রঘুনাথপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলননগর সমবায় ভোটে বিপুল জয় পেল তৃণমূল। ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছে ১৩টি আসন।

TMC: জেলায় অভিষেকের 'নবজোয়ার'-র আগে তমলুকে উড়ল সবুজ আবির, সমবায়ে জয় তৃণমূলেররঘুনাথপুর ব্লকের সমবায় ভোটে জয়ী তৃণমূল।


তমলুক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek BanerjeE) ‘নবজোয়ার’ এখনও হয়নি। তার আগেই শুভেন্দুর গড়ে উড়ল সবুজ আবির। ফের সমবায় ভোটে ধরাশাই বিজেপি, সিপিএম। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক (Tamluk) থানার শহিদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলননগর সমবায় ভোটে বিপুল জয় পেল তৃণমূল (TMC)। ১৭টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে পেয়েছে ১৩টি আসন। স্বাভাবিকভাবেই উল্লসিত ঘাস-ফুল শিবির। ভোটের ফল ঘোষণার পরই সবুজ আবির উড়িয়ে বিজয়মিছিল করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। বলা যায়, অভিষেকের ‘নবজোয়ার’ কর্মসূচি হওয়ার আগেই উজ্জীবিত তৃণমূল।


জানা গিয়েছে, তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের রঘুনাথপূর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মিলননগর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট হয়েছিল মোট ১৭টি আসনে। এর মধ্যে আগেই ৪টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই জয়ী হয়েছিলো তৃণমূল। এদিন ১৩টি আসনে ভোটগ্রহণ হয়। তৃণমূল ও বিজেপি ১৩ আসনে প্রার্থী দিয়েছিল। বামফ্রন্ট ১০টি আসনে লড়াই করে। সকাল ১০টা থেকে কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ হয় শুরু হয়। তারপর বিকালে ভোট গণনা শুরু হতেই হাসি চওড়া হয় শাসকদলের। শেষ পর্যন্ত, তৃণমূল কংগ্রেস পেয়েছে এককভাবে ১৩ টি আসন, বামফ্রন্ট পেয়েছে ৩ টি আসন আর বিজেপি পেয়েছে ১ টি আসন।

যদিও সমবায় ভোটের এই ফলাফলে শাসকদলের বিরুদ্ধে ভোটে চাপা সন্ত্রাস করার অভিযোগ তুলেছেন বিজেপির শহিদ মাতঙ্গিনী মণ্ডল-৩ এর সভাপতি সুজিত সামন্ত। অপরদিকে, সিপিআই জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরাঙ্গ কুইলার দাবি, “শাসক তৃণমূল ও বিজেপি অন্দরে জোট করেছে এবং তাদের প্রার্থী নির্বাচন করতে বাধা দিয়েছে। ভোটের সময়ও আতঙ্কের সৃষ্টি করেছে।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours