শুক্রবার বীরভূমে জনসভায় বক্তব্য পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি।
Abhishek Banerjee on Amit Shah: প্রাপ্য ১.১৫ লক্ষ কোটি টাকা দিন, রাজনীতি থেকে সরে যাব: অভিষেক
কলকাতা : অমিত শাহের বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেককে মুখ্যমন্ত্রী করার ‘স্বপ্ন’ অচিরেই শেষ হয়ে যাবে বলে বীরভূমের সভা থেকে হুঙ্কার দিয়েছেন অমিত শাহ। তারই জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রাপ্য টাকার কথা মনে করালেন অভিষেক।শুক্রবার সন্ধ্যায় টুইটে জবাব দিয়েছেন তিনি। অমিত শাহ যখন রাজ্য সফরে এসে দুর্নীতি ইস্যুতে আক্রমণ শানাচ্ছেন, তখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে অনড় ঘাসফুল শিবির।
সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘আমার অস্তিত্ব যদি আপনাকে এতই যন্ত্রণা দেয়, তাহলে রাজ্যের প্রাপ্য ১.১৫ লক্ষ কোটি টাকা দিয়ে দিন। আমি রাজনীতি থেকে সরে যাব।’
Post A Comment:
0 comments so far,add yours