মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল।
Parkash Singh Badal: প্রয়াত পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীরপঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল প্রয়াত।
মোহালি: পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আকালি দলের নেতা প্রকাশ সিং বাদল (Prakash Singh Bandal) প্রয়াত হলেন। মঙ্গলবার রাতে মোহালির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শ্বাসজনিত সমস্যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রকাশ সিং বাদলের ছেলে তথা SAD প্রধান সুখবীর সিং বাদল এবং মেয়ে পরণীত কাউর। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। শোক প্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
প্রকাশ সিং বাদলের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন শিরোমনি আকালি দলের নেতা তথা পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। শ্বাসকষ্টজনিক সমস্যার জেরে সপ্তাহ খানেক আগে মোহালির এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হাসপাতাল কর্তৃপক্ষও বর্ষীয়ান রাজনীতিকের চিকিৎসার বিশেষ বন্দোবস্ত করেছিলেন। কিন্তু, শেষরক্ষা হল না। এদিন এদিন রাত ৮টা নাগাদ হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Post A Comment:
0 comments so far,add yours