source: Twitter
Follow us on

google-news-icon
ভাই হার্দিক পান্ডিয়া গ্রুপ পর্বে টপ করেছিলেন। যদিও প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে হার। আপাতত ওয়েটিং লিস্টে। আজ নামছেন দাদা ক্রুনাল পান্ডিয়া। হার্দিকদের কাছে দ্বিতীয় সুযোগ আছে। ক্রুনালের কাছে নেই। এলিমিনেটর ম্যাচ। লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে যে হারবে, সেই দলের বিদায়। গত বার প্লে-অফ অবধিও উঠতে পারেনি আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও তাদের রাস্তা খুবই কঠিন ছিল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ জিতে অপেক্ষায় থাকতে হয়েছিল। গুজরাট টাইটান্সের কাছে আরসিবির হারে প্লে-অফ নিশ্চিত হয় রোহিতদের। এ বার অবশ্য নিজেদের লড়াই। সপ্তম বার ফাইনালে যেতে হলে, লখনউয়ের বিরুদ্ধে জিততেই হবে। এরপর দ্বিতীয় ধাপে অপেক্ষা করছে গুজরাট টাইটান্স। হারলে, এ বারের মতো বিদায় হয়ে যাবে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স এলিমিনেটর ম্যাচ 


এ বারের মরসুমে একবারই মুখোমুখি হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে জিতেছিল লখনউ। লোকেশ রাহুল টুর্নামেন্টের মাঝপথেই চোটে ছিটকে যান। লখনউ সুপার জায়ান্টসের নেতৃত্বের দায়িত্ব ওঠে ক্রুনাল পান্ডিয়ার কাঁধে। যে চারটি দল প্লে-অফে উঠেছে, তার মধ্যে সবচেয়ে কম গ্ল্যামারাস দল লখনউ। না তো এই টিমে কোনও সুপারস্টার রয়েছে, না তো ভবিষ্যৎ তারকা! শেষ ম্যাচে ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাত্র ১ রানে কোনওরকমে জয়। সেই ম্যাচে হারলে প্লে-অফও অনিশ্চিত হত। তবে টিম গেমে নজর কেড়েছে লখনউ। কোনও ম্যাচে মার্কাস স্টইনিস, কখনও বা মহসিন খান, আবার কখনও নিকোলাস পুরান। কেউ না কেউ ঠিক দায়িত্ব নিয়েছেন। এলিমিনেটরে সেটাই যেন ভরসা ক্রুনাল পান্ডিয়ার। দলের তথকথিত তারকা ক্রিকেটার লোকেশ রাহুলকে ছাড়াই প্লে-অফ অবধি পৌঁছেছে লখনউ। এখান থেকে আর তিনটে ধাপ, হয়তো ট্রফিও আসতে পারে। আপাতত নজরে মুম্বই ম্যাচ।


রোহিত শর্মার নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স টুর্নামেন্টের সবচেয়ে সফল দল। ৬ বার ফাইনালে উঠে পাঁচ বারই চ্যাম্পিয়ন। পাঁচটি ট্রফিই এসেছে রোহিতের নেতৃত্বে। গত মরসুম হতাশার কেটেছিল। এ বারও স্টারের অভাব নেই। রোহিত শর্মা রানে ফিরেছেন। সূর্যকুমার যাদব দুর্দান্ত ফর্মে। তবে বোলিং আক্রমণ চিন্তার অন্যতম কারণ। গুজরাট টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসের মধ্যে একটা মিলও রয়েছে। গুজরাট টাইটান্স যেমন প্লে-অফের আগে তিন বারের সাক্ষাতেই চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল, তেমনই লখনউ সুপার জায়ান্টসও এখনও অবধি তিন বারের সাক্ষাতেই মুম্বইকে হারিয়েছে। এটাই যেন কিছুটা চিন্তার বিষয় হতে পারে লখনউয়ের জন্য। চেন্নাই পরিসংখ্যান বদলে দিয়েছে, মুম্বইও পরিসংখ্যান বদলে দেবে না তো!
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours