ইনস্টাগ্রামে Science Feed নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। দেখা গেল, একটি ফাঁকা রাস্তায় বৃষ্টি হচ্ছে, সামান্য জলও জমেছে। একজন এসে কৌটো থেকে সাদা রঙের কিছু টুকরো ওই জলে ফেলে দিলেন। ব্যস! সঙ্গে সঙ্গে সেখানে আগুনের ফুলকি উঠতে লাগল। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।

Viral Video: জলের মধ্যে ফেলা হল কয়েক টুকরো সোডিয়াম, ফলাফল দেখে নেটিজ়েনদের মাথায় হাত!বৃষ্টির জলে কয়েক দানা সোডিয়াম...

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় হরেক কিসিমের ভিডিয়ো ভাইরাল হয়। টুইটার হোক, ফেসবুক বা ইনস্টাগ্রাম, প্রত্যেকটি প্ল্যাটফর্মেই আপনি প্রতিদিন অগুনতি ভিডিয়ো দেখতে পান। এ সোশ্যাল মিডিয়া এক এমনই জায়গা, যেখানে এলে আপনি আপনার সাধারণ জ্ঞানের দক্ষতা আরও বাড়িয়ে নিতে পারবেন। বিনোদনমূলক নানাবিধ ভিডিয়োর সঙ্গেই এখানে আপনি শিক্ষামূলক কিছু ভিডিয়োও দেখতে পাবেন। সেরকমই একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। বৃষ্টির জলে (Rain Water) কয়েক টুকরো সোডিয়াম মেটাল (Sodium Metal) ফেলে দিলে যে কী প্রতিক্রিয়া হতে পারে, দেখা গেল সেই ভিডিয়োতে।


ইনস্টাগ্রামে Science Feed নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। দেখা গেল, একটি ফাঁকা রাস্তায় বৃষ্টি হচ্ছে, সামান্য জলও জমেছে। একজন এসে কৌটো থেকে সাদা রঙের কিছু টুকরো ওই জলে ফেলে দিলেন। ব্যস! সঙ্গে সঙ্গে সেখানে আগুনের ফুলকি উঠতে লাগল। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours