আইপিএল ফাইনাল শেষ হওয়ার দশদিনের মধ্যে শুরু হওয়ার কথা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তবে বৃষ্টির কারণে রিজার্ভ ডে- তে ফাইনাল খেলা হবে। তাই সময় কমে দাঁড়িয়েছে ৯ দিন।
CSK vs GT, IPL 2023 : দেশ বড় নাকি আইপিএল! আদৌ ফাইনাল খেলবেন সামি, গিল, জাডেজারা?
আমেদাবাদ: সন্ধ্যা নামতেই প্রবল বেগে বারিধারা। যে মাঠে শুভমন গিল, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজাদের দাপট দেখানোর কথা, সেখানেই রাজত্ব করল বরুণদেব। ঝড়, শিলা বৃষ্টির তোড়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের চারপাশ নদীতে পরিণত হয়। তবে আইপিএলের ফাইনালে (IPL 2023) রিজার্ভ ডে থাকায় ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। ভেজা মাঠে কম ওভারের ম্যাচ খেলে দীর্ঘ দু’মাসের পরিশ্রমের ফলাফল পণ্ড হতে দিতে চায়নি চেন্নাই সুপার কিংস বা গুজরাট টাইটান্সের কেউই (CSK vs GT)। নিয়ম অনুযায়ী আজ, সোমবার মোদী স্টেডিয়ামে স্থগিত হয়ে যাওয়া ম্যাচ শুরু হবে ঠিক একই সময়ে। অর্থাৎ সন্ধ্যা ৭টায় টস, সাড়ে সাতটায় শুরু ম্য়াচ। একে বৃষ্টির বাধা, তার উপর খবর ছড়িয়ে পড়ে যে সোমবার ম্যাচ পিছিয়ে যাওয়ায় ফাইনাল খেলতে পারবেন না শুভমন গিল, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজা এবং অজিঙ্ক রাহানে। কারণ উপরোক্ত চারজনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে যাওয়ার কথা আজ রাতে। বিস্তারিত এই প্রতিবেদনে।
আইপিএল ফাইনাল শেষ হওয়ার দশদিনের মধ্যে শুরু হওয়ার কথা ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের। বৃষ্টির কারণে রিজার্ভ ডে -তে ম্যাচ হবে। তাই সময় কমে দাঁড়িয়েছে ৯ দিন। আইসিসি টুর্নামেন্টের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে প্রস্তুতির জন্য এই গুটি কয়েক দিন কী আদৌ যথেষ্ট? প্রশ্ন উঠছে। যাই হোক, আইপিএলের কারণেই বোর্ড ঠিক করেছিল ভারতীয় দলের সদস্যদের তিন ভাগে লন্ডনে পাঠানো হবে। বিরাট কোহলি, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, রবিচন্দ্রন অশ্বিনরা লন্ডন পৌঁছে গিয়েছেন। রবিবার রাতে রওনা দেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে সদ্য ডাক পাওয়া যশস্বী জয়সওয়াল, জয়দেব উনাদকটরা। আইপিএল ফাইনাল শেষ হতেই তড়িঘড়ি লন্ডন রওনা হওয়ার কথা বাকি থাকা চার ক্রিকেটার শুভমন গিল, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজা এবং অজিঙ্ক রাহানের। রবিবার, আইপিএল ফাইনাল ম্যাচ স্থগিত হয়ে যাওয়ায় কি ম্যাচ খেলবেন না তাঁরা?
রবিবার রাতেই জয় শাহের টুইটার অ্যাকাউন্টে এমনই বার্তা ফুটে ওঠে। প্রবল বেগে ভাইরাল হতে থাকে টুইট। যেখানে লেখা ছিল, “আইপিএলের ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে। কিন্তু ডব্লিউটিসি ফাইনালে যাঁরা অংশগ্রহণ করবেন তাঁরা সোমবার সকালেই লন্ডন রওনা দেবেন। তাই শুভমন গিল, মহম্মদ সামি, রবীন্দ্র জাডেজা এবং অজিঙ্ক রাহানেকে ফাইনালে পাওয়া যাবে না।” যা দেখে থমকে গিয়েছিলেন সমর্থকরা। পরে দেখা যায়, সেটি জয় শাহের প্যারোডি অ্যাকাউন্ট। সত্যিটা জেনে হাঁফ ছেড়ে বাঁচেন দর্শকরা।
সোমবার বৃষ্টি ফের বাধা না হলে ভয়ঙ্কর ফর্মে থাকা শুভমন গিল ইতিহাস গড়তে পারেন। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯০০ রানের গণ্ডি অতিক্রম করতে পারেন তিনি। ২০১৬ সালে ৯৭৩ রান করেছিলেন বিরাট কোহলি। এর পাশাপাশি ২৮টি উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় শীর্ষে মহম্মদ সামিষ ফাইনালে সংখ্যাটা আরও বাড়িয়ে টুপি দখলে নিয়ে নেবেন তিনি। তবে সবটাই নির্ভর করছে আবহাওয়ার উপর। আপাতত আইপিএলের ভাগ্য বরণদেবতার হাতে।
Post A Comment:
0 comments so far,add yours