মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরনায় সাফল্যের সঙ্গে পাঁচটি পর্যায়ের দুয়ারে সরকার কর্মসূচি পরিচালনা করার পর ,ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির শুভ সুচনা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ও সাগরের বিডিও ১লা মে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের রুদ্রনগরের কৃষক বাজারে ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির শুভ সূচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল,
এদিন সাগর ব্লকের রুদ্রনগরের কৃষক বাজারে ষষ্ঠ পর্যায়ে দুয়ারে সরকার কর্মসূচির শুভ সূচন অনুষ্ঠানে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডলের সঙ্গে উপস্থিত ছিলেন,সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান,সাগর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে আধিকারিক সুভ্রান্তুু ঘটক, এবং সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকেরা,এর পাশাপাশি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল সাগরের রুদ্রনগরের কৃষক বাজারে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করেন এবং দুটো ট্যাবলোরও শুভ সূচনা করেন যার মাধ্যমে গ্রামে গ্রামে ওই ট্যাবলো গিয়ে মানুষকে দুয়ারে সরকারের পরিষেবা দেবে, এর পাশাপাশি এদিন সাগর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের থেকে সাগর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় দুয়ারে সরকারের মাধ্যমে মোট ৮৭ টি পরিবারকে জমি পাট্টা এবং রেকর্ড তুলে দিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল,
কাস্ট সার্টিফিকেট ২৭৫৬২ স্বাস্থ্য সাথী ২১ হাজার ৫৩২ কৃষক বন্ধু ৪৫৩২, এবং আরো সকল প্রকল্পের মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে এবং প্রসেসিং এ আছে সমস্ত প্রকল্প মাধ্যমে মানুষ পরিষেবা পেয়ে যাবে
দুয়ারে সরকারে পর্যায় -৫ টি
শিবির -৩.৭১+ লক্ষ
সুবিধাভোগী - ৬.৭৭+ কোটি
Post A Comment:
0 comments so far,add yours