মুখে কালি মাখালেই ১ লাখ পুরস্কার! ‘ব্রাহ্মণ’ বিতর্কে বড় বিপাকে অনুরাগ কাশ্যপ
সত্যজিতের সিনেমায় একসঙ্গে উত্তম-সুচিত্রা-সৌমিত্র! চিত্রনাট্য লেখা হলেও স্রেফ একটা কারণেই তৈরি হল না সেই ছবি
চক্রান্ত হয়েছে, ফাঁস করব’, মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকায় মে মাসে যাচ্ছেন মমতা
অবৈধভাবে বসতি গড়তে চাইলে হিংসা চলবে’ – সোশ্যাল মিডিয়ায় হামলার দায় স্বীকার করল সন্ত্রাসী সংগঠন
সৌদি আরব থেকে শাহকে ফোন মোদীর, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে কড়া বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
কর্মসূচিতে কোন কোন ভিআইপি, মন্ত্রীরা আসছেন সেই তালিকা সাধারণত আগে থেকেই তৈরি থাকে। তারপরও কীভাবে অখিল গিরিকে চিনতে পারলেন না অভিষেকের নিরাপত্তারক্ষীরা ? উঠছে প্রশ্ন।
Akhil Giri: অভিষেককে স্বাগত জানাতে এসে জোর ধাক্কা খেয়ে রেগে আগুন অখিলঅভিষেককে স্বাগত জানাতে এসে নিরাপত্তারক্ষীদের ধাক্কা খেলেন অখিল, রুষ্ট মন্ত্রী
কাঁথি: নবজোয়ার কর্মসূচিতে বর্তমানে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipur) রয়েছেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Banerjee)। এরইমধ্যে নবজোয়ার কর্মসূচিতে চূড়ান্ত বিশৃঙ্খলা দেখা গেল কাঁথিতে। কারামন্ত্রী অখিল গিরিকে (Akhil Giri) ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল অভিষেকের নিরাপত্তীরক্ষীদের বিরুদ্ধে। কিন্তু, কেন এই ধাক্কা?
সূত্রের খবর, অভিষেকের নিরাপত্তারক্ষীরা মন্ত্রী অখিল গিরিকে চিনতে পারেননি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় যখন ঢুকছিল তখন তাঁকে স্বাগত জানানোর জন্য দাঁড়িয়েছিলেন অখিল গিরি। রীতিমতো ভিড়ও ছিল এলাকায়। ভিড় সামাল দিতে গিয়ে হিমশিম খেতে দেখা যায় নিরাপত্তাপক্ষীদের। সূত্রের খবর, অখিলকে চিনতে না পেরেই ধাক্কা দিয়ে সরিয়ে দিতে যান কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা। বেশ কিছুক্ষণ তাঁর সঙ্গে কথা কাটাকাটিও চলে বলে খবর। প্রায় ২ মিনিটের বেশি সময় ধরে চলে ধস্তাধস্তি।
Post A Comment:
0 comments so far,add yours