দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ভারতে খেলেছেন। তেমনই সিনিয়র দলের হয়েও। ভারতে স্পিনের বিরুদ্ধে দক্ষতার সঙ্গে ব্যাট করেন। এ দিনও আরসিবি স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে দেখা গেল।
Heinrich Klaasen : হেনরিখের শতরানের ‘ক্লাস’ ইনিংসে বড় লক্ষ্য দিল সানরাইজার্স
Image Credit Source: IPL
Follow us on
google-news-icon
হায়দরাবাদ : এই মরসুমে সানরাইজার্স হায়দরাবাদ ব্যাটারদের মধ্যে দ্রুততম অর্ধশতরানের ইনিংস খেলেন হেনরিখ ক্লাসেন। মাত্র ২৪ বলে। কিন্তু সেখানেই থেমে থাকেননি। এ মরসুমের প্রথম শতরান এসেছিল সানরাইজার্স ব্যাটারের সৌজন্যেই। ইডেন গার্ডেন্সে শতরান করেছিলেন হ্যারি ব্রুক। এ দিন ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে শতরানের ইনিংস হেনরিখ ক্লাসেনের। শুরুর দিকের ম্যাচগুলিতে সুযোগই পাচ্ছিলেন না। তবে তাঁর মতো ক্লাস ব্যাটারকে সুযোগ দিতেই একের পর এক দুর্দান্ত ইনিংস খেলে চলেছেন। ভারতের মাটিতে স্পিনের বিরুদ্ধে বেশির ভাগ বিদেশি ক্রিকেটারই হোঁচট খান। তবে ক্লাসেন সেই তালিকায় পড়েন না। দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ভারতে খেলেছেন। তেমনই সিনিয়র দলের হয়েও। ভারতে স্পিনের বিরুদ্ধে দক্ষতার সঙ্গে ব্যাট করেন। এ দিনও আরসিবি স্পিনারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে দেখা গেল। শেষ অবধি ৪৯ বলে সেঞ্চুরি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
টি-টোয়েন্টি কেরিয়ারে এটি দ্বিতীয় সেঞ্চুরি হেনরিখ ক্লাসেনের। এর আগে SA20 টুর্নােমন্টে সেঞ্চুরি করেছেন। আইপিএলে নানা স্টাইলের ব্যাটারই দেখা যায়। কেউ বা বৈচিত্রে ভরা শট খেলেন, আবার অনেকে ট্র্যাডিশনাল ক্রিকেটীয় শট। প্রথমটির ক্ষেত্রে উদাহরণ দেওয়া যায় সূর্যকুমার যাদবের। তেমনই দ্বিতীয়টির ক্ষেত্রে শুভমন গিল। আগের ম্যাচে শতরান করেছিলেন টাইটান্সের তরুণ ওপেনার। ক্লাসেনকে ঠিক কোন দিকে রাখা যায়, বলা কঠিন। তবে ভারতের পিচে সাফল্য পেতে স্পিনারদের বিরুদ্ধে খেলার দক্ষতা থাকতে হয়, সেটা আরও এক বার দেখিয়ে দিলেন ক্লাসেন।
Post A Comment:
0 comments so far,add yours