জানা গিয়েছে, সোমবার রাত্রিবেলা থেকেই অশান্তি চলছিল ওই জুটমিলে। শ্রমিক অসন্তোষের জনি্য রাত্রিকালীন শিফট প্রথমে বন্ধ হয়ে যায়।
Jutemill Close: আগেরও কাজ করেছেন, পরেরদিন পেলেন নোটিশ, হাওড়ার পর এবার বন্ধ ব্যারাকপুরের জুট মিলফের বন্ধ জুটমিল (নিজস্ব চিত্র)
ব্যারাকপুর ও হাওড়া: হাওড়ার দাসনগরের পর এবার জগদ্দল। ফের বন্ধ হয়ে গেল এ রাজ্যের আরও এক জুটমিল। বেকার হলেন প্রায় ৪ হাজার শ্রমিক। কোনও রকমের উত্তেজনা এড়াতে আগে থেকেই বসল পুলিশ পিকেটিং।
জানা গিয়েছে, সোমবার রাত্রিবেলা থেকেই অশান্তি চলছিল ওই জুটমিলে। শ্রমিক অসন্তোষের জনি্য রাত্রিকালীন শিফট প্রথমে বন্ধ হয়ে যায়। এরপর মঙ্গলবার সকাল থেকে পুরো মিলই বন্ধ করে দেন কর্তৃপক্ষ। এ দিন, মিলের গেলে অর্নিদিষ্টকালের জন্য সাসপেন্সান নোটিস ঝোলানো হয়। এই বিক্ষোভের জেরে প্রায় চার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।
এক শর্মিক বলেন, “কালকেই বন্ধ হয়েছে। কী হয়েছে ঠিক বলতে পারব না। কালকে ঝামেলা চলছিল। আজকে নোটিশ লাগিয়ে দিয়েছে। তারপরই বন্ধ হয়ে গেছে।” বস্তুত, গতকাল কোনও নোটিশ ছাড়াই বন্ধ হয়েছিল হাওড়ার দাসনগর ভারত জুট মিল। অন্যান্য দিনের মতো সকালবেলা মিলে কাজ এসে শ্রমিকরা হতভম্ব। জুট মিলের গেট খোলা থাকলেও ভেতরে বন্ধ সব মেশিন ছিল। কাজই হচ্ছিল না। ম্যানেজারের অফিসে তালা। উধাও ম্যানেজমেন্টের লোকজন। এর জেরে প্রায় সাড়ে ৬০০ শ্রমিক কর্মহীন হয়ে পড়েন। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
Post A Comment:
0 comments so far,add yours