বুধবার শিক্ষা দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে এই নতুন নীতি কার্যকর করার কথা জানানো হয়েছে।

Graduation Course: এবার ৪ বছরে স্নাতক হবেন পড়ুুয়ারা, অবশেষে শিলমোহর জাতীয় শিক্ষানীতিতেফাইল ছবি



কলকাতা : দীর্ঘ টালবাহানার পর অবশেষে কলেজের পাঠের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতিতে শিলমোহর দিল রাজ্য। আগামী শিক্ষাবর্ষ থেকেই ৪ বছরের পাঠ শেষ করে তবেই স্নাতক হবেন পড়ুয়ারা। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার ক্ষেত্রে প্রথম থেকেই আপত্তি ছিল রাজ্যের। সেই শিক্ষানীতি বিশ্লেষণ করার জন্য বিশেষ কমিটিও গঠন করা হয়েছিল রাজ্যের তরফে। অবশেষে সেই নীতিতে মিলল অনুমোদন। এবার থেকে তিন বছরের বদলে চার বছর ধরে চলবে স্নাতকের পাঠ। চার বছর পর সরাসরি গবেষণায় অংশ নিতে পারবেন পড়ুয়ারা।


Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours