রাজ্যে বিজেপির ভিতকে দৃঢ় করতে সত্যব্রত মুখোপাধ্যায়ের বিশেষ ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বাংলায় টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যব্রত মুখোপাধ্যায় শুক্রবার কলকাতার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রাজ্যে বিজেপির ভিতকে দৃঢ় করতে সত্যব্রত মুখোপাধ্যায়ের বিশেষ ভূমিকা ছিল। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে বাংলায় টুইট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে, প্রবীণ রাজনীতিকের বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শোকপ্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটারে লিখেছেন, “সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শুনে আমি শোকাহত। পশ্চিমবঙ্গে সর্ব স্তরে বিজেপির সম্প্রসারণ এবং ভিতকে দৃঢ় করতে সত্যব্রত মহাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর শোকস্তব্ধ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি শান্তি শান্তি।”
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী-ঘনিষ্ঠ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সত্যব্রত মুখোপাধ্য়ায়। এদিন সকালে দক্ষিণ কলকাতার বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। সত্যব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর পেয়েই তাঁর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। আবার ফেসবুক পোস্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বাংলায় বিজেপির অন্যতম পরিচিত নাম সত্যব্রত মুখোপাধ্যায়। ২০০৮ সাল পর্যন্ত তিনি বঙ্গ–বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। ১৯৯৯ সালে কৃষ্ণনগর থেকে বিজেপির সাংসদও হন সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জুলুবাবু। তারপর কেন্দ্রীয় সরকারের রাসায়নিক সারমন্ত্রী হন তিনি। পরবর্তীতে শিল্প ও বাণিজ্য মন্ত্রকের দায়িত্বও সামলেছেন। এছাড়া একাধিক মন্ত্রকের প্রতিমন্ত্রী ছিলেন সত্যব্রত মুখোপাধ্যায়
Post A Comment:
0 comments so far,add yours