ঘরে বসেই করা যাবে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট। আর বিদ্যুতের বিল মেটাতে বিদ্য়ুৎ অফিসে যাওয়ার দিন শেষ। কয়েক সেকেণ্ডে নিজের ফোন থেকেই ঘরে বসেই দিন বিদ্যুতের বিলের টাকা।

Electricty Bill Payments: ঘরে বসেই সহজে করুন ইলেকট্রিসিটির বিল পেমেন্ট, জানুন কীভাবেপ্রতীকী চিত্র
প্রতি মাসের একটি অত্যাবশকীয় কাজ হল বাড়ির বিদ্যুতের বিল মেটানো। আর মাসের ডেডলাইন পেরিয়ে গেলেই জরিমানা তো আছেই। আর মাসের পর মাস তা দেওয়া না হলে বিদ্যুতের লাইনও কেটে দেওয়া হতে পারে। এদিকে মাঝে যা গরম পড়েছিল বাড়িতে ইলেকট্রিসিটি না থাকলে মাথায় হাত পড়ত অনেকেরই। একটা সময় এমন ছিল, বিদ্যুৎ অফিসে গিয়ে বিল মেটাতে হত। তবে এখন আর অফিসে যেতে হবে না। বাড়িতে বসেই নিশ্চিন্তে কয়েক সেকেণ্ডে বিল দিতে পারেন গ্রাহকরা। অনলাইনে এই বিল দেওয়ার প্রক্রিয়াও অনেক সহজ। এর জন্য শুধুমাত্র কাস্টোমার আইডি নম্বর ও বিলের অ্যামাউন্ট লাগবে। আর নিজের মোবাইল ফোন থেকে পেটিএম বা গুগল পে তে যেতে হবে গ্রাহকদের। সেখানে বিদ্যুতের বিলের বিস্তারিত তথ্য দিয়ে পেমেন্ট করতে হবে।


অনলাইনে কীভাবে বিদ্যুৎ বিল চেক করবেন?

পেটিএম অ্যাপ্লিকেশনটি খুলুন এবং বিদ্যুৎ বিলের উপর ক্লিক করুন
এখন, আপনার কাস্টোমার নম্বর লিখুন এবং পরবর্তী ধাপে যান
পরের স্ক্রিনে বিলের পরিমাণ দেখা যাবে। আপনি আপনার বিদ্যুতের বিল খুঁজে পাবেন
গুগল পে ব্যবহার করে কীভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন?


গুগল পে খুলুন।
“New Payment” অপশনে ক্লিক করুন।
এখন পরবর্তীতে “Bill Payments” অপশনটি বেছে নিন।
বিভিন্ন বিল পরিশোধের অপশন থেকে ‘ইলেকট্রিসিটি’ ট্যাব বেছে নিন।
এরপর আপনি যে এজেন্সির পেমেন্ট করতে চান সেটি বেছে নিন।
নিজের বিদ্যুৎ সংস্থাটি বেছে নেওয়ার পরে পেমেন্ট প্রক্রিয়াটি শেষ করতে আপনাকে আপনার কনজিউমার অ্যাকাউন্টটি লিঙ্ক করতে হবে।
আপনি যত টাকার বিল পরিশোধ করতে চান তা লিখুন এবং UPI পিন ব্যবহার করে বিল পরিশোধ করুন।
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours