কেলেঙ্কারি কাণ্ড! গ্রুপ চ্যাট থেকে ফাঁস হামলার পরিকল্পনা, কোথায় মুখ লুকোবেন ট্রাম্প?
রাতারাতি ‘ভিলেন’! ট্রাম্পের জন্যই হুড়মুড়িয়ে পড়ছে TATA-র এই শেয়ার
‘গদি ছাড়ুন না হলে সেনা নিজের হাতে ক্ষমতা তুলে নেবে’, সেনাপ্রধানকে চিঠি পাঠিয়ে ‘আল্টিমেটাম’ অন্যান্য কর্তাদের
ইউনূসকে চিঠি প্রধানমন্ত্রী মোদীর, মনে করালেন ভুলতে বসা ‘মুক্তিযুদ্ধে’র কথা
সুরাপ্রেমীদের জন্য দুঃখের খবর শোনাল সুপ্রিম কোর্ট
ফের হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! বক্তব্যে অসঙ্গতি পেতেই আটক বিহারের যুবক।
ফের হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা! আরপিএফ সূত্রে জানা গিয়েছে, বুধবার রুটিন তল্লাশি চালানোর সময় ডাউন পাটনা-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে নগদ প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। ওই টাকার বিষয়ে কোনও বৈধ কাগজপত্র ছিল না যাত্রীটির কাছে। ওই টাকা তিনি কোথা থেকে পেয়েছেন, বা কি উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিলেন, এই সকল প্রশ্নে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। জানা গিয়েছ তিনি বিহারের বাসিন্দা। তার কথাবার্তায় বিস্তর অসঙ্গতি পাওয়ার পরই নগদ টাকা বাজেয়াপ্ত করে, ওই যাত্রীকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে আরও তদন্ত চলছে। উল্লেখ্য, গত কয়েক মাসে বারংবার হাওড়া স্টেশন চত্বর থেকে লক্ষ লক্ষ টাকা, দামি গয়না, দামি বিদেশি সিগারেটের মতো সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
Post A Comment:
0 comments so far,add yours