যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে এই দুদিন তারকেশ্বর থেকে সকাল সাড়ে সাতটায় একটি ট্রেন ছাড়বে। বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে রেলের তরফে।
Local Train Cancellation: শনি-রবিতে হাওড়া-তারকেশ্বর শাখায় বাতিল বহু লোকাল, দুর্ভোগ এড়াতে দুজোড়া স্পেশ্যালট্রেন বাতিল।
Follow us on
google-news-icon
কলকাতা: ফের হাওড়া ডিভিশনে বাতিল একাধিক ট্রেন (Local Train Cancel)। শনিবার ও রবিবার কাজ চলবে শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে। বন্ধ থাকবে পাওয়ার। সে কারণে হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeshwar) রুটে একাধিক ট্রেন বাতিল হয়েছে। পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে পূর্ব রেলের তরফে। যাত্রী দুর্ভোগ কমাতে সিঙ্গুর (Singur) ও তারকেশ্বর এর মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি যাত্রীদের দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের তরফে।
শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে কাজের জন্য শনিবার হাওড়া থেকে বাতিল থাকছে আপ 37349, 37351, 37379 লোকাল। অন্যদিকে গোঘাট থেকে বাতিল থাকছে ডাউন 37378 লোকাল। শনিবারের তুলনায় রবিবার বাতিল ট্রেনের সংখ্যা বেশি থাকছে। রবিবার হাওড়া থেক বাতিল থাকছে আপ 37309, 37311, 37313, 37315, 37317, 37319, 37321, 37323,37359, 37361, 37363, 37371, 37373, 37375, 37303, 37307 লোকাল। শেওড়াফুলি থেকে বাতিলের খাতায় থাকছে 37411, 37415। তারকেশ্বর থেকে বাতিলের তালিকায় থাকছে 37312, 37314, 37316, 37318, 37320, 37322, 37324, 37326, 37328, 37330, 37332, 37412, 37416। আরামবাগ থেকে বাতিল 37360, 37362, 37364।
Post A Comment:
0 comments so far,add yours