প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরেই ভাঙল আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ। যার জেরে নওয়াদা-গুসকরা (Nawada-Guskara) স্টেশনের মাঝে থমকে গিয়েছে ট্রেনটি।
Train News: ফের ভাঙল এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ, বর্ধমান লাইনের রেল পরিষেবা ব্যাহতআপ সরাইঘাট এক্সপ্রেস।
বর্ধমান: ফের ব্যাহত ট্রেন পরিষেবা। ফের ভাঙল ট্রেনের প্যান্টোগ্রাফ। এবার আপ সরাইঘাট এক্সপ্রেস (UP Saraighat Express) ট্রেনের প্যান্টোগ্রাফ (Pantograph) ভাঙল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টির জেরেই ভাঙল আপ সরাইঘাট এক্সপ্রেস ট্রেনের প্যান্টোগ্রাফ। যার জেরে নওয়াদা-গুসকরা (Nawada-Guskara) স্টেশনের মাঝে থমকে গিয়েছে ট্রেনটি। মাঝপথে সরাইঘাট এক্সপ্রেস দাঁড়িয়ে পড়ায় বর্ধমান-রামপুরহাট লুপলাইনে ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে। ফলে চরম বিপাকে পড়েছেন আপ সরাইঘাট এক্সপ্রেসের যাত্রী সহ বর্ধমান-রামপুরহাট লুপলাইনের নিত্যযাত্রীরা।
Post A Comment:
0 comments so far,add yours