মিথ্যে প্রতিশ্রুতি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। দিলেন বাংলা সিনেমারই জনপ্রিয় নায়ক জিতু কামাল। যদিও সবটা ধরে ফেললেন শ্রাবন্তী। তারপর কী হল? পুরোটাই ধরা পড়েছে এক ভিডিয়োতে। আর সেই ভিডিয়ো সামনে আসতেই জলের মতো পরিষ্কার হয়েছে গোটা বিষয়টা।
Srabanti Chatterjee: শ্রাবন্তীকে মিথ্যে প্রতিশ্রুতি টলি-অভিনেতার! পড়লেন ধরাও...শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
Follow us on
google-news-icon
মিথ্যে প্রতিশ্রুতি শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে। দিলেন বাংলা সিনেমারই জনপ্রিয় নায়ক জিতু কামাল। যদিও সবটা ধরে ফেললেন শ্রাবন্তী। তারপর কী হল? পুরোটাই ধরা পড়েছে এক ভিডিয়োতে। আর সেই ভিডিয়ো সামনে আসতেই জলের মতো পরিষ্কার হয়েছে গোটা বিষয়টা। এই মুহূর্তে লন্ডনে জিতু ও শ্রাবন্তী। অংশুমান প্রত্যুষের আগামী ছবি ‘বাবুসোনা’তে অভিনয় করছেন তাঁরা। দেখা যাবে জুটি হিসেবেও। লন্ডনের রাস্তায় জমে উঠেছে তাঁদের রোম্যান্স। আর জিতুও রিল ভিডিয়োতে ক্রমশ হয়ে উঠছেন পটু। আর এরকমই এক রিলসে জিতু শ্রাবন্তীর দিকে রোম্যান্টিক মেজাজে গাইতে শুরু করেন সুনীল শেট্টি ও শিল্পা শেট্টির সেই আইকনিক গান– ‘তুম যো কেহদো তো চাঁদ তারো কো…’।
Post A Comment:
0 comments so far,add yours