ইডেনে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শার্দূল ঠাকুর। তাঁর সঙ্গে ইনিংস অ্যাঙ্কর করেছিলেন রিঙ্কু। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে অভাবনীয় দৃশ্য় দেখেছেন ক্রিকেট অুনরাগীরা।
Aiden Markram : রিঙ্কু আতঙ্ক নাকি শুধুই প্রশংসা! কী বললেন সানরাইজার্স অধিনায়ক?ইডেনে সাংবাদিক সম্মেলনে সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করাম।
Image Credit Source: OWN Photograph
দীপঙ্কর ঘোষাল : নাইট রাইডার্স সমর্থকরাই শুধু নন, আইপিএল এবং ক্রিকেটের প্রতিটা সমর্থকের কাছে রিঙ্কু এখন আবেগের নাম। সকলেই একটা ঘোরের মধ্যে রয়েছেন যেন। কী হয়ে গেল, ঠিক বুঝে উঠতে পারছেন না এখনও। গুজরাট টাইটান্স ম্য়াচ অতীত। নাটকীয় একটা ম্য়াচ জিতে এসে এবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। কেকেআর শিবির নতুন ম্য়াচের প্রস্তুতি শুরু করে দিয়েছে আগেই। সানরাইজার্স হায়দরাবাদও প্রস্তুতি শুরু করে দিয়েছে। কিন্তু রিঙ্কুকে নিয়ে ভাবনা? সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক এইডেন মার্করামের কথা শুনে বোঝা কঠিন, শুধুই প্রশংসা করলেন নাকি রিঙ্কুকে নিয়ে আতঙ্কেও ভুগছে সানরাইজার্স শিবির! কী বললেন সানরাইজার্স হায়দরাবাদ ক্যাপ্টেন? বিস্তারিত
ইডেনে রয়্যাল চ্য়ালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলেছিলেন শার্দূল ঠাকুর। তাঁর সঙ্গে ইনিংস অ্যাঙ্কর করেছিলেন রিঙ্কু। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্য়াচে অভাবনীয় দৃশ্য় দেখেছেন ক্রিকেট অুনরাগীরা। ভেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানারা ভালো ইনিংস খেললেও জেতার জন্য যথেষ্ঠ ছিল না। ইনিংসের শেষ পাঁচ বলে পাঁচ ছক্কা মেরে ম্য়াচ জেতান রিঙ্কু সিং। কে বেশি ভয়ঙ্কর? এমন প্রশ্নে সানরাইজার্স অধিনায়ক এইডেন মার্করাম বলেন, ‘কেকেআর আগ্রাসী ক্রিকেট খেলছে। যে কোনও দিন প্রতিপক্ষ যেই থাকুন তাদের বিপক্ষে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে কেকেআর। তবে রিঙ্কুর ইনিংসটা ব্যতিক্রমী ছিল। ওই ইনিংস দেখাটাও একটা দুর্দান্ত অভিজ্ঞতা। তবে আমাদের বিশ্বমানের বোলিং লাইন আপ রয়েছে।’
বিস্তারিত আসছে…
Post A Comment:
0 comments so far,add yours