স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিস্ফোরণের পর স্থানটিকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু, ওই জায়গায় মজুত থাকা বোমা থেকেই ঘটেছে বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশBomb Blast in Murshidabad: এগারার পর রঘুনাথগঞ্জ, তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়িএই বাড়িতেই হয়েছে বিস্ফোরণ
Follow us on

google-news-icon
রঘুনাথগঞ্জ: দুদিন আগেই ভয়াভয় বিস্ফোরণে কেঁপে উঠেছিল পূর্ব মেদিনীপুরের এগরা (Egra Bomb Blast)। বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গিয়েছে ৯ জনের। তদন্ত করছে সিআইডি (CID)। এরইমধ্যে রাজ্যব্যাপী বেআইনি বাজি কারবারিদের ধরতে জোরদার অভিযানে নেমেছে রাজ্য পুলিশ (Police)। উদ্ধারও হচ্ছে প্রচুর নিষিদ্ধ বাজি। এরইমধ্যে ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে। হঠাৎই তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বাড়িতে বিস্ফোরণে ব্যাপক শোরগোল মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জে। ঘটনায় আহত দুই। 

এদিন দুপুরে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত গঙ্গাপ্রসাদ এলাকায় ঘটনাটি ঘটেছে দুপুর সাড়ে ১২টা নাগাদ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এদিন দুপুরে আচমকা তাঁরা বিকট শব্দ শুনতে পান। কেঁপে ওঠে গোটা এলাকা। মুহূর্তেই বোঝা যায় বিস্ফোরণটি হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য জামুরুদ্দিন শেখের বাড়ির ছাদে বিস্ফোরণ ঘটেছে। আহত হয়েছেন ওই পঞ্চায়েত সদস্যের ছেলে কবির শেখ (১৭) ও নাতি সামাদ শেখ (৪)। স্থানীয় বাসিন্দাদের আরও অভিযোগ, বিস্ফোরণের পর স্থানটিকে ঢেকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু, ওই জায়গায় মজুত থাকা বোমা থেকেই ঘটেছে বিস্ফোরণ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours