বোর্ডে ১৮৭ রানের লক্ষ্য। প্রয়োজন ছিল একটা মজবুত জুটির। সেটাই করে দেখালেন বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি। ওপেনিং জুটিতে যোগ করলেন ১৭২ রান।
SRH vs RCB IPL Match Result : বিরাট জয়ে নেট রানরেটও বাড়িয়ে নিল আরসিবি
Image Credit Source: IPL
Follow us on
google-news-icon
দীপঙ্কর ঘোষাল : বিজনেস এন্ড! আইপিএলের এই পরিস্থিতিকে তাই বলা হচ্ছে। প্রতিটা ম্যাচই নকআউট। সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস প্লে-অফের দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রয়োজন ছিল একটা বড় জয়ের। আরসিবি ব্যাটিং লাইন আপের যা পরিস্থিতি তাতে টপ থ্রিই ভরসা। বিরাট কোহলি গত দু-ম্যাচে রান পাননি। বোর্ডে ১৮৭ রানের লক্ষ্য। প্রয়োজন ছিল একটা মজবুত জুটির। সেটাই করে দেখালেন বিরাট কোহলি এবং ফাফ ডুপ্লেসি। ওপেনিং জুটিতে যোগ করলেন ১৭২ রান। শেষ ওভার অবধি ম্যাচ গড়ালেও ৮ উইকেটে জয়ী আরসিবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ রিপোর্ট
Post A Comment:
0 comments so far,add yours