যে শব্দটা শোনামাত্র অনেকেই না-শোনার ভান করেন, সেই সেক্সকে কেন্দ্র করেই এই ধরাধামে রয়েছে আস্ত একটি থিম পার্ক। যে 'কে-কালচার' (K-Culture)-এর জ্বরে এখন আক্রান্ত গোটা বিশ্ব, সেই দেশেই রয়েছে যৌনতাকে কেন্দ্র করে একটি থিম পার্ক।
Sex Theme Park: সেক্স এবং শুধুই সেক্স, যৌনতার উদ্দাম উদযাপনই যখন প্রাপ্তবয়স্কদের পার্কের থিম
থিম পার্ক শুধু বাচ্চাদের উদ্দেশে তৈরি করা হয়—একদম নয়। ডিজ়নিল্যান্ডের মতো বিশ্বের বড়-বড় থিম পার্কে বাচ্চাদের সঙ্গে বড়রাও মজা করেন। তবে, এমনও থিম পার্ক আছে, যেখানে শুধু প্রাপ্তবয়স্কদেরই প্রবেশের অধিকার রয়েছে। রয়েছে সেখানে অ্যাডাল্ট থিম—সেক্স এবং শুধুই সেক্স। যে শব্দটা শোনামাত্র অনেকেই না-শোনার ভান করেন, সেই সেক্সকে কেন্দ্র করেই এই ধরাধামে রয়েছে আস্ত একটি থিম পার্ক। আর সেটি অবস্থিত দক্ষিণ কোরিয়ায়। যে ‘কে-কালচার’ (K-Culture)-এর জ্বরে এখন আক্রান্ত গোটা বিশ্ব, সেই দেশেই রয়েছে যৌনতাকে কেন্দ্র করে একটি থিম পার্ক। যদিও ১৮ বছর বয়স না-হলে সেখানে প্রবেশের অনুমতি মেলে না।
‘চেজু লাভল্যান্ড’ নামে জনপ্রিয় দক্ষিণ কোরিয়ার সেক্স থিম পার্ক। মূলত প্রাপ্তবয়স্কদের যৌন শিক্ষা এবং যৌনতা সম্পর্কিত তথ্য প্রদানের জন্যই তৈরি করা হয়েছে এই পার্কটি। গোটা উদ্যান জুড়ে ১৪০টি ভাস্কর্য রয়েছে, বিভিন্ন ধরনের সেক্স পজ়িশন এবং যৌন অঙ্গভঙ্গি নিয়ে। চুম্বন থেকে শুরু করে হস্তমৈথুন এবং বিভিন্ন সেক্স পজ়িশনের ভাস্কর্য রয়েছে পার্ক জুড়ে। সেখানে যেমন যৌনতাকে কেন্দ্র করে তথ্য প্রদান করা হয়, তেমনই ভাস্কর্যের সঙ্গে সেলফি তোলারও সুযোগ রয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours