প্রায় ২ হাজার ৫০০ কিলোমিটার পথ সাইকেল চালিয়ে ৩১শে মার্চ শুক্র বার বকখালি এসে পৌছালেন যুবক। "বৃক্ষ সংরক্ষণ করুন পৃথিবীকে রক্ষা করুন" এই বার্তা নিয়ে সাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে বকখালি এলেন এক বাংলাদেশী যুবক। সাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে বকখালি আসতে ৩৫ দিন সময় লেগেছে। 
তার যাত্রার আরোও একটি উদ্দেশ্য বাংলা দেশ ভারত বন্ধুত্বের বার্তা নিয়ে, সাইকেলের পেছনের একসাথে উড়ছে বাংলাদেশ ও ভারতবর্ষের জাতীয় পতাকা। ভারতের পাঁচটি রাজ্য সাইকেল চালিয়ে ভ্রমণ করেন তিনি। ত্রিপুরা, মিজোরাম, আসাম, নাগাল্যান্ড এবং পশ্চিম বঙ্গের বকখালিতে এসে যুবকের এই যাত্রা শেষ হয়।

৩৫ তম দিনের মাথায় বকখালি এসে পৌঁছান গতকাল বিকেল নাগাদ। যাত্রা পথের শেষে বকখালি সমুদ্র সৈকতে মানুষজনের সাথে কথা বলেন যাত্রা পথের অভিজ্ঞতা সবাইকে জানান এবং আরও জানান তার যাত্রা পথের উদ্দেশ্য এবং লক্ষ্য।


কাকদ্বীপ ডট কম 
Share To:

kakdwip.com

Post A Comment:

0 comments so far,add yours