মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে কেকেআরের বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ডেবিউ হয়েছে সচিন তেন্ডুলকরের (Sachin) ছেলে অর্জুনের।
Sourav Ganguly On Arjun Tendulkar: আইপিএলের মঞ্চে জুনিয়র তেন্ডুলকর, বন্ধুপুত্রকে দেখে আবেগী সৌরভআইপিএলের মঞ্চে জুনিয়র তেন্ডুলকর, বন্ধুপুত্রকে দেখে আবেগী সৌরভ
Image Credit Source: IPL Website
মুম্বই: অবশেষে নীল-সোনালি জার্সি গায়ে চাপিয়ে আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ হল সচিনপুত্রের। ওয়াংখেড়ে স্টেডিয়ামে রবি-বিকেলে অর্জুন তেন্ডুলকরের (Arjun Tendulkar) আইপিএল (IPL) ডেবিউয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান হল। বন্ধুপুত্রের আইপিএল ডেবিউ দেখে আবেগী টুইট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। বর্তমানে ১৬তম আইপিএলের সঙ্গে যুক্ত সৌরভও। তিনি দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট। সৌরভের পাশাপাশি হরভজন সিং, ইরফান পাঠানরাও আজ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অর্জুনের আইপিএল ডেবিউয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। বিস্তারিত জেনে
সচিন তেন্ডুলকরের বিদায়ী মাঠে হল অর্জুনের আইপিএল অভিষেক। রবি-বিকেলে মাঠে নামার আগে বাবা সচিনের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় অর্জুনকে। কেকেআরের বিরুদ্ধে রবিবারের আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে রোহিত শর্মার হাত থেকে ডেবিউ ক্যাপ পান অর্জুন। ২০২১ সালের আইপিএলের নিলামে অর্জুনকে প্রথম বার কেনে মুম্বই ইন্ডিয়ান্স। এরপর নেটে বেশ নজর কেড়েছিলেন অর্জুন। কিন্তু ডেবিউ হয়নি। অবশেষে আইপিএলের লক্ষ্যভেদ করেছেন অর্জুন। বন্ধুর ছেলের আইপিএল ডেবিউ দেখে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, ‘অর্জুনকে মুম্বইয়ের হয়ে খেলতে দেখে দারুণ লাগছে। চ্যাম্পিয়ন বাবা আজ অত্যন্ত গর্ব বোধ করবে। অর্জুনকে অনেক শুভেচ্ছা।’
অর্জুনকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং টুইটারে লেখেন, ‘শুভকামনা অর্জুন তেন্ডুলকর। সচিন পাজি, তাঁর পরিবার এবং আমাদের সকলের জন্য একটা দারুণ গর্বের মুহূর্ত। মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি পরার স্বপ্ন নিয়ে ওকে বড় হতে দেখেছি। দারুণ পারফর্ম করো অর্জুন।’
১০ বছর আগে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলতেন সচিন তেন্ডুলকর। ২০১৩ সালে শেষ বার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে খেলেছিলেন সচিন। ঠিক ১০ বছর পর মুম্বইয়ের জার্সিতে আইপিএল অভিষেক হল অর্জুনের। সৌরভ-হরভজনের পাশাপাশি ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও শুভেচ্ছা জানান সচিনপুত্রকে। তিনি টুইটারে লেখেন, ‘আইপিএলের ইতিহাসে এই প্রথম বার ১০ বছর পর একই ফ্র্যাঞ্চাইজির হয়ে বাবা ও ছেলে খেলছে। শুভকামনা জানাই অর্জুন তেন্ডুলকরকে।’
ডেবিউ ম্যাচে কেমন পারফর্ম করলেন অর্জুন?
MI জার্সিতে আইপিএলে অভিষেক ম্যাচে বোলিংয়ের সূচনা করেন অর্জুন।
ডেবিউ ম্যাচে প্রথম ওভারে ৪ রান দেন অর্জুন।
দ্বিতীয় ওভারে তিনি দেন ১৩ রান।
বাঁ হাতি ব্য়াটারের বিরুদ্ধে বল বাইরে নিচ্ছিলেন।
পাওয়ার প্লে-তে ২ ওভারের স্পেলে ১৭ রান।
Post A Comment:
0 comments so far,add yours