ব্যান্ডেড লাগিয়ে রাখার নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে। চাইলেই যে ব্যান্ডেড লাগিয়ে নেওয়া যায় এরকমটা একেবারেই নয়
Band Aid: ধুলো-বালি থেকে বাঁচাতে টানা দু'দিন ব্যান্ডেড লাগিয়ে রাখা অভ্যাস? ঠিক করছেন তো!কী ভাবে ব্যবহার করবেন ব্যান্ড এড
মাসে যেরকম আমাদের নিয়ম করে চাল,ডাল, আটা, নুন, চিনি কিনতে হয় তেমনই ব্যান্ডেডও কিনে রাখতে হয়। কারণ? কাটা ছেঁড়া লেগেই থাকে। ছুরি, বঁটিতে হাত কেটে যাওয়া, খেলতে গিয়ে পড়ে যাওয়া, সাইকেল থেকে বে কায়দায় পড়ে গিয়ে আছাড় খাওয়া, নতুন জুতোয় ফোস্কা পড়া- সবকিছু ওয়ান স্টপ সলিউশন একটাই। তা হল ব্যান্ডেড। যে কোনও ছোটখাটো কাটা ছেঁড়ার প্রাথমিক চিকিৎসাটুকু হয় এই ব্যান্ডেড দিয়েই। ব্যান্ডেডের অনেক গুণও আছে। ব্যান্ডেডের মধ্যে একরকম ওষুধ থাকে। যা ক্ষতস্থানের যে কোনও সংক্রমণ প্রতিরোধ করে। সেই সঙ্গে ক্ষতস্থান ঢেকে রাখে। ক্ষতস্থানে ধুলো-ময়লা, নোংরা জল এসব কোনও কিছুই লাগতে দেয় না। বাজার থেকে ব্যান্ডেড কিনে আনা, ব্যবহার করা তা তো সকলেই জানেন। তবে যা জানেন না তা হল একটানা কতদিন পর্যন্ত লাগিয়ে রাখা যায়?
এই ব্যান্ডেড লাগিয়ে রাখার নির্দিষ্ট একটা সময়সীমা রয়েছে। চাইলেই যে ব্যান্ডেড লাগিয়ে নেওয়া যায় এরকমটা একেবারেই নয়। চিকিৎসকেরা বলছেন সর্বোচ্চ একদিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। তার বেশি একেবারেই করা যাবে না। এতে সংক্রমণের সম্ভাবনা বেড়ে যায় সেই সঙ্গে ত্বকে ব্যান্ডেডের আঠা বসে কালো হয়ে যায়। সবথেকে ভাল যদি একদিনে দুবার এই ব্যান্ডেড পরিবর্তন করে নিতে পারেন। কারণ ব্যান্ডেডের মধ্যে যে ওষুধ থাকে তার গুণাগুণ নষ্ট হয়ে যায়।
তবে এই ব্যান্ডেড লাগিয়ে স্নান করা ঠিক নয়। এই ব্যান্ডেডের ফাঁক ফোকর দিয়ে জল ঢুকলেই মুশকিল। তখন অন্য সমস্যা। অনেকেই ভাবেন বাইরে বেরোলে ব্যান্ডেড লাগিয়ে রাখা উচিত। এতে ধুলোর হাত থেকে সাময়িক রেহাই মিললেও ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ক্ষত স্থানে হাওয়া লাগতে দিলে তা অনেক তাড়াতাড়ি শুকোয়। যে কোনও কাটা, ছেঁড়া, ঘায়ে ব্যান্ডেড লাগালেই যে তা সেরে যায় এসব একেবারেই নয়। বরং খোলা রাখলে তা বেশি তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তাই কেটে গেলে প্রাথমিক ভাবে যা কিছু মেনে চলবেন-
ভাল করে জায়গাটা ধুয়ে নিন
কোনও অ্যান্টিসেপটিক থাকলে তা লাগান
হালকা করে ব্যান্ডেজ করে রাখুন
একটা টিটেনাস নিয়ে রাখলে ভাল
প্রয়োজনে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।
Post A Comment:
0 comments so far,add yours