বাম আমল থেকেই জামুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলে তীব্র জল সঙ্কট। গ্রীষ্মকাল এলেই এই জলসঙ্কট বাড়ে। জল প্রকল্প হলেও জামুড়িয়ার মানুষজন তেমন উপকৃত হননি বলে অভিযোগ।
Water Crisis: জামুড়িয়ায় পানীয় জলের সঙ্কটের কথা 'জানেন' মেয়র, দেখা করে স্মরণ করালেন দলেরই বিধায়কবাঁ দিকে বিধায়ক, ডানদিকে মেয়র
আসানসোল: টাইমকল দিয়ে জল পড়ে না। ফ্লো এতটাই কম কলের মুখ নেমে গিয়েছে রাস্তা থেকে ৬ ফুট নীচে। গর্ত করেও মিলছে না পর্যাপ্ত পানীয় জল। বর্ষাকালে কলের মুখ রাস্তার জলের নীচে চলে যায়। নিকাশির জল উপরে আর পানীয় জল নেমে যায় তারও নীচে। জামুড়িয়ায় (Jamuria) এতটাই তীব্র জল সঙ্কট (Water Crisis)। অভিযোগ, বিশেষ করে আসানসোল (Asansol) পুরনিগমের ৩২ নম্বর ওয়ার্ড বগরা অঞ্চলে ৬ বছর ধরে চলছে এই সমস্যা। এবার খোদ জামুড়িয়ার তৃণমূল বিধায়কও সরব হলেন পানীয় জলের দাবিতে।
বিগত কয়েক বছর ধরেই আসানসোল পৌরনিগম এলাকার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত বিস্তীর্ণ অঞ্চলে পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। সমস্যা সমাধানের খোঁজে এবার জামুড়িয়ার তৃণমূলের বিধায়ক হরেরাম সিং আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের দ্বারস্থ হলেন। এদিন তিনি আসানসোল পৌরনিগমে আসেন। এসেই মেয়র বিধান উপাধ্যায়ের কাছে সমস্যার কথা তুলে ধরেন। মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন যতদিন না পর্যন্ত পানীয় জলের সুষ্ঠু ব্যবস্থা করা যায়, যতদিন পর্যন্ত ট্যাঙ্কার পাঠিয়ে এলাকাবাসীদের জল দেওয়া হবে।
বাম আমল থেকেই জামুড়িয়ার বিস্তীর্ণ অঞ্চলে তীব্র জল সঙ্কট। গ্রীষ্মকাল এলেই এই জলসঙ্কট বাড়ে। জল প্রকল্প হলেও জামুড়িয়ার মানুষজন তেমন উপকৃত হননি বলে অভিযোগ। অভিযোগ ওঠে জলের মেইন লাইনে অবৈধ সংযোগ নিয়ে পাম্প চালিয়ে বহু মানুষ জল টেনে নেয়। ফলে অপেক্ষাকৃত প্রত্যন্ত এলাকাগুলিতে জল পৌঁছায় না। জামুড়িয়া বিধানসভার এমন অনেক এলাকা রয়েছে যা আসানসোল পৌরনিগমের অন্তর্গত। কিন্তু পৌরনিগম এলাকা হলেও সেখানে সুষ্ঠু পানীয় জলের ব্যবস্থা আজও পৌরনিগম করতে পারেনি। টাইমকল থাকলেও জল পড়ে না। বারবার ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে পাইপলাইন পরীক্ষা করা ও নানান ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু যা দেখা গিয়েছে গোড়াতেই গলদ। অর্থাৎ পর্যাপ্ত জলের যোগান নেই। সেই কারণেই গ্রীষ্মকাল এলেই তীব্র জলসঙ্কটে পড়ে জামুরিয়া।
Post A Comment:
0 comments so far,add yours